OrdinaryITPostAd

ফটোকপি ব্যাবসা লাভ/লস ২০২২- একটি ভিন্নধর্মী চিন্তা-চেতনা

 

ফটোকপি ব্যাবসা লাভ/লস
১/ আগে এক রিম কাগজ ছিল ৯০ টাকা আর এখন ২৩০ টাকা। আর লেগাল মনে হয় ৩৪০ টাকা। অনেক সময় কিছু পেজ নষ্টও হয়ে যায়।
২/ আগে এক প্যাকেট কালির দাম ছিল, ২৫০ টাকা থেকে ৩৫০ টাকা আর এখন ৪৫০ থেকে ৫৩০ টাকা।
৩/ আগে বিদ্যুৎ বিল প্রতি পয়েন্ট ছিল (বানিজ্যিক মিটার) ৭.৩০ টাকা আর এখন ১০.৩০ টাকা।
৪/ মেশিন সার্ভিস খরচ। ইন্জিনিয়ার আসলে এক থেকে দেড় হাজার টাকা বিল হবেই। আর কিছু নষ্ট হলে তো কথাই নেই। মেশিন চললে সমস্যা হবেই, ধরুন বছরে ৩ থেকে ৪ বার।
৫/ এরপর দোকান ভাড়া আগে কত ছিল আর এখন কতো চিন্তা করে দেখুন।

 
৬/ এরপর নিজের একটা পরিশ্রম তো আছেই।
৭/ এর বাইরেও অন্য অন্য কিছু খরচ ও সমস্যা তো আছেই। যেমন ধরুন- যাওয়া আসা খরচ, কালি কিনতে যাওয়া, কাগজ কিনতে যাওয়া, অন্য অন্য পাস যন্তপাতি কিনতে যাওয়া, নিজের মানসিক চাপ বৃদ্ধি পাওয়া তো আছেই।
৮/ এরপর কাস্টমারকে একটু খারাপ প্রিন্ট বা ফটোকপি দিয়ে দেখুন। তারা কেমন রিয়াক্ট করে? যেমন ধরুন- এই ফটোকপি ভালো হয় নাই, কালো হয়ে গেছে, কালি ঠিক মত আসে নাই, ছবি ভালো হয় নাই, পেজে কালি এসেছে। অন্য জায়গায় এর থেকে ভালো হয়। এ তা নানা সমস্যা।
 
এতো কিছুর পরেও ১/২ টাকায় যে ফটোকপি করে দেয়, সে কে হতে পারে ভাবুন? ভাই নিজের এবং নিজের কাজের মুল্য টা একবার বোঝার চেষ্টা করুন। অনেকের বাপের টাকা আছে, তাই তাঁরা ১/২ টাকায় ফটোকপি করে মানব সেবা করছে। তাই বলে কি আপনিও তাই করবেন? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে আপনার কোন ধারণা আছে? আগে তেল কত ছিল আর এখন কতো জানেন?
এরপরও কিছু পাবলিক কে ফটোকপির দাম বাড়াতে বললে। মূখ শুকিয়ে মূখ ঘুরিয়ে নেয়। ভাই যদি ফটোকপির দাম বাড়াতে ভয় লাগে বা লজ্জা লাগে। তাহলে আপনি ফটোকপি ব্যবসা ছেড়ে দিন। এই ভাবে অন্য ব্যবসায়ীদের ক্ষতি করবেন না। তাদের উপযুক্ত মূল্য টা নেওয়ার সুযোগ দিন।
শেষ কথা, নিজের উপযুক্ত মূল্য টা নেওয়া শিখুন, কেউ কিন্তু টাকা পকেটে গুজে দিয়ে যাবে না। আর কখনো নিজের
মূল্য এবং প্রতিভাকে ছোট করে দেখবেন না। কারণ সব প্রতিভা কিন্তু সবার থাকে না।
 
 ধন্যবাদ,-সমসাময়িক চিন্তাবিদঃ

 
 
 
 

 
 
তথ্যসূত্রঃ ফেইসবুক
 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১