OrdinaryITPostAd

ছাত্রনেটওয়ার্ক।।সপ্তম শ্রেণী বাংলা নমুনা [MCQ Question PDF DOWNLOAD]

 


১।      শহীদ মিনারশব্দটির সঠিক অর্থ কোনটি?

     () শহীদের মিনার             () শহীদদের মিনার

     () শহীদের স্মৃতি রক্ষার জন্য নির্মিত মিনার

     () শহীদের জন্য মিনার

২।      শহিদ মিনারটি কেন নির্মিত হয়েছে?

    () মুক্তিযুদ্ধে নিহতদের স্মরণে

   () ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে

   () বীরশ্রেষ্ঠদের স্মরণে

   () ’৫২ ৭১- নিহিত সব শহীদের স্মরণে

৩।     কেন্দ্রীয় শহীদ মিনারটি কোথায় অবস্থিত?

      () ঢাকার শাহবাগ এলাকায়             () সাভারে

       () ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে

       () ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সন্নিকটে

৪।  প্রভাতফেরিশব্দটির সাধারণ অর্থ কী?

    () ভোরবেলা দলবেঁধে পাড়ায় পাড়ায় গান গেয়ে সবাইকে

           জাগিয়ে তোলার অনুষ্ঠান বিশেষ

    () ’৫২- ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা    নিবেদন

         করে গান গেয়ে যে মিছিল করা হয়

    () ভাষাশহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য একুশে

         ফেব্রুয়ারির ভোরে ফুল নিয়ে শহীদ মিনারের উদ্দেশে যাত্রা

    () প্রভাতে ফেরি করে বেড়ানো

৫।      বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহার করার দাবি প্রথম

           কবে ওঠে?

 () ১৯৪৭ সালে ) ১৯৪৮ সালে() ১৯৫১ সালে() ১৯৫২ সালে

৬।   ভাষা আন্দোলন চরমে ওঠে কত সালে?

 () ১৯৫২           () ১৯৫১

 () ১৯৪৮           () ১৯৪৭

৭।   তুলো মিঠেকী?

i) তুলোর মতো দেখতে এবং মিষ্টি খাদ্য বিশেষ

ii) মিষ্টি তুলো                      

iii) হাওয়াই মিঠাই

নিচের কোনটি সঠিক?

 () i ii   () i iii   () ii iii    () i, ii iii

৮।   কিন্তু বিষ তো যায় না’—‘লখার একুশে’ ‘বিষশব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

i) ব্যথা       ii) যন্ত্রণা

iii) যে পদার্থ শরীরে ঢুকলে যেকোনো প্রাণী অসুস্থ হয়, কখনো কখনো মারাও যায়

নিচের কোনটি সঠিক?

 () i      () ii        () i ii          () i iii

৯।    লখার একুশেগল্পটি পাঠের উদ্দেশ্য কী?

 () দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল হওয়া

 () প্রতিবন্ধীদের ভালোবাসতে শেখা

 () পথশিশুদের দুঃখ-কষ্ট অনুধাবন করা

 () ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা

১০।    লখার একুশেগল্পটিতে কী বলা হয়েছে?

 () অতি সাধারণ এক কিশোরের কথা

 () একুশে ফেব্রুয়ারির অবিনাশী প্রভাবের কথা

 () লখার শহীদ মিনারে ফুল দেওয়ার কথা

 () প্রতিবন্ধীদের দেশপ্রেমের কথা

 

১১।    আঁ আঁ আঁ আঁধ্বনির মধ্য দিয়ে লখা কী বলতে চেয়েছে?

i) বাঙালির গর্বের উচ্চারণ—‘আমার ভাইয়ের রক্তে    রাঙানো একুশে ফেব্রুয়ারি

ii) , , ,             iii) যন্ত্রণার ধ্বনি

নিচের কোনটি সঠিক?

 () i       () ii         () i ii        () i iii

১২।    লখা কখন তার খিদের কষ্ট ভুলে যায়?

