OrdinaryITPostAd

২ মিনিটে মোবাইল থেকে ডিলিট করা ছবি ফিরিয়ে আনুন।

 

Return deleted pictures from mobile in 2 minutes


২ মিনিটে মোবাইল থেকে ডিলিট করা ছবি ফিরিয়ে আনুন। 
Return deleted pictures from mobile in 2 minutes



আপনি তো অবাক, তাই না?
এমনটাই হওয়ার কথা। কেননা এখনকার সময়ে মোবাইল থেকে ডিলিট করা ছবি ফিরিয়ে আনা যায়।[  Nowadays deleted pictures can be brought back from mobile]যে কোন সময়।

মাঝেমধ্যেই আমরা মোবাইল চলানোর সময় হাতের স্পর্শ কিংবা সহজে কোন কিছু ডিলিট করে ফেলি।

ভুলে কিন্তু ইচ্ছাকৃতভাবে ডিলিট করার পরে, সেই ছবিগুলো আমাদের কাজে আসে। এমনটাই মনে হয় তখনই ভেজাল টা বাজে। যে কিসের জন্য ছবিটা ডিলিট করলাম।
এখন তো আর ফিরে পাওয়া যাবে না। 😢

এখন আর এরকম কোন সমস্যা হবেনা আপনি ডিলিট করার পরেও সেই ছবিটি ফিরে পাবেন মাত্র 2 মিনিটে।[You can get that image back in just 2 minutes even after you delete it.]

আমিও কিছুদিন আগে ভাবতাম যে মোবাইল থেকে ছবি ডিলিট করে ফেললে আর বুঝি পাওয়া যায় না। সেই ধারণাটুকু এখন শেষ, কারণ আজকে আমি আপনাদের সাথে দুইটি অ্যাপস নিয়ে কথা বলবো যেগুলোর মাধ্যমে আপনার ডিলিট করা পিকচার ফিরে পাবেন।

1 বছর কিংবা মাস কিংবা 1 দিন কিংবা কিছুদিন আগে যদি আপনি ছবি আপনার মোবাইল থেকে ডিলেট করেন তাহলে সেই ছবি ফিরে পাবেন।
এই ক্ষেত্রে আমরা সাধারন দুইটি অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করতে পারি ছবি গুলো রিকভার করতে।

মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া ছবি রিকভার করা কি সম্ভব ?

[Is it possible to recover deleted pictures from mobile?]

উত্তরে বলা যাবে হ্যাঁ।
আমরা অবশ্যই কম্পিউটার ব্যবহার করে থাকি যখন কম্পিউটারের অপ্রয়োজনীয় জিনিস ডিলিট করার প্রয়োজন পড়ে তখন সেটা ডিলিট করে ফেলি সেই জিনিস গুলো যে থাকে recycle bin নামের Folder এ।

এবং ঠিক একইভাবে মোবাইল থেকে ডিলিট কৃত জিনিসগুলো যে থাকে মোবাইলের সিস্টেম ফোল্ডার এ।

সেটি যেকোন ফাইল হতে পারে যেমন, images,audio,video, documents etc।

কম্পিউটারে ডিলিট কৃত ফোল্ডার গুলো দেখা যায় কিন্তু মোবাইলে আমরা সেটি দেখতে পারিনা।

 কিন্তু মোবাইলে সেটি সিস্টেম ফোল্ডারে জমা হয়ে থাকে। যা আমাদের( ট্রাস্ট ফোল্ডার) নামে পরিচিত এ ফোল্ডার থেকে আমাদের ছবি ভিডিও অডিও জমা হয়ে থাকে।

এই system folder বা trash folder এ আপনি যদি কোন কারণে এ ফাইল গুলো ডিলিট করেন কিংবা রেস্টরে ফাক্টরি মারেন। তবে সেটা চিরকালের জন্য হারিয়ে যাবে এটা আর ফিরে পাবেন না।
 আর যদি তা না করেন সেটি অন্য বিষয়

