OrdinaryITPostAd

কিভাবে ওয়েব সার্ভারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয়- How to install wordpress in web server

 

ইন্টারনেটে ওয়েবসাইট যেকোন জায়গা থেকে অ্যাক্সেস করার জন্য ওয়েবসাইটকে ওয়েব সার্ভারে হোস্ট করতে হয়। এই লেসনে আমি আপনাদের দেখাব , কিভাবে ওয়েব সার্ভারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয়। মূল আলোচনা শুরুর আগে , আসুন ওয়েব হোস্টিং সমন্ধে বিস্তারিত জেনে নেই ।

ওয়েব হোস্টিং কি ?

ইন্টারনেটের মাধ্যমে আমরা যে ওয়েবসাইটগুলো দেখি সেই ওয়েবসাইটের ফাইলগুলা কোন এক ওয়েব সার্ভারে রাখা আছে। সার্ভার বলতে আমরা একটা কম্পিউটারকে বুঝি , যে কম্পিউটারে সারাক্ষন ইন্টারনেট এবং বিদ্যুৎ সংযোগ থাকে। এই ওয়েব সার্ভারে ওয়েবসাইটের ফাইলগুলা রাখার পদ্ধতিকে বলে ওয়েব হোস্টিং ।

ওয়েব সার্ভারে ফাইল রাখার পর সেই ফাইলগুলাকে অ্যাক্সেস ( দেখার জন্য ) একটা ডোমেইনের প্রয়োজন হয়।

ডোমেইন কি ?

ডোমেইন নাম বলতে সাধারনভাবে কোন একটা ওয়েবসাইটের নামকে বোঝায় । ডোমেইন নাম ক্লাইন্ট ( যিনি ওয়েবসাইটটা দেখতে / ভিজিট করতে চান ) কম্পিউটারকে ওয়েব সার্ভারের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। প্রত্যেক ওয়েবসাইটের নামের বিপরীতে একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে। কিন্তু আইপি দিয়ে ওয়েবসাইট মনে রাখা কষ্টসাধ্য । তাই ওয়েবসাইটের ঠিকানা মনে রাখার সুবিধার জন্য আইপি অ্যাড্রেসের পরিবর্তে যে নাম ব্যবহার করা হয় , তাকেই ডোমেইন নেম বলে । যেমন – nullblogger.com . 

একটি ডোমেইন নাম সংক্রান্ত সব কিছু নিয়ন্ত্রন করে ডোমেইন নেম সিস্টেম (DNS ) ।

 ওয়েব হোস্টিং কেনার পর আপনাকে হোস্টিং প্রভাইডার সিপ্যানেল লগইন অ্যাক্সেস দিবে । সেইটা ব্যাবহার করে হোস্টিং সিপেনেলে লগইন করুন । সিপ্যানেলে লগইন করার পর আপনি বিভিন্ন অ্যাপ / অপশন দেখতে পারবেন। 


 

 ।

তারপর সফটওয়্যার অপশন থেকে ওয়ার্ডপ্রেস খুজে বের করুন।

এখন ইন্সটল বাটনে ক্লিক করুন –

এখন আপনার ডোমেইন সিলেক্ট করুন , In Directory থেকে WP রিমুভ করে দিন ।

এখন আপনি আপনার ডোমেইন টাইপ করে ওয়েবসাইট ভিজিট করুন। ওয়েবসাইটের এডমিন প্যানেলে ঢোকার জন্য ডোমেইন নেমের শেষে লিখুন /wp-admin । যেমন – wordpress.com/wp-admin

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১