OrdinaryITPostAd

ECONOMICS GK 2

Economics GK — 51-100 ইন্টার‍্যাকটিভ MCQ

Economics GK — 51-100 ইন্টার‍্যাকটিভ প্রশ্নোত্তর

অর্থনীতি বিষয়ক প্রশ্ন ৫১–১০০ — প্রতিটি প্রশ্নে "Answer" বাটন ক্লিক করলে উত্তরটি প্রকাশ পাবে।

৫১। কোন অর্থনীতিতে স্বল্প সময়ে উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছানো যায়?
উত্তর: সমাজতান্ত্রিক অর্থনীতি
৫২। বাংলাদেশে উৎপাদিত ফসল কয় ভাগ?
উত্তর: দুই ভাগ
৫৩। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কোনগুলো?
উত্তর: চাল ও গম
৫৪। উৎপাদনের কয় খাত আছে?
উত্তর: ৩ খাত — প্রাথমিক, মধ্যবর্তী, টারসিয়ারী
৫৫। টারসিয়ারী খাতের সেবা কয় ভাগ?
উত্তর: ২ ভাগ — বাণিজ্যিক ও প্রত্যক্ষ
৫৬। উৎপাদন বলতে কি বোঝায়?
উত্তর: উপযোগ সৃষ্টি
৫৭। “ভোগ মানে উপযোগ ব্যবহার, উৎপাদন মানে উপযোগ সৃষ্টি” — কার উক্তি?
উত্তর: Fraser
৫৮। “বিক্রির জন্য দ্রব্য উৎপাদন ও মূল্যের বিনিময়ে সেবা প্রদানকে উৎপাদন বলে”— কার উক্তি?
উত্তর: কেয়ার্নক্রস
৫৯। উপযোগ কয় প্রকার?
উত্তর: ৪ প্রকার — রূপগত, স্থানগত, সময়গত, সেবাগত
৬০। উৎপাদনের উপকরণ কয় প্রকার?
উত্তর: ৪টি — ভূমি, শ্রম, মূলধন, সংগঠন
৬১। কোন উৎপাদন উপাদান স্থানান্তরযোগ্য নয়?
উত্তর: ভূমি
৬২। প্রকৃতির দান যা মানুষ সৃষ্টি করতে পারে না তাকে কি বলে?
উত্তর: ভূমি
৬৩। নির্দিষ্ট পরিমাণ ভূমির উৎপাদন ক্ষমতাকে কি বলে?
উত্তর: ভূমির উৎপাদন ক্ষমতা
৬৪। নির্দিষ্ট ভূমিতে শ্রম-মূলধন দিলে কি হয়?
উত্তর: প্রান্তিক ও গড় উৎপাদন হ্রাস পায়
৬৫। প্রান্তিক উৎপাদন ক্ষমতা বলতে কি বোঝায়?
উত্তর: প্রান্তিক আয় উৎপাদন ও দ্রব্য উৎপাদন
৬৬। “শ্রমিক শ্রম বিক্রি করে, নিজেকে নয়”— কার উক্তি?
উত্তর: অধ্যাপক মার্শাল
৬৭। উৎপাদনশীল ও অনুৎপাদনশীল শ্রমের ধারণা কয়টি?
উত্তর: ৩টি — ফিজিওক্র্যাটিক, ক্ল্যাসিক্যাল, আধুনিক
৬৮। অর্থনীতির কত মতবাদ উল্লেখযোগ্য?
উত্তর: ২টি — ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, কাম্য জনসংখ্যা তত্ত্ব
৬৯। “Man multiply like mice in a barn”— কার উক্তি?
উত্তর: ক্যানটিলন
৭০। “ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব” কোন গ্রন্থে, কবে?
উত্তর: Essay on the Principle of Population, ১৭৯৮ সালে
৭১। ম্যালথাস তত্ত্বে কি উপেক্ষিত হয়েছে?
উত্তর: জনসংখ্যার গুণগত দিক
৭২। আধুনিক জনসংখ্যা তত্ত্ব কি নামে পরিচিত?
উত্তর: কাম্য জনসংখ্যা তত্ত্ব
৭৩। কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কারা?
উত্তর: ক্যানান, মিউজিক, কার ম্যান্ডর্স প্রমুখ
৭৪। শ্রমের দক্ষতা কি?
