ECONOMICS GK 2
৫১। কোন অর্থনীতিতে স্বল্প সময়ে উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছানো যায়?
উত্তর: সমাজতান্ত্রিক অর্থনীতি
৫২। বাংলাদেশে উৎপাদিত ফসল কয় ভাগ?
উত্তর: দুই ভাগ
৫৩। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কোনগুলো?
উত্তর: চাল ও গম
৫৪। উৎপাদনের কয় খাত আছে?
উত্তর: ৩ খাত — প্রাথমিক, মধ্যবর্তী, টারসিয়ারী
৫৫। টারসিয়ারী খাতের সেবা কয় ভাগ?
উত্তর: ২ ভাগ — বাণিজ্যিক ও প্রত্যক্ষ
৫৬। উৎপাদন বলতে কি বোঝায়?
উত্তর: উপযোগ সৃষ্টি
৫৭। “ভোগ মানে উপযোগ ব্যবহার, উৎপাদন মানে উপযোগ সৃষ্টি” — কার উক্তি?
উত্তর: Fraser
৫৮। “বিক্রির জন্য দ্রব্য উৎপাদন ও মূল্যের বিনিময়ে সেবা প্রদানকে উৎপাদন বলে”— কার উক্তি?
উত্তর: কেয়ার্নক্রস
৫৯। উপযোগ কয় প্রকার?
উত্তর: ৪ প্রকার — রূপগত, স্থানগত, সময়গত, সেবাগত
৬০। উৎপাদনের উপকরণ কয় প্রকার?
উত্তর: ৪টি — ভূমি, শ্রম, মূলধন, সংগঠন
৬১। কোন উৎপাদন উপাদান স্থানান্তরযোগ্য নয়?
উত্তর: ভূমি
৬২। প্রকৃতির দান যা মানুষ সৃষ্টি করতে পারে না তাকে কি বলে?
উত্তর: ভূমি
৬৩। নির্দিষ্ট পরিমাণ ভূমির উৎপাদন ক্ষমতাকে কি বলে?
উত্তর: ভূমির উৎপাদন ক্ষমতা
৬৪। নির্দিষ্ট ভূমিতে শ্রম-মূলধন দিলে কি হয়?
উত্তর: প্রান্তিক ও গড় উৎপাদন হ্রাস পায়
৬৫। প্রান্তিক উৎপাদন ক্ষমতা বলতে কি বোঝায়?
উত্তর: প্রান্তিক আয় উৎপাদন ও দ্রব্য উৎপাদন
৬৬। “শ্রমিক শ্রম বিক্রি করে, নিজেকে নয়”— কার উক্তি?
উত্তর: অধ্যাপক মার্শাল
৬৭। উৎপাদনশীল ও অনুৎপাদনশীল শ্রমের ধারণা কয়টি?
উত্তর: ৩টি — ফিজিওক্র্যাটিক, ক্ল্যাসিক্যাল, আধুনিক
৬৮। অর্থনীতির কত মতবাদ উল্লেখযোগ্য?
উত্তর: ২টি — ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, কাম্য জনসংখ্যা তত্ত্ব
৬৯। “Man multiply like mice in a barn”— কার উক্তি?
উত্তর: ক্যানটিলন
৭০। “ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব” কোন গ্রন্থে, কবে?
উত্তর: Essay on the Principle of Population, ১৭৯৮ সালে
৭১। ম্যালথাস তত্ত্বে কি উপেক্ষিত হয়েছে?
উত্তর: জনসংখ্যার গুণগত দিক
৭২। আধুনিক জনসংখ্যা তত্ত্ব কি নামে পরিচিত?
উত্তর: কাম্য জনসংখ্যা তত্ত্ব
৭৩। কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কারা?
উত্তর: ক্যানান, মিউজিক, কার ম্যান্ডর্স প্রমুখ
৭৪। শ্রমের দক্ষতা কি?
উত্তর: শ্রমের উৎপাদন ক্ষমতা
৭৫। শ্রমের গতিশীলতা কয় প্রকার?
