OrdinaryITPostAd

ব্যাকরণে সাধারণ আলোচ্য বিষয় কয়টি? -Nullblogger - angla Grammer

 ব্যাকরণে সাধারণ আলোচ্য বিষয় কয়টি?




তিনটি। যথাঃ ধ্বনিতত্ত্ব ;শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব ; বাক্যতত্ত্ব বা পদক্রম।

#ব্যাকরণে সার্বিক আলোচ্য বিষয় কয়টি??

ছয়টি। উপরের তিনটি এবং ছন্দ ও অলংকার প্রকরণ ;বাগর্থ বিজ্ঞান বা অর্থতত্ত্ব ; অভিধানতত্ব।

#ধ্বনি তত্ত্বের  আলোচ্য বিষয় কি?

উঃ ধ্বনি এর উচ্চারণরীতি, উচ্চারণের স্থান,ধ্বনি পরিবর্তন,সন্ধি,ণ-ত্ব, ও ষ-ত্ব বিধান ইত্যাদি।

#রুপতত্বের আলোচ্য বিষয় কি?
উত্তরঃশব্দ,শব্দের গঠন, বচন,লিঙ্গ, কারক,পুরুষ, উপসর্গ, প্রত্যয়,বিভক্তি, সমাস,পদের পরিচয়, ক্রিয়া প্রকরণ  ইত্যাদি।


#বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কি?- www.nullblogger.com

উত্তরঃ বাক্যের সঠিক গঠন প্রণালী, পদক্রম,পদের স্থান, পদ পরিবর্তন, বাগধারা,বাক্য সংকোচন, বাক্য সংযোজন, প্রবাদ প্রবচন, বিরামচিহ্ন ইত্যাদি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১