উত্তর: শ্রমের উৎপাদন ক্ষমতা
৭৫। শ্রমের গতিশীলতা কয় প্রকার?
উত্তর: ৪ প্রকার — ভৌগোলিক, পেশাগত, শিল্পগত, স্তরগত
৭৬। “সঞ্চিত শ্রম ও প্রাকৃতিক সম্পদের ফল হলো মূলধন”— কার উক্তি?
উত্তর: উহকসেল
৭৭। “মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান”— কার উক্তি?
উত্তর: বমবওয়ার্ক
৭৮। মালিকানাভিত্তিক মূলধন কয় প্রকার?
উত্তর: ২ প্রকার — ব্যক্তিগত, জাতীয়
৭৯। কার্যকালভিত্তিক মূলধন কয় প্রকার?
উত্তর: ২ প্রকার — স্থায়ী, চলতি
৮০। ব্যবহারের ভিত্তিতে মূলধন কয় প্রকার?
উত্তর: ২ প্রকার — ভোগ্য, উৎপাদক
৮১। মূলধন গঠনের স্তর কয়টি?
উত্তর: ৩টি — সঞ্চয় সৃষ্টি, বিনিয়োগ তহবিল, মূলধন দ্রব্য সংগ্রহ
৮২। ধনতন্ত্রে মূলধন সৃষ্টির উদ্যোগ কয়টি?
উত্তর: ২টি — বেসরকারি ও সরকারি
৮৩। অর্থনীতির চূড়ান্ত পর্যায় কবে সম্ভব?
উত্তর: মূলধনের যথাযথ ব্যবহার হলে
৮৪। মূলধন গঠন নির্ভর করে কয়টি বিষয়ের উপর?
উত্তর: ৩টি — সঞ্চয় ক্ষমতা, সঞ্চয় ইচ্ছা, বিনিয়োগ সুযোগ
৮৫। মূলধনের অন্যতম রূপ কি?
উত্তর: অর্থ
৮৬। পুঁজিবাদী মূলধন গঠনের ধাপ কয়টি?
উত্তর: ৩টি — আর্থিক সঞ্চয় সৃষ্টি, আর্থিক সঞ্চয়ের বৃদ্ধি, মূলধন দ্রব্যে রূপান্তর
৮৭। ব্যবসায়ের প্রাচীনতম রূপ কি?
উত্তর: এক মালিকানা কারবার
৮৮। অংশীদারী কারবারে সদস্য সংখ্যা কত?
উত্তর: ন্যূনতম ২, সর্বাধিক ২০ জন
৮৯। যৌথমূলধনী কারবার কবে চালু হয়?
উত্তর: ১৭শ শতকে
৯০। কোন দেশে প্রথম যৌথমূলধনী কারবার?
উত্তর: ইংল্যান্ড
৯১। বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কয়টি, কোথায়?
উত্তর: ২টি — ঢাকা ও চট্টগ্রাম
৯২। ঢাকা স্টক এক্সচেঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫৪ সালে
৯৩। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কবে চালু হয়?
উত্তর: ১০ অক্টোবর, ১৯৯৫
৯৪। উৎপাদনের সর্বশেষ উপাদান কোনটি?
উত্তর: সংগঠন
৯৫। মিশ্র অর্থনীতিতে সংগঠনের দায়িত্ব পালন করে কে?
উত্তর: জনসাধারণ ও সরকার
৯৬। ভূমি, শ্রম ও মূলধনের সমন্বয়কে কি বলে?
উত্তর: সংগঠন
৯৭। সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি?
উত্তর: ঝুঁকি বহন
৯৮। “শ্রম বিভাগ বাজারের আয়তন দ্বারা সীমাবদ্ধ”— কার উক্তি?
উত্তর: এ্যাডাম স্মিথ
৯৯। মুসলমানদের হজকে কেন্দ্র করে মক্কায় কোন শিল্প গড়ে উঠেছে?
উত্তর: পোশাক, জায়নামাজ, তসবীহ ইত্যাদি
১০০। বাংলাদেশে উৎপাদিত প্রধান শিল্পকেন্দ্র কোথায়?
উত্তর: ঢাকার গার্মেন্টস ও চট্টগ্রামের শিল্পকেন্দ্র
© Economics GK — Interactive 51–100

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১