OrdinaryITPostAd

নবম দশম শ্রেণীর রসায়ন ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর

 



 

সৃজনশীল প্রশ্ন ১ : তড়িৎ বিশ্লেষ্য করার জন্য একটি তড়িৎ বিশ্লেষ্য কোষে NaCl এর দ্রবণ নেয়া হলো।

 

ক. সবল এসিড কাকে বলে?

খ. বিশুদ্ধ হাইড্রোক্লোরিক এসিড তড়িৎ পরিবাহী নয় কেন? ব্যাখ্যা করো।

গ. উল্লিখিত তড়িৎ বিশ্লেষ্য দ্রব্যটির 50g এর মধ্যে অণু সংখ্যা নির্ণয় করো।

ঘ. দ্রবপরিবর্তন করে CaCl, নেয়া হলে তড়িৎদ্বারে যে সকল বিক্রিয়া সম্পন্ন হয় উহা লিখ এবং মতামত ব্যাখ্যা করো।

 

সৃজনশীল প্রশ্ন ২ : জনাব একজন রসায়ন শিক্ষক। একদিন তিনি ল্যাবরেটরিতে তাঁর শিক্ষার্থীদের দেখানোর জন্য Zn/Zn^2+ এবং Cu^2+/Cu দিয়ে একটি কোষ তৈরী করলেন। বাড়ি ফিরে তিনি তাঁর বাবার রক্তের গ্লুকোজ মাপার জন্য একটি যন্ত্র ব্যবহার করলেন। এরপর তিনি বাজারে চললেন তার ব্যক্তিগত মাইক্রোবাসে যার জ্বালানী হিসেবে হাইড্রোজেন ফুয়েল ব্যবহৃত হয়।

 

ক. আপেক্ষিক পারমানবিক ভরের সংজ্ঞা দাও।

খ. রংধনু পরীক্ষায় কী ধরনের বিক্রিয়া ঘটে? ব্যাখ্যা কর।

গ. জনাব যে কোষ তৈরি করেছেন তাঁর বিক্রিয়া গুলো ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের পরবর্তী দুটি পদ্ধতি একই প্রণালীতে ঘটে থাকে” -বিশ্লেষণ করো।

 

সৃজনশীল প্রশ্ন ৩ : আমরা বিভিন্ন ব্যাটারী ব্যবহার করি।

(i) শুষ্ক কোষ

(ii) পারদ কোষ

(iii) লেড স্যায়ী কোেষ

(iv) লিথিয়াম ব্যাটারি

 

ক. লবণ সেতু কী?

খ. পুনঃপ্রক্রিয়াজাত কৃত ধাতু কী?

গ. উদ্দীপকের (i) নং কোষে কিভাবে ইলেকট্রনের স্থানান্তর ঘটে?

ঘ. উদ্দীপকের কোষেগুলোর পরিবেশ ও স্থানের উপর প্রভাব আলোচনা কর।

 

সৃজনশীল প্রশ্ন ৪ : এক মোল ইথেন পোড়ালে 1109kJ তাপ নির্গত হয়।

 

ক. তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে?

খ. Global Warming কী?

গ. শুষ্ক কোষ এর বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া বিক্রিয়াসহ বর্ণনা কর।

ঘ. C-H, O=O, C=O, H-O এর বন্ধন শক্তি যথাক্রমে 414, 498, 724464 kJ/mol হলে C-C বন্ধনশস্তি নির্ণয় কর।

 

সৃজনশীল প্রশ্ন ৫ : X এবং Y দুটি ধাতু যাদের প্রোটন সংখ্যা যথাক্রমে 47 এবং 26Y ধাতুটি X এর চেয়ে অধিক সক্রিয়।

 

ক. ফিটকিরির সংকেত কী?

খ. ফেনলকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন?

