OrdinaryITPostAd

পকেট রাউটার কি? এটার দাম কত? পকেট রাউটার কিভাবে কাজ করে? কোথায় পাওয়া যায়?

 আসলামুয়ালাইকুম, আশাকরি ভাল আছেন? আজকে আমি আপনাদের সাথে পকেট রাউটার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর পর আপনাদের মনে এইটা নিয়ে কোন প্রশ্ন থাকবে না?


পকেট রাউটার কি?

পকেট রাউটার WiFi রাউটারের চেয়ে ছোট,এবং সহজে নিজের ইচ্ছামত যেখানে খুসি,সেখানে ব্যাবহার করতে পারবেন। আকারে ছোট ও পকেটে করে বহন যোগ্য বলেই এই রাউটাকে পকেট রাউটার বলা হয়।


পকেট রাউটারের কাজ কীভাবে করে?


এটি তেমন কিছু না। এই রাউটারের জন্য আপনার আলাদা কোন লাইন বা নেটওয়ার্কের প্রোয়জন নেই । এটা আপনার সিম নেটওয়ার্ক দ্বারা চালিত। আপনি যে সিম ওই রাউটারে প্রবেশ করাবেন সেই নেটওয়ার্কের অধিনে কাজ করবে। এর জন্য আপনাকে মাসিক কোন ভাড়া কিংবা কোন অর্থ প্রদান করতে হবে না। এটা একবার কিনলে আজীবনের জন্য আপনার। যে সব স্থানে নেট স্পিড কম সেখানে আপনি এই রাউটার ব্যবহার করে ভাল স্পিড পাবেন। এমন কি এটি আপনি একাধিক মোবাইল,কম্পিউটার,ল্যাপটপে ব্যবহার করতে পারবেন।


পকেট রাউটারে জন্য কি ডাটা প্রোয়জন?

পকেট রাউটারের জন্য যেহুতু কোন নেট লাইন নেই? তাই এটার জন্য আপনাকে ডাটা ব্যাবহার করতে হবে? আপনার সিমে যতটুকু ডাটা থাকবে ততটুকু ব্যবহার করতে পারবেন এর বেশি না। তবে সিম নেটওয়ার্কের চেয়ে বেশি ভাল স্পিড পাবেন। সাধারনত যারা গ্রামে থাকেন GP নেটওয়ার্ক ভাল পেলেও অন্যান্য নেটওয়ার্ক কম পায়| গ্রামের নেট ব্যবহারারির জন্য এটা বেশি উপযুগী।



পকেট রাউটার কিভাবে ব্যবহার করবেন?

খুব বেশি কঠিন কাজ নয়। রাউটারে আপনার সিম ঢুকাবেন তারপর ক্যাবলটি চার্জারের মত আপনার ফোনের সাথে আর রাউটারের সাথে লাগাবেন। নিচের ছবিটি দেখুন ভালভাবে বুঝতে পারবেন।


দাম কত?কোথায় পাওয়া যায়?


পকেট রাউটার বিভিন্ন দামের পাওয়া যায়। সেটা আপনার উপর নির্ভর করছে । আপনি কেমন কিনতে চান? আমার দেখা মতে আমি 400-2900 টাকা পর্যন্ত রাউটার দেখেছি।
500,1900,2500,বিভিন্ন দামের পাওয়া যায়। 

এই রাউটার গুলো ফোন বিক্রয়ের দোকান/শপ গুলোতে পাওয়া যায়। আপনার যদি কেনা ইচ্ছা থাকে তাহলে ঐ দোকান গুলোতে গিয়ে বলুন? তারা আপনাকে থাকলে দিবে। আর না থাকলে ত৩দের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন।

এখন আপনি ভাবতে পারেন যে কোন রাউটারের কেমন স্পিড সেইটা বললেন না কেন? আসলে বাজারে প্রতিনিয়ত নতুন নতুন রাউটার আসছে। এখন তার কিংবা ক্যাবল ছাড়া রাউটার পাওয়া যাচ্ছে। তাই এর দাম কমতেও পারে বাড়তেও পারে। আপনি কেমন বাজেটে কিনবেন সেইটা মোবাইল শপের মালিককে বললে আপনাকে বিস্তারিত ধারনা দিবেন। তবে আমার মতে 2500-2900 টাকার মদ্ধে কেনা অনেক ভাল।

আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টে বলবেন? আমি অবশ্যই তার সমাধান দিব। 

দেখা হবে নতুন কোন টিউন নিয়ে। আমাদের সাথেই থাকুন ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১