OrdinaryITPostAd

পিএইচপি টিউটোরিয়াল ২

 


 

প্রথম টিউটোরিয়ালটি তো পড়েছেন তাহলে এটা বুঝতে আর সমস্যা হবেনা ক্লাইন্ট সফটওয়ারগুলিতো সবার আছেই এখন শুধু ইনস্টল দিতে হবে ওয়েব সার্ভার যেমন apache এবং অবশ্যই পিএইচপি আর একটা ডেটাবেস সফটওয়ারও ইনস্টল দিয়ে নিন যেমন:MySQL,কি কাজে লাগবে তা পরে বলছি। এ সফটওয়ারগুলি সব ফ্রি পাওয়া যায়। নিশ্চয় এতক্ষনে গুগলে সার্চ দিয়ে সফটওয়ারগুলি খোজা শুরু করেছেন। একটা সহজ ঠিকানা দিচ্ছি এখানে এমন একটা সফটওয়ার পাবেন যেটা ইনস্টল দিলে সবগুলি একবারেই ইনস্টল হয়ে যাবে। আর আলাদা আলাদা ভাবে ইনস্টল দিতে হবেনা। সফটওয়ারটি হচ্ছে XAMPP.XAMPP এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করুন http://www.apachefriends.org/download.php?xampp-win32-1.7.3.exe অন্যান্য সফটওয়ার এর মত ইনস্টল দিন।

ইন্সটল শেষে ডেস্কটপে XAMPP এর একটি আইকন দেখাবে সেখানে ডাবল ক্লিক করে ওপেন করুন অথবা অন্যভাবে করতে পারেন-যে ড্রাইভে ইনস্টল দিয়েছেন সেখানে গেলেই একটা XAMPP Control Panel নামে আইকন দেখতে পাবেন অর্থ্যাৎ আপনি যদি C ড্রাইভে ইনস্টল দেন তাহলে C:\Program Files\xampp বা C:\xampp এই লোকেশনে পাবেন। ব্যাস এখন শুধু start বাটনে click করুন(Apache এবং MySql)।

figure 1

Apache ও MySql চালুর পর ব্রাউজারের এড্রসবারে লিখুন http://localhost ফলে নিচের মত একটা পেজ খুলবে। না আসলে English বাটনে ক্লিক করুন।

figure 2

এই পেজটি আসলে বুঝবেন আপনার পিসিতে সার্ভার ইনস্টল সম্পন্ন হয়েছে অর্থ্যাৎ আপনার কম্পিউটারটি এখন সার্ভার হিসেবে কাজ করছে(লোকাল সার্ভার)।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১