OrdinaryITPostAd

বাস্তবে কোন আদর্শ গ্যাস আছে? আদর্শ গ্যাস কি কাল্পনিক গ্যাস?ছাত্রনেটওয়ার্ক।।Nullblogge।।

 


 

এককথায় বাস্তবে কোন আদর্শ গ্যাস নাই। গ্যাসের সূত্রসমূহ ব্যাখ্যার জন্য এটা একটা কাল্পনিক তত্বীয় গ্যাস।

আদর্শ গ্যাস হল ইতস্তত বিচরণকারী বিন্দুকণা সমষ্টি দ্বারা গঠিত তাত্ত্বিকভাবে প্রতিষ্ঠিত  একটি কাল্পনিক গ্যাস, যার কণাগুলির মধ্যে কেবল সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। আদর্শ গ্যাস তত্ত্ব অবস্থার সমীকরণ থেকে প্রাপ্ত আদর্শ গ্যাস সূত্র মেনে চলে। এই তত্ত্বটি আবার সংখ্যাতত্ত্বীয় বলবিদ্যার একটি সরল প্রয়োগ। তাই এই তত্ত্বের গুরুত্ব অপরিসীম। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য।।ছাত্রনেটওয়ার্ক হলঃ

  1.     আদর্শ গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্রগুলো ও PV = nRT সমীকরণ মেনে চলে।
  2.     প্রকৃতিতে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই।
  3.     আদর্শ গ্যাসের অণুগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়।
  4.     আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না।
  5.     আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক Z এর মান সর্বদা 1 হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১