OrdinaryITPostAd

ভাইভার জন্য যা যা পড়বেন বা জেনে রাখবেন:

 


ভাইভার জন্য যা যা পড়বেন বা জেনে রাখবেন:

. আপনার এবং আপনার মা-বাবার নামের অর্থ কী?

. আপনার নামের সঙ্গে সম্পৃক্ত বিখ্যাত ব্যক্তির নাম।

. আপনার বংশপরিচয় বা নামের সঙ্গে পদবি থাকলে সে সম্পর্কিত কিছু তথ্য।

. আপনার গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা ইত্যাদির নাম, আদি নাম নামকরণের ইতিহাস জেনে রাখুন। (নিজ জেলা সম্পর্কিত তথ্য জানতে Google/উইকিপিডিয়ায় About home district লিখে সার্চ দিলেই পাবেন)

ইউ/পি চেয়ারম্যান এর নামকেননা উনি আপনার নাগরিক সনদে স্বাক্ষর করেন।৷

. আপনার জেলা বিখ্যাত কেন? জেলার বিখ্যাত স্থান, নদীর নাম, পণ্য, ঐতিহ্য ইত্যাদি জেনে রাখুন।

. আপনার জেলার শিল্প-সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বিখ্যাত ব্যক্তি তাঁদের সৃষ্টিকর্ম অবদান।

. আপনি যে প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা/বিএসসি করেছেন, ওই প্রতিষ্ঠানের পুরো নাম, প্রতিষ্ঠাকাল, বর্তমান প্রিন্সিপালের নাম জেনে নিবেন।

. ভাইভার দিনের ইংরেজি, বাংলা আরবি তারিখ জেনে যাবেন। বিশেষ দিবস হলে সে সম্পর্কে জেনে যাবেন।

. ছোট ছোট ট্রান্সলেশন জিজ্ঞেস করতে পারে। তাই সেগুলো চর্চা করুন।

১০. সাম্প্রতিক বিষয়াবলি আপনার জেলা কেন বিখ্যাত সে বিষয়ে জেনে নেবেন।

১১. নিজের সম্পর্কে বলতে বলা এখন বেশির ভাগ ইন্টারভিউ বোর্ডের একটা কমন প্রশ্ন। তাই বাংলা ইংরেজিতে নিজের সম্পর্কে বলার প্র্যাকটিস করুন।

১২. কৃষি খাতের বর্তমান অর্জন, এসডিজি, অর্থনীতিতে কৃষির গুরুত্ব, উৎপাদনের দিক হতে বিভিন্ন ফসলের অবস্থান (dae/moa এর ওয়েবসাইটে সকল তথ্য পাবেন) আপনার অঞ্চলে সর্বাধিক উৎপাদিত সবজি ফসল ইত্যাদি জানুন।

১৩. মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সম্পর্কে বিশদ ধারণা রাখুন।

১৪. প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সরকারের সফলতা অর্জন সম্পর্কে বিস্তারিত ধারণা রাখুন।

১৫. ডিএই (Department of Agriculture Extension) বিষয়ক তথ্য, ডিএই ভিশন, মিশন, সফলতা, কৃষি মন্ত্রনালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সচিব মহোদয় এর নাম, ডিএই উইং পরিচিত ডিএই মহাপরিচালক মহোদয় এর নাম ইত্যাদি খুটিনাটি। (dae/moa এর ওয়েবসাইটে সকল তথ্য পাবেন)

১৬. ভিশন ২০২১, ভিশন ২০৪১, মুজিববর্ষ, মেগাপ্রজেক্টস্, এসডিজি, এমডিজি ইত্যাদি দেখতে পারেন।

সহায়ক বই

.উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ সম্পর্কিত বাজারে প্রচলিত ভালো মানের বই।

. কৃষি ডিপ্লোমার মেজর সাবজেক্টসমূহ।

. ইন্টারনেট।

. দৈনিক পত্রিকা (আপনার পাঠ করা পত্রিকার সম্পাদকের নামসহ) কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি।

 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১