 () ঘুমুতে গেলে            () মাকে কাছে পেলে

 () খেলার সঙ্গী পেলে      () প্রভাতফেরির গান শুনলে

১৩।    লখাকে চোখ-কান বুজে দৌড় শুরু করতে হলো, কারণ

 () সে ভয় পেয়েছিল      () বাইরে অন্ধকার ছিল

 () তাকে ফুল আনতে হবে     () মায়ের কাছে ফিরে যেতে হবে

উদ্দীপকটি পড়ে ১৪ ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

বাবার সাথে ক্র্যাচে ভর করে প্রভাতফেরিতে এসেছে দিপু। ওর হাতে একটা টকটকে লাল গোলাপ। ওর কণ্ঠে গানের সুরআমার ভাইয়ের রক্তে রাঙানো লাল গোলাপটি শহীদ মিনারের সবচেয়ে উঁচু সিঁড়িতে রাখতে চায়।

১৪।    লখা দিপুর মধ্যে যে বিষয়ে মিল, তা হলো

 () শহীদ মিনারে আসা মানুষ দেখার ইচ্ছা

 () শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ

 () প্রতিবন্ধকতা দূর করার অদম্য বাসনা

 () শহীদ দিবসের গান গাওয়ার আগ্রহ

১৫।    দিপু লখা দুজনেই শহীদ দিবস উদ্যাপন করেছিল, তবুও লখাই প্রমাণ করেছে যে

i) ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতার চেয়ে শক্তিশালী

ii) আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায়

iii) শিশুরা অত্যন্ত অনুভূতিপ্রবণ

নিচের কোনটি সঠিক?

 () i ii   () i iii  () ii iii         () i, ii iii

১৬. হজরত মুহাম্মদ (সা.) কোন ক্ষেত্রে বজ্রের মতো কঠোর

         ছিলেন?

. গভীর আত্মবিশ্বাসে         . নারী মর্যাদা রক্ষায়

. সত্য সংগ্রামের চেতনায় . সাম্যের প্রচার প্রতিষ্ঠায়

১৭. মানুষের জীবনে কারা লাবণ্য ফুটিয়েছেন?

. ধনী মানুষেরা             . মহাপুরুষেরা

. ভালো মানুষেরা          . মহামানব

১৮. হজরত মুহাম্মদ (সা.)–এর জীবনে প্রতিটি ঘটনা কিসে যাচাই

    করা হয়েছে?

. বাস্তবের কষ্টিপাথরে    . পবিত্র কষ্টিপাথরে

. সত্যের কষ্টিপাথরে       . ন্যায়ের কষ্টিপাথরে

১৯. কাদের স্মৃতিশক্তি ছিল অসাধারণ

. আরবের লোকদের             . মহাপুরুষদের

. বেদুইনদের                           . আরবের কবিদের

২০. আরবের লোকেরা সহজেই কী মুখস্থ করে ফেলত?

. কাব্যগ্রন্থ      . প্রবন্ধগ্রন্থ      . হাদিস           . গল্পগ্রন্থ

২১. হজরত মুহাম্মদ (সা.) কার নবী ছিলেন?

. সাধারণ মানুষের নবী           . পৃথিবীর নবী

. আল্লাহর নবী                          . মানুষের নবী

২২. হজরত মুহাম্মদ (সা.) নিজেকে কী মনে করতেন?

. সাধারণ মানুষ   . অর্থশালী  . ক্ষমতাধর   . মানবদরদি

২৩. হজরত মুহাম্মদ (সা.) কাদের মতো জীবনধারণ করতেন?

. অসহায় লোকদের মতো         . গরিব লোকদের মতো

. সাধারণ মানুষদের মতো           . ধনী লোকদের মতো

২৪. হযরত মুহাম্মদ (সা.) কত বছর বেঁচে ছিলেন?

. ৬৩      . ৬৪      . ৬৫           . ৬৬

২৫. হজরত মুহাম্মদ (সা.) নবি হওয়া সত্ত্বেও িনজেকে কেমন

       মনে করতেন?

. অভিজাত মানুষ         . ক্ষমতাধর

. সাধারণ মানুষ              . ধনী মানুষ

 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১