উত্তর: ৪ প্রকার — ভৌগোলিক, পেশাগত, শিল্পগত, স্তরগত
৭৬। “সঞ্চিত শ্রম ও প্রাকৃতিক সম্পদের ফল হলো মূলধন”— কার উক্তি?
উত্তর: উহকসেল
৭৭। “মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান”— কার উক্তি?
উত্তর: বমবওয়ার্ক
৭৮। মালিকানাভিত্তিক মূলধন কয় প্রকার?
উত্তর: ২ প্রকার — ব্যক্তিগত, জাতীয়
৭৯। কার্যকালভিত্তিক মূলধন কয় প্রকার?
উত্তর: ২ প্রকার — স্থায়ী, চলতি
৮০। ব্যবহারের ভিত্তিতে মূলধন কয় প্রকার?
উত্তর: ২ প্রকার — ভোগ্য, উৎপাদক
৮১। মূলধন গঠনের স্তর কয়টি?
উত্তর: ৩টি — সঞ্চয় সৃষ্টি, বিনিয়োগ তহবিল, মূলধন দ্রব্য সংগ্রহ
৮২। ধনতন্ত্রে মূলধন সৃষ্টির উদ্যোগ কয়টি?
উত্তর: ২টি — বেসরকারি ও সরকারি
৮৩। অর্থনীতির চূড়ান্ত পর্যায় কবে সম্ভব?
উত্তর: মূলধনের যথাযথ ব্যবহার হলে
৮৪। মূলধন গঠন নির্ভর করে কয়টি বিষয়ের উপর?
উত্তর: ৩টি — সঞ্চয় ক্ষমতা, সঞ্চয় ইচ্ছা, বিনিয়োগ সুযোগ
৮৫। মূলধনের অন্যতম রূপ কি?
উত্তর: অর্থ
৮৬। পুঁজিবাদী মূলধন গঠনের ধাপ কয়টি?
উত্তর: ৩টি — আর্থিক সঞ্চয় সৃষ্টি, আর্থিক সঞ্চয়ের বৃদ্ধি, মূলধন দ্রব্যে রূপান্তর
৮৭। ব্যবসায়ের প্রাচীনতম রূপ কি?
উত্তর: এক মালিকানা কারবার
৮৮। অংশীদারী কারবারে সদস্য সংখ্যা কত?
উত্তর: ন্যূনতম ২, সর্বাধিক ২০ জন
৮৯। যৌথমূলধনী কারবার কবে চালু হয়?
উত্তর: ১৭শ শতকে
৯০। কোন দেশে প্রথম যৌথমূলধনী কারবার?
উত্তর: ইংল্যান্ড
৯১। বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কয়টি, কোথায়?
উত্তর: ২টি — ঢাকা ও চট্টগ্রাম
৯২। ঢাকা স্টক এক্সচেঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫৪ সালে
৯৩। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কবে চালু হয়?
উত্তর: ১০ অক্টোবর, ১৯৯৫
৯৪। উৎপাদনের সর্বশেষ উপাদান কোনটি?
উত্তর: সংগঠন
৯৫। মিশ্র অর্থনীতিতে সংগঠনের দায়িত্ব পালন করে কে?
উত্তর: জনসাধারণ ও সরকার
৯৬। ভূমি, শ্রম ও মূলধনের সমন্বয়কে কি বলে?
উত্তর: সংগঠন
৯৭। সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি?
উত্তর: ঝুঁকি বহন
৯৮। “শ্রম বিভাগ বাজারের আয়তন দ্বারা সীমাবদ্ধ”— কার উক্তি?
উত্তর: এ্যাডাম স্মিথ
৯৯। মুসলমানদের হজকে কেন্দ্র করে মক্কায় কোন শিল্প গড়ে উঠেছে?
উত্তর: পোশাক, জায়নামাজ, তসবীহ ইত্যাদি
১০০। বাংলাদেশে উৎপাদিত প্রধান শিল্পকেন্দ্র কোথায়?
উত্তর: ঢাকার গার্মেন্টস ও চট্টগ্রামের শিল্পকেন্দ্র
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url