OrdinaryITPostAd

Noun কাকে বলে ? Noun কত প্রকার ও কি কি ?

 


 

 Noun ( বিশেষ্য ) : যে Word দ্বারা কোন কিছুর নাম বুঝায় তাকে Noun বলে ।


যথা : Rahim, Man, Ball, Pen, Dog, Hen, Bag ইত্যাদি ।

Noun এর প্রকারভেদ : Noun পাঁচ প্রকার ।
যথা:

  1. Proper Noun ( নামবাচক বিশেষ্য )
  2. Common Noun ( জাতিবাচক বিশেষ্য )
  3. Collective Noun ( সমষ্টিবাচক বিশেষ্য )
  4. Material Noun ( বস্তুুবাচক বিশেষ্য )
  5. Abstract Noun (গুণবাচক বিশেষ্য)

  • Proper Noun ( নামবাচক বিশেষ্য ) : যে Noun দ্বারা কোন নিদিষ্ট ব্যক্তি, বস্তুু বা স্থানের নাম বুঝায় তাকে Proper Noun বলে । যেমন : Akbar, Sylhet, Meghna ইত্যাদি ।
  • Common Noun ( জাতিবাচক বিশেষ্য ) : যে Noun দ্বারা একই জাতীয় ব্যক্তি, বস্তুু বা প্রাণীকে না বুঝিয়ে সে জাতীয় সকলকে বুঝায় তাকে Common Noun বলে । যেমন : Student, Book, Dog, Flower ইত্যাদি ।
  •  Collective Noun ( সমষ্টিবাচক বিশেষ্য ) : যে Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তুু বা প্রাণীর সমষ্টিকে বুঝায় তাকে Collective Nounবলে । যেমন : Class, Army, Club, Family ইত্যাদি ।
  • Material Noun ( বস্তুুবাচক বিশেষ্য ) : যে Noun দ্বারা কোন পদার্থের ওজন করা যায় কিন্তুু গণনা করা যায়না তাকে Material Noun বলে । যেমন : Oil, Water, Milk, Honey ইত্যাদি ।
  • Abstract Noun (গুণবাচক বিশেষ্য) : যে Noun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুুর গুণ, অবস্থা বা কাজের নাম প্রকাশ করে তাকে Abstract Nounবলে । যেমন : Goodness, Kindness, Happiness, Beauty ইত্যাদি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১