kon pranir ki nei
কোন প্রাণীর কি নেই 👉 Top 10 GK Question Answer
1. কোন প্রাণীর মাথা নেই?
জোঁক
2. কোন প্রাণীর হৃদপিণ্ড নেই?
তেলাপোকা (হৃদপিণ্ডের পরিবর্তে টিউব থাকে)
3. কোন প্রাণীর পেট নেই?
সী-হর্স (Samudra Ghora)
4. কোন প্রাণীর হাড় নেই?
অক্টোপাস
5. কোন প্রাণীর কান নেই?
সাপ
6. কোন প্রাণীর ডানা নেই কিন্তু উড়তে পারে?
উড়ন্ত সাপ (Flying Snake)
7. কোন প্রাণীর দাঁত নেই?
কচ্ছপ
8. কোন প্রাণীর চোখ নেই?
কেঁচো
9. কোন প্রাণীর মুখ নেই?
তারামাছ (Starfish)