OrdinaryITPostAd

সচরাচর গবাদি পশুর পেট ফাঁপা রোগ

 


 গবাদি পশুর পেট ফাঁপা রোগ।

অবহেলা করলে অনেক সময় পশুর মৃত্যু ও ঘটে।

খামারে রাখুন অতিরিক্ত প্রয়োজনীয় কিছু ঔষুধ,
সংগ্রহে রাখুন আদা ও খাবার সোডা।
পেট ফাঁপা রোগের লক্ষণ ও প্রতিকার নিয়ে আলোচনাঃ

আগে জানতে হবে পেট ফাঁপা রোগ কী??

পেট ফাঁপাঃ গবাদিপশুর গলায় কিছু আটকে গেলে এবং অতিরিক্ত খাদ্য গ্রহণ করলে,বদ হজম হলে ও রুমেনের গতিশীলতা হ্রাস পেলে এই রোগটি সাধারণ হয়ে থাকে।

এই রোগের লক্ষণ সমূহঃ

১।জাবরকাটা বন্ধ হয়ে যায়।
২।পশুটি খাবারের চেষ্টা করে তবে আক্রান্ত পশু কিছু খেতে যায় না।
৩।আক্রান্ত পশুটি বার বার উঠবস করে।
৪।মুখ দিয়ে লালা পড়ে।
৫।শরীল দিয়ে ঘাম বের হয় এবং মাঝেমাঝে জিব্বা বাহির করে শ্বাস প্রশ্বাস গ্রহণের চেষ্টা করে।
৬।বাম দিকের পেট ভীষণ ভাবে অনেক সময় ফুলে ওঠে।
৭।শ্বাস নিতে কষ্ট হয়।
৮।অনেক সময় পায়খানা প্রস্বাব বন্ধ করে দেয়।
৯।অতি তীব্র পেট ফাঁপা হলে আক্রান্ত পশু শ্বাস বন্ধ হয়ে মারা ও যায়।

এই রোগের প্রতিকারঃ

গবাদি পশুর ওজন বুঝে আদার রস ১০০ গ্রাম, ১৫০ গ্রাম....প্রয়োজনে আরো কম ও বেশি খাওয়াতে হবে।
সাথে খাবার সোডা ওজন বুঝে ২ চামচ ৫ চামচ...প্রয়োজনে কম ও বেশি খাওয়াতে হবে।
এই ফরমূলা পেট ফাঁপার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঔষুধ।
(গর্ভকালে ও নিরাপদ)

বিভিন্ন রকমের হজম শক্তি বৃদ্ধিকারক মেডিসিন ব্যবহার করতে হয়।
সুতরাং বিভিন্ন রকমের হজম শক্তি বৃদ্ধিকারক ঔষুধ আপনার খামারে রাখুন যা গভীর রাতে ও প্রয়োজনে লাগতে পারে সেগুলো হলোঃ

সাসপেনশনঃ (গর্ভকালে নিরাপদ)
১।ব্লটষ্টপ ভেট
২।নো ব্লট ভেট
৩।জিরোব্লট ভেট
৪।ম্যাগভেট প্লাস

পাউটারঃ (গর্ভকালে নিরাপদ)
১।বভিকেয়ার
২।রুমেনই প্লাস
৩।জাইমোভেট
৪।ডিজিম্যাক্স
৫।ডিজিটোন
৬।বায়োকাড্
বিভিন্ন রকমেরই আছে........

ট্যাবলেটঃ (গর্ভকালে নিরাপদ)
১।রুমেনটন
২।বায়োকাড্ এক্সপি
৩।রুমকিওর
ট্যাবলেট ও বিভিন্ন রকমের হয়.....

সুতরাং আক্রান্ত পশুর ওজন অনুযায়ী সাসপেনশন,পাউডার, ট্যাবলেট ব্যবহার করলে
এই রোগমুক্ত হয়।

প্রয়োজনে পশু চিকিৎসক বা প্রানী সম্পদ হাসপাতালে যোগাযোগ করুন।
সঠিক ব্যবস্থাপনাই সুষ্ঠু সুন্দর ও রোগমুক্ত খামার গড়ে তুলুন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১