OrdinaryITPostAd

আওয়ামী মুসলিম লীগ এর লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচির বিবরণ দাও।

 

ভূমিকা : ১৯৪৯ সালের ২৩ জুলাই


ন ঢাকার টিকাটুলির কে, এম, দাস লেনে অবস্থিত রােজ গার্ডেন হলে এক রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে মাওলানা ভাসানীকে সভাপতি, টাঙ্গাইলের শামসুল হককে সাধারণ সম্পাদক এবং শেখ মুজিবুর রহমানকে অন্যতম যুগ্ম সম্পাদক করে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।

আরো পড়তে পারেনঃ-  আওয়ামী লীগের প্রতিষ্ঠা সম্পর্কে আলােচনা কর।

আওয়ামী মুসলিম লীগের লক্ষ্য ও উদ্দেশ্য 

নিম্নে আওয়ামী লীগের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হল



১. পাকিস্তানের সার্বভৌমত্ব, ঐক্য, মর্যাদা ও স্থিতিশীলতা সংরক্ষণ করা।

২. প্রকৃত গণতান্ত্রিক রীতিনীতির উপর ভিত্তি করে পাকিস্তানের জন্য সংবিধান ও আইন রচনার পথ প্রস্তুত করা।

৩. পাকিস্তানের সর্বস্তরের নাগরিক তথা সকল সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণ করা এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের নিশ্চয়তা প্রদান করা।

৪. পাকিস্তানের প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা।

৫. জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন ও শ্রমের প্রকৃত মূল্য নিশ্চিত করা।

৬.পারস্পরিক সহযােগিতার মাধ্যমে সেবা বৃদ্ধি করে মানুষের সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, শােষণ-দুর্নীতির অবসান ও মানুষের নৈতিক অবস্থান সুদৃঢ়করণ।

৭. সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসন থেকে বিচার বিভাগকে পৃথকীকরণ, বিচার বিভাগ ও পাবলিক সার্ভিস কমিশনের স্বাধীনতা সুরক্ষা, যুদ্ধাপরাধী বা সামরিক বিদ্রোহ ব্যতীত যেকোনাে আটকাদেশের পূর্বে বিচার বিভাগের মাধ্যমে বিচার কাজ শেষ করা।

৮. জনগণকে মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন করার অধিকার প্রদান ও তা রক্ষা করা।

৯. সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তােলা।

১০. জনগণের মধ্যে ইসলামের সত্যিকার শিক্ষা, উন্নত নৈতিকতা এবং ইসলামের মূল বৈশিষ্ট্যের প্রসার ঘটানাে।

১১. আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বশান্তির পথ প্রশস্ত করা।

আওয়ামী মুসলিম লীগের কর্মসূচি 

পূর্ব পাকিস্তান মুসলিম লীগ কর্মী সম্মেলনে বিবেচনার জন্য শামসুল হক মূল দাবি নামে একটি ছাপা পুস্তিকা পাঠ করেন। এ মূল দাবিই সম্মেলনের পর সামান্য পবির্তন করে দলের প্রথম খসড়া ম্যানিফেস্টো হিসেবে প্রকাশিত ও প্রচারিত হয়।



১২ দফার এ কর্মসূচি ছিল নিম্নরূপ-

১. পাকিস্তান একটি স্বাধীন-সার্বভৌম ও জনকল্যাণমূলক রাষ্ট্র হবে। পাকিস্তানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবে জনগণ।

২. রাষ্ট্রে দু’টি আঞ্চলিক ইউনিট থাকবে- পূর্ব ও পশ্চিম।

৩. অঞ্চলগুলাে লাহাের প্রস্তাবের ভিত্তিতে স্বায়ত্তশাসন ভােগ করবে। প্রতিরক্ষা, বৈদেশিক সম্পর্ক ও মুদ্রাব্যবস্থা কেন্দ্রের হাতে থাকবে এবং অন্য সকল বিষয় ইউনিটগুলাের হাতে ন্যস্ত থাকবে।

৪. সরকারি পদাধিকারী ব্যক্তিরা কোনাে বিশেষ সুবিধা বা অধিকারভােগী হবেন না কিংবা প্রয়ােজনাতিরিক্ত বেতন বা ভাতার অধিকারী হবেন না।

৫. সরকারি কর্মচারীরা সমালােচনার অধীন হবেন, কর্তব্য সম্পাদনে ব্যর্থতার জনা তাদের পদচ্যুত করা যাবে এবং অপরাধের গুরুত্ব অনুসারে তাদের ছােটখাটো বা বড় রকমের সাজা দেয়া যাবে। আদালতে তারা কোনাে বিশেষ সুবিধার অধিকারী হবেন না। কিংবা আইনের চোখে তাদের প্রতি কোনােরূপ পক্ষপাত প্রদর্শন করা হবে না।

৬. জাতি-ধর্ম নির্বিশেষে সকল নাগরিক সমান অধিকার ভােগ করবেন। যথা: বাকস্বাধীনতা, দল গঠনের স্বাধীনতা, অবাধ গতিবিধি ও নিয়মতান্ত্রিক আন্দোলনের অধিকার।

৭. সকল নাগরিকের যােগ্যতানুসারে বৃত্তি অবলম্বনের অধিকার থাকবে এবং তাদের যথাযােগ্য পারিশ্রমিক দেয়া হবে।

৮. সকল পুরুষ ও নারীর জন্য শিক্ষা বাধ্যতামূলক করা হবে।

৯. পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীগুলােতে সকল নাগরিকের যােগদানের অধিকার থাকবে। একটি বিশেষ বয়সসীমা পর্যন্ত সকলের জন্য সামরিক শিক্ষা বাধ্যতামূলক হবে এবং পূর্ব পাকিস্তানের জন্য নিজস্ব স্থল, নৌ ও বিমান বাহিনীর ইউনিট গঠন করা হবে।

১০. মৌলিক মানবিক অধিকারসমূহ দেয়া হবে এবং কোনাে অবস্থাতেই কাউকে বিনা বিচারে আটক রাখা হবে না।

১১. বিনা বিচারে কাউকে দণ্ড দান বা নিধন করা হবে না। বিনা খেসারতে জমিদাবি ও অন্য সকল মধ্যস্বত্ব বিলােপ করা হবে। সকল আবাদযােগ্য জমি পুনর্বণ্টন করা হবে।

১২. সকল জমি জাতীয়করণ করা হবে।



আরো পড়তে পারেনঃ- মুসলিম লীগের শাসন ও গণতান্ত্রিক রাজনীতির সংগ্রাম আলোচনা কর।

উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি যে, পাকিস্তানের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং স্থায়িত্ব সংরক্ষণ, মৌলিক অধিকার সংরক্ষণ প্রভৃতি নানা উদ্দেশ্য নিয়ে আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়। এ সক উদ্দেশ্য বাস্তবায়নে আওয়ামী মুসলিম লীগ ১২ দফা কর্মসূচি ঘােষণা করে। বাংলার সকল জাতীয় আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা পালন করেছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১