৪৭তম বিসিএস প্রিলি পরীক্ষা
১। 'লুই ভণই গুরু পুছিঅ জান।' এখানে 'ভণই' শব্দের অর্থ কী?
(ক) কবি (খ) বন্ধু (গ) শিক্ষক (ঘ) ছাত্র
উত্তর: কবি
২। 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের অংশ নয় কোনটি?
(ক) নৌকা খণ্ড (খ) হার খণ্ড (গ) রাধা বিরহ (ঘ) প্রণয় খণ্ড
উত্তর: নৌকা খণ্ড (ক)
৩। বিবৃত স্বরধ্বনি বলতে বোঝায়-
(ক) ঠোঁট বেশি খোলে (খ) জিভ উঁচু হয় (গ) অবিকৃতভাবে উচ্চারিত হয় (ঘ) উচ্চারণে বিকৃতি ঘটে
উত্তর: যে স্বরধ্বনি অবিকৃতভাবে উচ্চারিত হয় (গ)
৪। মনোয়েল দ্যা আসসুম্পসাঁও অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন?
(ক) ২-৩ বছর (খ) ৫-৭ বছর (গ) ৯-১০ বছর (ঘ) ১৪-১৫ বছর
উত্তর: ১৪–১৫ বছর (ঘ)
৫। 'আলালের ঘরের দুলাল' প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?
(ক) বিবিধার্থ সংগ্রহ (খ) সংবাদ প্রভাকর (গ) মাসিক পত্রিকা (ঘ) বঙ্গদর্শন
উত্তর: বিবিধার্থ সংগ্রহ (ক)
৬। 'সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।' কোন কবিতার অংশ?
(ক) পরার্থে (খ) পাছে লোকে কিছু বলে (গ) বড় কে (ঘ) সুখ
উত্তর: পাছে লোকে কিছু বলে (খ)
৭। কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি?
(ক) বিদ্রোহী (খ) অগ্নিবীণা (গ) দারুচিনি দ্বীপ (ঘ) সাজা
উত্তর: অগ্নিবীণা
৮। জসীম উদ্দীনের 'কবর' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
(ক) বালুচর (খ) রাখালী (গ) ধানক্ষেত (ঘ) মা যে জননী কান্দে
উত্তর: রাখালী (খ)
৯। গৌড়ী প্রাকৃত বলতে বোঝায়-
(ক) গৌড় অঞ্চলের মুখের ভাষা (খ) গৌড় সাহিত্যের রীতি (গ) লিখিত নমুনা (ঘ) বিকৃত উচ্চারণ
উত্তর: গৌড় অঞ্চলের মুখের ভাষা (ক)
১০। 'Glossary' শব্দের বাংলা পরিভাষা-
(ক) জ্ঞাপনপত্র (খ) সর্বসাকল্যে (গ) শব্দার্থপঞ্জি (ঘ) গুদামজাত
উত্তর: শব্দার্থপঞ্জি (গ)
১১। 'ঐক্যমত' শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয়?
(ক) সমাসসাধিত (খ) একমত+য (গ) ঐক্য+মত (ঘ) পারিভাষিক শব্দ ধরা
উত্তর: ঐক্যমত শব্দটিকে পারিভাষিক শব্দ ধরলে (ঘ)
১২। ১৯৩৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল-
(ক) বানানকে উচ্চারণের কাছাকাছি নেওয়া (খ) বানানের ঐতিহ্য বজায় রাখা (গ) নিয়ম প্রণয়ন (ঘ) বিকল্প বর্জন
উত্তর: বানানকে উচ্চারণের কাছাকাছি নেওয়া (ক)
১৩। অভিধানে ং,ঃ, এই বর্ণগুলোর অবস্থান কোথায়?
(ক) স্বরবর্ণের আগে (খ) স্বরবর্ণের শেষে (গ) ব্যঞ্জনবর্ণের শেষে (ঘ) নির্দিষ্ট অবস্থান নেই
উত্তর: স্বরবর্ণের শেষে (খ)
১৪। পূর্ববঙ্গীয় উচ্চারণে 'স্মরণ' শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে?
(ক) স-এর উচ্চারণ শ হয়ে যায় (খ) ণ-এর উচ্চারণ ন হয়ে যায় (গ) ম-ফলার উচ্চারণ ম হয়ে যায় (ঘ) শুরুতে নাসিক্য নেই
উত্তর: ণ-এর উচ্চারণ ন হয়ে যায় (খ)
১৫। 'গড্ডলিকা প্রবাহ' বাগধারার 'গডল' শব্দের অর্থ কী?
(ক) নদী (খ) স্রোত (গ) ভেড়া (ঘ) মশা
উত্তর: ভেড়া (গ)
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url