ECONOMIC GK
১। কে অর্থনীতিকে ব্যষ্টিক ও সামষ্টিক এ দুটি অংশে বিভক্ত করেন?
উত্তর: রাগনার ফ্রেশ, ১৯৩৩ সালে
২। আধুনিক যুগে অর্থনীতিকে কয়টি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যায়?
উত্তর: দুটি — (ক) ব্যষ্টিক (খ) সামষ্টিক
৩। প্রাপ্তির দিক দিয়ে দ্রব্য কত প্রকার?
উত্তর: দু’প্রকার — (১) অবাধ দ্রব্য (২) অর্থনৈতিক দ্রব্য
৪। আর্থিক আয় কাকে বলে?
উত্তর: শ্রমের বিনিময়ে প্রাপ্ত অর্থকে
৫। প্রকৃত আয় কি?
উত্তর: আর্থিক আয়ে দিয়ে যে দ্রব্যসামগ্রী ও সেবা ক্রয় করা যায়
৬। অর্থনীতিতে ভোগ কি?
উত্তর: অভাব পূরণের উদ্দেশ্যে দ্রব্য ব্যবহার করে তার উপযোগ নি:শেষ করা
৭। সঞ্চয় কাকে বলে?
উত্তর: বর্তমান ভোগ না করে ভবিষ্যতের জন্য রেখে দেওয়া অংশ
৮। কোন দ্রব্যের বিনিময় মূল্য নির্ভর করে?
উত্তর: চাহিদা ও যোগানের উপর
৯। সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক কি?
উত্তর: ঘনিষ্ঠ সম্পর্ক
১০। কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে?
উত্তর: উপযোগ
১১। অভাব কি?
উত্তর: মানুষের সকল অর্থনৈতিক কার্যাবলীর উৎস
১২। অভাব কত প্রকার?
উত্তর: ৩ প্রকার — প্রয়োজনীয়, আরামপ্রদ, বিলাসজাত
১৩। মানুষের প্রয়োজনীয় অভাব কত প্রকার?
উত্তর: ৩ প্রকার — জীবনধারণ, দক্ষতা, অভ্যাসজনিত
১৪। ভোগ ক্রিয়ার ভিত্তিতে বিলাস দ্রব্য কত প্রকার?
উত্তর: ২ প্রকার — ক্ষতিকারক বিলাস দ্রব্য ও ক্ষতিহীন বিলাস দ্রব্য
১৫। অভাবের বৈশিষ্ট্য কয়টি?
উত্তর: ৪টি — অসীম, সসীম, পরিপূরক, বিকল্প
১৬। কোন দ্রব্যের দ্বারা মানুষের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে?
উত্তর: উপযোগ
১৭। অতিরিক্ত এক একক ভোগ করার ফলে মোট উপযোগের পরিবর্তনকে কি বলে?
উত্তর: প্রান্তিক উপযোগ
১৮। প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত মোট উপযোগ কি হয়?
উত্তর: ক্রমান্বয়ে বৃদ্ধি পায়
১৯। প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কি হয়?
উত্তর: কমে
২০। প্রান্তিক উপযোগ রেখা ডানদিকে নিম্নগামী কেন?
উত্তর: ভোগ বাড়লে প্রান্তিক উপযোগ কমে
২১। চাহিদার তিন বৈশিষ্ট্য সম্পন্ন আকাঙ্ক্ষাকে কি বলে?
উত্তর: সক্রিয় চাহিদা
২২। দামের সাথে চাহিদার নির্ভরশীলতাকে কি বলে?
উত্তর: চাহিদা বিধি
২৩। চাহিদা সূচি কত প্রকার?
উত্তর: ২ প্রকার — ব্যক্তিগত ও বাজার
২৪। চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী কেন?
উত্তর: দাম ও চাহিদার বিপরীত সম্পর্কের কারণে
২৫। চাহিদা সূচি ও রেখা কি প্রকাশ করে?