এখন চলুন মূল কাঙ্খিত বিষয়গুলোর দিকে ফিরে যাই [Now let's get back to the basics]
 গুগলঃ
' প্লে স্টোর' কিংবা 'ইন্টারনেটে' এই অ্যাপ্লিকেশন দুটি রয়েছে যা ডিলিট হওয়া ফাইল গুলো সিস্টেম ফোল্ডার থেকে খুঁজে বের করতে পারে।

আরেকটি বিষয় রয়েছে সেটি শুনুন, সেটি হচ্ছে এই অ্যাপস গুলোর ফ্রি ভার্সনগুলোতে আপনি অডিও ভিডিও আনতে পারবেন না।
শুধু ছবি ছাড়া।
 আপনি শুধু পিকচার ফিরে পাবেন কিংবা রিকভারি করতে পারবেন।
তাহলে বুঝতে পারছেন তো ফ্রি ভার্সনে ভিডিও কিন্তু অডিও রিকভারি করতে পারবেন না তো চলুন সিম্পল বিষয় দিয়ে আজকে জেনে নেই।

ছবি রিকভার করার ক্ষেত্রে কোন দুটি এপস ব্যবহার করা হয় ?
[Which two apps are used for image recovery?]

মোবাইলের deleted photo গুলো আবার ফিরিয়ে আনার ক্ষেত্রে বা রিকভার করার ক্ষেত্রে আমরা যে দুটি এপস ব্যবহার করতে পারি তা হলোঃ

 1.DiskDigger



2.Restore Image( super easy) 




অ্যাপসটি ইন্সটল করার পর কিভাবে এটি ব্যবহার করবেন। ছবিগুলো কিভাবে রিকভারি করবেন তা আমি বলে দিচ্ছিঃ


Google play store থেকে প্রথমে দুটির ভেতরে যে কোন একটি apk ইন্সটল করে নিন।

আমি উপরে দুইটি apk লিংক দিয়ে দিয়েছি।

 আরেকটি কথা এই দুটি অ্যাপস কিন্তু একদম ফ্রী


step by step আমি বলে দিচ্ছি যে, DiskDigger app ব্যবহার করে, deleted photo recover কিভাবে করতে হয়ঃ 


🔴স্টেপ ১. Download the app (গুগল প্লে স্টোর থেকে অ্যাপস টি ডাউনলোড করে নিন)

🔴স্টেপ ২. Setup and recover deleted photos

এবার সরাসরি application টি open করুন।

ওপেন করার সাথে সাথে আপনারা একটি page দেখবেন, যেখানে কিছু options থাকবে।



এখন আপনাকে, ওপরে থাকা “start basic scan” এর অপশনে ক্লিক করতে হবে।

Start basic scan option এ ক্লিক করার পর, app টি আপনার মোবাইলের সেই সিস্টেম folder গুলোতে চলে যাবে, যেগুলোতে প্রত্যেকটি deleted photos রয়েছে।

🔴স্টেপ ৩. Select photos to restore

এবার, application It will automatically start backing up every deleted photo from your mobile. নিজে নিজেই আপনার মোবাইল থেকে ডিলিট হওয়া প্রত্যেকটি ছবির ব্যাকআপ  নেওয়া শুরু করবে।



তবে এখনো কিন্তু ছবি গুলো আমার মোবাইলে রিস্টোর হয়নি।
ছবি গুলো click করতে হবে, যেটা আপনার পছন্দ। 

Now, click on the "Recover" option below.

🔴স্টেপ ৪. Select a folder to save images

Recover অপশনে ক্লিক করার পর, আপনার মোবাইলের একটি folder select করুন।
“OK” বাটনে ক্লিক করুন।

Congratulations, হয়ে গেলো। 😍



এভাবেই, DiskDigger android application  [ You can bring back the deleted pictures from your mobile within 2 minutes].use করে কেবল ২ মিনিটের মধ্যেই মোবাইল থেকে ডিলিট করা ছবি গুলো আবার ফিরিয়ে আনতে পারবেন।

🔴আরো একটি app রয়েছে 👇

এটার ও সিস্টেম একই রকম। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১