OrdinaryITPostAd

My best 100 movies - আমার সেরা ১০০ মুভির নাম

 


 প্রথম এবং প্রধান কথাই হলো সাহিত্যের ক্ষেত্রে বেস্ট একশো বলে কোন কথা নেই। কারণ এত অজস্র বই আর মুভি থেকে সেরা ১০০ নির্বাচন করা করা সম্ভব না। তবুও লিস্ট করা আরকি।
***
এই লিস্টে মূলত থ্রিলার, হিস্টোরিক্যাল, ক্লাসিক, সায়েন্স ফিকশন, এনিমেশন, সাইকোলজিক্যাল থ্রিলার আছে। বেশির ভাগ মুভিই আইএমডিবির টপ ২৫০ এর লিস্টে আছে। যেগুলো নেই সেগুলোও দারুণ মুভি।
***
যাইহোক এই লিস্টে মূলত হলিউডকে প্রাধান্য দিয়েছি। আমি হলিউড ভক্ত। সেই সাথে বলিউড, কোরিয়ান, সাউথ ইন্ডিয়ার মুভিও আছে কিছু।
***
ক্রমিক নং করা হয়েছে রেন্ডমলি। কাকে রেখে কাকে ১,২,৩ এ দিবো এটা নিয়েই সমস্যা হতো বিধায় এভাবে দেয়া। সবগুলোই প্রিয়। হয়তো ১৯/২০ আরকি। তবে কিছু মুভির ব্যাখ্যা দিয়েছি মানে এই নয় অন্যগুলো খারাপ। সবগুলোই চমৎকার ছিল।
১। interstellar
২। shadow of time (আমার দেখা অন্যতম সেরা একটা আর্ট ফিল্ম)
৩। frozen
৪। three hundred
৫। বেলাশেষে
৬। cinderella
৭। leon the professional (মাতিলদা তথা Natalie Portman এর অভিনয় এখনও চোখে ভাসে)
৮। tangled (এনিমেশন মুভির মধ্যে এটা আমার টপ লিস্টে আছে)
৯। psycho (বইটা আগে পড়ে নিবেন)
১০। a beautiful mind (রাসেল ক্রোর এটা আর গ্ল্যাডিয়েটর দেখলে মেইবি আপনি তার ভক্ত হবেন)
১১। wall e
১২। perfume
১৩। despicable me
১৪। fight club
১৫। incendies (শকড কাকে বলে কত প্রকার আর কি কি - এই মুভিটা দেখলে বুঝবেন। এটা এবং নিচে আরও কিছু থ্রিলার আছে সবগুলোই এমন শকড দিবে আপনাকে যেমন শাটার আইল্যান্ড, ওল্ড বয়, নো মার্সি, রাতসাসান, প্রেডিসটিনেশন ইত্যাদি)
১৬। forest gump (টম হ্যাংক্স এর ফ্যান হতে চাইলে এটা দেখুন আগে)
১৭। gladiator
১৮। mission impossible (সে আর জ্যাকি চেইনের ভক্ত হই তাদের অভিনয়, মুভির প্রতি ডেডিকেশন আর স্ট্যান্টগুলো নিজেরাই করার জন্য। বলছিলাম টম ক্রুজের কথা যে বুর্জ খলিফা থেকে লাফিয়ে এক ফ্ল্যাট থেকে অন্য ফ্ল্যাটে ঢুকে এত হাজার ফুট উপর থেকে!)
১৯। the nun
২০। ratsasen
২১। v for vendetta
২২। জাপানী বৌ
২৩। how to train your dragon
২৪। the time machine
২৫। tomb raider
২৬। lolita (বইটা আগে পড়ে নিবেন)
২৭। moana
২৮। andhadhun (আমার মতে ২০১৮ সালের ভারতের সেরা দুটো মুভি এটা আর রাতসাসান)
২৯। inception
৩০। exam
৩১। the prestige
৩২। the notebook
৩৩। Memento (দেখার পর মাথা হ্যাং হবে তবুও বুঝবেন না এর কাহিনী।)
৩৪। Insomnia
৩৫। Batman begins, The dark knight, The dark knight rises (ভিলেনের প্রেমে পড়তে চান? মানে ভিলেনের ফ্যান হতে চান? তবে দ্য ডার্ক নাইট আর হিন্দি ওয়ান্টেড দেখুন। প্রকাশ রাজ আর হিথ লেজারের ফ্যান আপনি হবেন!)
৩৬। koyla (শাহরুখের এই মুভিটি আর ভির যারা খুব প্রিয় আমার)
৩৭। the game
৩৮। The machinist
৩৯। wanted (bollywood)
৪০। Shutter island (সাইকোলজিক্যাল থ্রিলারের মধ্যে এটি, রাতসাসান, সেভেন, মেমেন্টো, প্রিডেস্টিনেশন এগুলো টপ লেভেলে থাকবে।)
৪১। Taxi driver
৪২। veer zara
৪৩। Zodiac
৪৪। ghajini
৪৫। Kung fu panda 1,2,3
৪৬। Pirates of the caribbean 1,2 (জনি ডেপ এর অনবদ্য অভিনয় ছিল এই মুভির অন্যতম সেরা আকর্ষণ। বাকিগুলো তো আছেই।)