উত্তর: চাহিদা বিধি
২৬। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতারা বিক্রয় করতে প্রস্তুত পরিমাণকে কি বলে?
উত্তর: যোগান
২৭। যোগানের সাথে সরাসরি সম্পর্ক কার?
উত্তর: দামের
২৮। বিক্রেতা যে দামে দ্রব্য বিক্রয় করতে রাজি তাকে কি বলে?
উত্তর: যোগান দাম
২৯। দ্রব্যের দাম ও যোগানের সম্পর্ক প্রকাশের বিধি কোনটি?
উত্তর: যোগান বিধি
৩০। এককের অধিক স্থিতিস্থাপক যোগান রেখার ঢাল কেমন?
উত্তর: দাম অংক ছেদ করে ডান দিকে ঊর্ধ্বগামী
৩১। এককের কম স্থিতিস্থাপক যোগান রেখার ঢাল কেমন?
উত্তর: ভূমি অংক ছেদ করে ডান দিকে ঊর্ধ্বগামী
৩২। আধুনিক অর্থ ব্যবস্থার প্রাণকেন্দ্র কি?
উত্তর: বাজার
৩৩। একজন মাত্র ক্রেতার বাজারকে কি বলে?
উত্তর: মনোপলি বাজার
৩৪। দুইজন মাত্র ক্রেতার বাজারকে কি বলে?
উত্তর: ডুয়োপলি বাজার
৩৫। একমাত্র বিক্রেতার বাজারকে কি বলে?
উত্তর: একচেটিয়া বাজার
৩৬। সময়ভিত্তিক উৎপাদন ব্যয় কয় প্রকার?
উত্তর: ২ প্রকার — স্বল্পকালীন ও দীর্ঘকালীন
৩৭। অতিরিক্ত একক উৎপাদনে মোট খরচ বৃদ্ধিকে কি বলে?
উত্তর: প্রান্তিক ব্যয়
৩৮। উৎপাদনের সাথে ব্যয়ের পরিবর্তন হলে তাকে কি বলে?
উত্তর: পরিবর্তনীয় ব্যয় (VC)
৩৯। উৎপাদন শূন্য হলে পরিবর্তনীয় ব্যয় কি হবে?
উত্তর: শূন্য
৪০। স্থির উপকরণের খরচকে কি বলে?
উত্তর: স্থির ব্যয়
৪১। কাম্য স্তরের পর উৎপাদন বাড়ালে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় কি হয়?
উত্তর: বাড়ে
৪২। উৎপাদিত দ্রব্য বিক্রয় থেকে প্রাপ্ত অর্থকে কি বলে?
উত্তর: আয়
৪৩। আয় কয় প্রকার?
উত্তর: ৩ প্রকার — মোট, প্রান্তিক, গড় আয়
৪৪। সব দ্রব্য বিক্রি করে যে অর্থ পাওয়া যায় তাকে কি বলে?
উত্তর: মোট আয়
৪৫. বিনিময় মূল্যকে টাকায় প্রকাশ করলে তাকে কি বলে?
উত্তর: দাম
৪৬। সময়ভিত্তিক দাম কয় প্রকার?
উত্তর: ৩ প্রকার — বাজার দাম, স্বল্পকালীন দাম, দীর্ঘকালীন দাম
৪৭। দীর্ঘমেয়াদী চাহিদা-যোগানের ফলে নির্ধারিত দামকে কি বলে?
উত্তর: স্বাভাবিক দাম
৪৮। একচেটিয়া কারবারের উদ্দেশ্য কি?
উত্তর: অধিক মুনাফা অর্জন
৪৯। অধিক মুনাফা কবে অর্জন সম্ভব?
উত্তর: ভারসাম্যে পৌঁছালে
৫০। সমাজতন্ত্রে দাম নির্ভর করে কার উপর?
উত্তর: যোগান খরচ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url