OrdinaryITPostAd

ডাটাবেজ কী?Database সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর

 


১। ডাটাবেজ কী?

উত্তর : Database বলতে তথ্যভান্ডার বা তথ্যের সমষ্টিকে বুঝায়। অথবা, ডাটার লজিক্যাল সমাবেশকে ডাটাবেজ বলা হয়। অথবা, তথ্যের ঘাটি বা সমাবেশ বা তথ্য ভান্ডারকেই ডাটাবেজ বলা হয়।

২। DBMS এর পূর্ণরূপ লেখ।

উত্তর Database Management System. ৩। দুটি database software এর নাম লেখ?

উত্তর ডাটাবেজ সফ্টওয়্যার হলো- ডিবেজ, ফক্সপ্রো, এমএস

অ্যাসিস, ওরাকল। 8। Primary Key কী কাজে ব্যবহৃত হয়?

উত্তর ঃ Primary key মূলতঃ দুই বা ততোধিক ডাটা টেবিলের মধ্যে Relationship তৈরি করতে ব্যবহার করা হয়।

৫। Module কী?

উত্তর : ক্ষুদ্র ক্ষুদ্র প্রোগ্রাম কে বুঝায়।

৬। Database Relation কী?

উত্তর : ডাটাবেজের মধ্যে একটি ডাটা টেবিলের ডাটার সাথে অন্য

এক বা একাধিক ডাটা টেবিলের ডাটার সম্পর্কই হল রিলেশনশীপ। ৭। A4 ও Legal সাইজের কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ কয় ইঞ্চি?

উত্তর : A4 সাইজ = 8.27" × 11.69" Legal সাইজ = 8.5" x 14"

৮। Debugging কী?

উত্তর : প্রোগ্রামের ত্রুটি বা ভুল সংশোধন করা। ৯। Yes / No ফিল্ডে কী ধরনের Data সংরক্ষিত হয়?

উত্তরঃ নিউমেরিক্যাল ডাটা টাইপ সংরক্ষিত হয়। ১০। MS Access-এ ছবি যুক্ত করতে কোন data type ব্যবহার করা

হয়?

উত্তর : OLE Field ব্যবহার করা হয়।

১১। Visual basic কী?

উত্তরঃ ভিজুয়্যাল বেসিক হলো উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। ১২। Database Relationship কয় প্রকার?

উত্তর : ৩ প্রকার

১৩ISQL পূর্ণরূপ কী?

উত্তর Structured Query Language.

• সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করঃ

১৪। Database এর মূল ভিত্তি হলো —। উত্তরঃ টেবিল

১৫। Visual basic এর file extention - 1 উত্তর.vb
 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১