OrdinaryITPostAd

পি/এইচ/পি টিউটোরিয়াল পার্ট -৩ ।। ছাত্রনেটওয়ার্ক।।স্কিল ডেভেলাপ।।

 


যদি C drive এ XAMPP ইনস্টল দিয়ে থাকেন তাহলে এই ফোল্ডারে htdocs নামে আরেকটা ফোল্ডার আছে সেখানে আপনার web content গুলো রাখবেন।
সকল www ডকুমেন্টের মুল ডাইরেক্টরি হচ্ছে “C:\xampp\htdocs”(তবে যদি অন্য ড্রাইভে ইনস্টল দিয়ে থাকেন যেমন:D drive তখন এটা হবে “D:\xampp\htdocs”). এখন যদি এই ডাইরেক্টরিতে “mytest.php” নামে কোন ফাইল রাখেন তাহলে আপনি এটাতে অ্যাকসেস পেতে পারেন এভাবে-ব্রাউজারের এড্রেসবারে লিখুন http://localhost/mytest.php

php-banner
আচ্ছা এবার কোড লেখা শুরু করি চলুন,তার আগে একটা কথা কোড কোথায় লিখবেন?নোটপ্যাডে?লিখতে পারেন তবে পিএইচপি কোডলেখার জন্য কিছু স্পেশালাইজড সফটওয়ার আছে যেমন: Net Beans, Dreamweaver ইত্যাদি এগুলোতে কোড লিখলে অনেক সুবিধা পাবেন।এগুলো আর বললাম না লিখতে ধরলেই টের পাবেন,যে সুবিধাগুলো নোটপ্যাডে পাবেন না।এগুলোকে বলে IDE (Integrated Development Environment).আপনি যেটাতে সাচ্ছ্যন্দবোধ করেন সেটা ব্যাবহার করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১