গ. X এবং Y ধাতুর মধ্যে কোনটি ব্যাতিক্রম ধর্মী ইলেক্ট্রন বিন্যাস প্রদর্শন করে কারণ ব্যাখ্যা কর।

ঘ. ধাতুটির উপর X ধাতুর প্রলেপ দেওয়ার কৌশল বর্ণনা কর।

 

সৃজনশীল প্রশ্ন ৬ : আমরা টর্চলাইটে যে ব্যাটারি ব্যবহার করি তা একটি তড়িৎ রাসায়নিক সেল। এ সেলে অ্যানোড হিসাবে ধাতব Zn- এর পাত্র ব্যবহার করা হয়। যেখানে MnO₂, NH₄Cl ZnC₂ দ্বারা পূর্ণ থাকে। অপরদিকে ক্যাথোড হিসাবে ব্যবহৃত হয় কার্বন দন্ড।

 

ক. মুদ্রা ধাতু কী?

খ. এক গ্রাম কার্বনে কতটি পরমাণু বিদ্যমান?

গ. উদ্দীপকের সেলটির গঠন প্রক্রিয়া চিত্রসহ বর্ণনা কর।

ঘ. উদ্দীপকের সেলটিতে ইলেকট্রন স্থানান্তরের কৌশল সমকিরণসহ বিশ্লেষন করো।

 

সৃজনশীল প্রশ্ন ৭ : নিজাম সাহেবের জানালার গ্রীলে লালচে বাদামী বর্ণের আস্তরণ পড়ে ক্ষয় হচ্ছে। এতে তিনি চিন্তিত হয়ে উক্ত আস্তরণ নিবারণের উপায় খুঁজতে থাকেন।

 

ক. বৃষ্টির পানির pH মান কত?

খ. ব্লিচিং পাউডার দিলে কাপড়ের দাগ উঠে যায় কেন?

গ. নিজাম সাহেবের জানালার গ্রীলে আস্তরণ পড়ার কারণ বিক্রিয়াসহ বর্ণনা কর।

ঘ. নিজাম সাহেব কী কী উপায়ে জানালার গ্রীল ক্ষয় হওয়া রোধ করতে পারবেন- আলোচনা কর।

 

সৃজনশীল প্রশ্ন ৮ : লেবেলবিহীন দুটি পাত্রে আয়রনের দুটি সালফেট লবণ রাখা আছে। শ্রেণি কক্ষে একজন শিক্ষার্থী সহজ পরীক্ষা দ্বারা লোহার একটি পাত্রের উপর নিকেল ধাতুর প্রলেপ দিল।

 

ক. ক্রোমিয়ামের ইলেক্টন বিন্যাস লিখ।

খ. ফসফরাসের যোজনী 35 হতে পারে ব্যাখ্যা কর।

গ. শিক্ষার্থীটি কীভাবে আয়রন লবণ দুটি পৃথক করল সমীকরণসহ লিখ।

ঘ. শেষের কাজটি শিক্ষার্থী কীভাবে করেছে সমীকরণসহ বিশ্লেষণ

 

সৃজনশীল প্রশ্ন ৯ : ব্যাটারি একটি তড়িৎ রাসায়নিক কোষ, যা টর্চ লাইট জ্বালাতে ও রিমোট চালাতে ব্যবহৃত হয়।

 

ক. নিউক্লিয়ার ফিউসন কী?

খ. K-এর ১৯তম ইলেকট্রনটি 3d- এ প্রবেশ না করে 4s- এ প্রবেশ করে কেন?

গ. উদ্দীপকের সেলটির গঠন প্রক্রিয়া চিত্রসহ বর্ণনা কর।

ঘ. উদ্দীপকের সেলটিতে ইলেকট্রন স্থানান্তরের কৌশল সমীকরণসহ বিশ্লেষণ কর।

 

সৃজনশীল প্রশ্ন ১০ : তড়িৎ রাসায়নিক কাষে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয় তড়িৎ রাসায়নিক কোষে ধাতু/ধাতব আয়ন তড়িৎদ্বার ব্যবহার করা হয়। ড্যানিয়েল কোষ একটি গ্যালভানিক কোষ।

 

ক. শিকল বিক্ৰিয়া কি?

খ. পটাশিয়াম হাইড্রোক্সাইডের এক গ্রামে মোট পরমাণুর সংখ্যা কত?

গ. একটি ড্যানিয়েল কোষের গঠন চিত্রসহ বর্ণনা কর।

ঘ. একটি লেকলেন্স সেলের গঠন ও ক্রিয়াকৌশল উল্লেখ করে ড্যানিয়েলের কোষের সাথে এর পার্থক্য কী? বিশ্লেষণ কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১