OrdinaryITPostAd

নতুন পায়ের স্পর্শ -একান্ত অনুভূতি-Nullblogger

 

কলেজ-লাইফের গল্পগুলো স্কুললাইফের মতো সাজানো গোছানো হয় না। কলেজের গল্পগুলো হয় বিচ্ছিন্ন, ছন্নছাড়া, ভবঘুড়ে, সব থেকেও নেই টাইপের। 

সময়গুলো প্রচন্ড দ্রুত শেষ হয়ে যায়,কিছু বুঝে ওঠার আগে। ফার্স্ট ইয়ারের ভবঘুড়ে জীবন সেকেন্ড-ইয়ারে হয়ে যায় প্রচন্ড ব্যস্ততায় ভরা। লাইব্রেরীর বইগুলোয় ধুলো ভরে যায়, বীরবল-আকবর বন্ধি হয়ে থাকে বন্ধ কোনো ডেস্কে। আস্তে আস্তে সেকেন্ড ইয়ারও শেষ হয়ে যায়। কলেজের মাঠের ঘাসগুলো নতুন পায়ের স্পর্শ পায়। এই পা’গুলো ‍পুরনো পা’গুলোর চেয়ে আরো অনেক বেশী সতেজ হয়।

.
কলেজ লাইফও একদিন শেষ হয়ে যায়। পুরোনো পায়ের মালিকগুলো যে যার মতো যুদ্ধে চলে যায়। সবাই জানে যুদ্ধ একদিন শেষ হবে। কিন্তু বস্তুত কখনো যুদ্ধ শেষ হয় না। আহত পা’গুলো আবার ফিরে আসে শেষবারের মতো, আর কখনো আসে না। সব ঠিক থাকে, খালি মাঠের নতুন ঘাসেরা পুরনো পা’গুলোর সতেজ স্পর্শ পায় না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১