OrdinaryITPostAd

ওডেস্ক কি?-Nullblogger

 


 ওডেস্ক হলো অনলাইনে আয় করার একটি প্লাটফর্ম বা ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস। আপনি এখানে বিভিন্ন কাজের জন্য এ্যাপ্লাই করে কাজ করতে পারেন।
কাজের ধরন:
ওডেস্ক এ দুইভাবে কাজ করা হয়।

  • এক: মূল্যনির্ধারক বা ফিক্সড ( এখানে কাজ শেষে পেমেন্ট করা হয়)
  • দুই: সময়ভিত্তিক বা আওয়ারলি ( এখানে ওডেস্ক এ একটি সফটওয়ার আছে সেটার নাম ওডেস্ক টিম সেটা চালু করে দিয়ে কাজ করলেই আপনার এ্যাকাইন্টে ডলার জমা হতে থাকে)

কাজের বিভাগ:
এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। যেমন: ডাটা এন্ট্রি , ওয়েব রিসার্চ , ওয়েব ডেভলব , প্রোগ্রামিং , এনিমেশন ইত্যাদি।
তবে ওয়েব ডেভলব বিশেষ করে ওয়ার্ডপ্রেস এর কাজ বেশি থাকে। আমি আপনাদের পরামর্শ দেবো আপনারা ওয়ার্ডপ্রেস নিয়ে ভালোভাবে কাজ শিখুন
পেমেন্ট অপশন:
ওডেস্ক থেকে আপনি পেপা্ল , ক্রেডিট কার্ড , ব্যাংক ওয়ার , মানিবুকার্স এর মাধ্যমে টাকা উঠাতে পারবেন। তবে এর মধ্যে আমাদের বাংলাদেশের জন্য মানিবুকার্স টাই জনপ্রিয় এবং সহজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১