৪৭। dilwale dulhania le jaenge
৪৮। Pi
৪৯। The matrix 1999
৫০। X men
৫১। Se7en
৫২। Neverland 1,2
৫৩।The jungle book
৫৪। terminator 2,3 (আর্নল্ড এর ভক্ত ছোট বেলা থেকেই। এর পেছনে মূল কারণ ছিল তার টার্মিনেটর টু দেখেছিলাম)
৫৫। dabbe 04
৫৬। blood diamond
৫৭। blade runner 2049
৫৮। orphan (একদম লাস্টে শকড খাবেন মাস্ট)
৫৯। the handmaiden
৬০। beauty AND BEAST
৬১। i saw devil
৬২। indiana jones
৬৩। old boy
৬৪। american psycho
৬৫। sherlock homes
৬৬। the illusionist
৬৭। the sixth sense
৬৮। CHARLIE (হাইপ তোলা মুভি আমি কম দেখি বা খুব দেরিতে দেখি। এটা দেখেছিলাম কয়েকদিন আগে। ভীষণ ভালো লাগছে। মুভির বেস্ট আকর্ষণ ছিল দুলকারের অভিনয়। যদিও এটা অতি কমন মুভি আর প্রায় সবাই দেখেছেন আশাকরি)
৬৯। train to busan
৭০। puld fiction
৭১। the revenant (লিওনার্দোর অনবদ্য অভিনয় ছিল আর তার ফলও সে পেয়েছে। যদিও সে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে চিনিয়েছে আরেক মাস্টারপিস মাথা জেমস ক্যামেরুনের টাইটানিক দিয়ে। তবে রেভেন্যান্ট, ব্লাড ডায়মন্ড, ইনছেপশনে সে ছিল ব্যাখ্যাতিত।)
৭২। a moment to remember
৭৩। miracle in cell no 7
৭৪। no mercy
৭৫। predestination (মাথা হ্যাং হবে আর ১ম দেখায় বুঝলে আপনি বুদ্ধিমান)
৭৬। the usual suspect
৭৭। triangle
৭৮। forgotten
৭৯। before i go to sleep
৮০। memories of murder
৮১। the autopsy of jan doe
৮২। one flew over the cucko's nest
৮৩। hannibal (সম্ভবত আপনি গজিনি আর দ্য ডার্কনাইট মুভির মতো এই মুভিতেও ভিলেনের ফ্যান হতে যাচ্ছেন)
৮৪। gone girl (বইটা আগে পড়ে নিবেন)
৮৫। identity
৮৬। Schindler's List
৮৭। the godfather ১,২ (বইটা আগে পড়ে নিবেন)
৮৮। The Shawshank Redemption (বইটা আগে পড়ে নিবেন)
৮৯। অজ্ঞাত
৯০। the silence of the lamb (বইটা আগে পড়ে নিবেন)
৯১। The Bridge on the River Kwai (বইটা আগে পড়ে নিবেন)
৯২। Apocalypse Now
৯৩। titanic
৯৪। salt (এঞ্জেলিনা জলির অভিনয় বরাবর ভালো লাগে আমার। তার ফ্যান হতে চাইলে এটি, tomb raider আর wanted দেখতে পারেন)
৯৫। troy (ব্রাড পিট ট্রয় আর রাসেল ক্রর গ্ল্যাডিয়েটর ভালো লাগার মূল কারণ হল ইতিহাস নির্ভর কিন্তু মুভির ম্যাকিং অভিনয় আর সিনেমাটোগ্রাফির জন্য আপনি সেই সময়টা মুভির ভেতরেই থাকবেন এবং থাকতে বাধ্য!)
৯৬। wanted (hollywood)
৯৭। pirates of cariben 1,2 (যে কারণে জনি ডেপ মেইবি এই দেশে জনপ্রিয় হয়েছিল)
৯৮। drunken master (জেকি চেইনের প্রতি আর তার অভিনয়+একশন+নিজের স্ট্যান্টগুলো নিজে করার জন্য ফ্যান হই। এই মুভিতে সবই ছিল। একশন কিংবা কমেডি)
৯৯। spiderman
১০০। cleopetra (তাকে নিয়ে একাধিক বই আছে। সেটা হ্যানরি রাইডার হ্যাগার্ড সাহেবের বা শেক্স পিয়রের। অতএব বইটা পড়ে মুভি দেখবেন)
101- Alice in Wonderland (বইটা পড়ে মুভি দেখবেন। যদিও কিশোরদের জন্য বাট যতক্ষণ পড়বেন মনেই হবে না সময় কিভাবে গেল!)
***
একজন ক্ষুদ্র বইপোকা তাই যেসব মুভি বই থেকে হয়েছে সেগুলো পড়ার আহ্বান করেছি। বইয়ের সাধ মুভিতে সেভাবে পাওয়া যায় না বা অসম্ভব তাই আগে বই পড়বেন দ্যান মুভি দেখবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১