OrdinaryITPostAd

ওয়ার্ডপ্রেস ইন্সটল করবো কিভাবে-How to install WordPress

 ওয়ার্ডপ্রেস পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা( তৈরি করা ) । পিএইচপি একটি সার্ভার বেজড প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ , তাই এটি রান করার জন্য আমাদেরকে যেকোন সার্ভার ব্যাবহার করতে হবে । ওয়ার্ডপ্রেস ইন্টল করার জন্য আমরা দুই ধরনের সার্ভার ব্যাবহার করতে পারি।

 


লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস অনেক ভাবে ইন্সটল করা যায় । বহুল ব্যবহৃত পদ্ধতি হল -xampp বা xampp এর মাধ্যমে। কিন্তু এখন আর সহজে ইন্সটল করা যায় Bitnami WordPress এর মাধ্যমে। আজকে আমি দেখাব কিভাবে খুব সহজে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয় । আমার সাথেই থাকুন আর ধাপে ধাপে আমাদের দেখানো পদ্ধতি অনুসরণ করুন।

লোকাল হোস্ট কি ?

লোকাল হোস্ট কথাটি কম্পিউটার নেটওয়ার্কিং বিষয়ের এর সাথে সম্পর্কিত । Localhost কম্পিউটারের একটি ডিফল্ট নেটওয়ার্কিং নাম । এটি লুপ ব্যাক ঠিকানা পদ্ধতিতে কম্পিউটারের নিজেরদের মধ্যে একটি যোগাযোগের মাধ্যম তৈরি করে। কম্পিউটারের ডিফল্ট লুপ ব্যাক ঠিকানা হল 127.0.0.1 । এই ঠিকানা ব্যাবহার করে আমারা লোকাল সার্ভারের সব ফাইল অ্যাক্সেস করতে পারি। এই Loop Back Address – টি InterNIC কৃত সংরক্ষিত ঠিকানা , যা নেটওয়ার্ক কার্ডের ঠিকানা যাচাই করার জন্য ব্যাবহার করা হয়।

এখন চলুন দেখা যাক , কিভাবে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস করা যায় ।

প্রথমে ডাউনলোড করুন Bitnami WordPress

wordpress install in local server bangla tutorial
ধাপ – ১

ধাপ – ২ : আপনার পিসির অপারেটিং সিস্টেম বাছুন।

wp install in local server

ধাপ – ৩ :

binami install -1

ধাপ – ৪ :

bitnani wordpress install -2

ধাপ – ৫ :

এই খানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিন । যা পরবর্তীতে এডমিন প্যানেল এক্সেস করতে লাগবে।

bitnani wordpress install -3

ধাপ – ৬ :

bitnani wordpress install -5

ধাপ – ৭ :

কিভাবে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইন্সটল করে

ধাপ – ৮ :

wordpress install in localhost bangla tutorial

ধাপ – ৯ :

wordpress install complete tutorial in bangla

এবার এডমিন প্যানেল এক্সেস করার জন্য লিখুন – 127.0.0.1/wordpress/wp-admin । ইউজার নেম এবং পাসওয়ার্ড এর জায়গায় বিটনামি ইন্সটল করার সময় যা দিয়েছেন সেটা ব্যাবহার করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১