OrdinaryITPostAd

অন্নদামোহন হলে একদিন -Nullblogger,কারমাইকেল কলেজ, রংপুর

 


আজ সাহস করে একটা কাজ করে ফেললাম। জীবনে প্রথম স্টেজে উঠে বক্তৃতা দিলাম। হল ভর্তি শ্রোতা, সে এক অন্যরকম অভিজ্ঞতা।

সেকেন্ডের পর সেকেন্ড চলে যাচ্ছে, আমি  কিছুই বলতে পারছি না। হঠাৎ করে মনে হল, এই স্টেজে আসতে পেরেছি; এটাই আমার কাছে অনেক। হঠাৎ মনে হল, এই স্টেজ পযর্ন্ত এসেছি, এই সিড়িটা পার করে স্টেজে উঠেছি , এটা কি সত্যি সত্যি হচ্ছে? ভীষন এক্সাইটেড লাগছে। কাপা কাপা গলায়, বক্তৃতা দিয়ে গেলাম। নিচে নামার পরও হাটু কাপছে। আমি পেরেছি। পেরেছি সিনিয়রদের সামনে কিছু বলতে।

জীবনে প্রথম রচনা প্রতিযোগীতায় অংশগ্রহন করলাম। কয়েক লাইন লিখেও ফেললাম।

প্রথম সাংস্কৃতিক কুইজে অংশগ্রহন করলাম।

উপস্থিত একটা কবিতা লিখে ফেললাম। স্বলিখিত কবিতা প্রতিযোগীয় আবৃত্তি করলাম। ভালো লাগছিল, ভয় লাগছিল। তবে যখন কবিতা আবৃত্তি করছিলাম, মনে হল পুরো অন্নদামোহন হলে আমি একা, পুরো কারমাইকেল কলেজে আমি একা।
বাংলা ডিপার্টমেন্ট থেকে বের হবার পরও আমার সারা গা কাপছে। জানিনা, কিভাবে সাহস করে এতোজনের সামনে স্পিকারে কথা বললাম।

সবচেয়ে বড় পুরস্কারটা ছিল, নিজের কাছেই নিজে। এতো সাহস হঠাৎ করে কোথা থেকে পেলাম? এতো হাসি কোথা পেলে?

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১