OrdinaryITPostAd

এক নজরে মে মাসের গুরুত্বপূর্ণ তথ্য

 


বাংলাদেশ
☼ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী পালিত হয় = ৮ মে ২০১৮
☼ ‘রবীন্দ্র পুরস্কার-২০১৮’ পেয়েছেন = গবেষক আবুল মোমেন ও রবীন্দ্র শিল্পী ফাহিম হোসেন চৌধুরী
☼ ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম বৈঠক অনুষ্ঠিত হয় = ঢাকায়, ৫-৬ মে
☼ বর্তমানে ওআইসি’র সদস্য দেশ = ৫৭টি
☼ শহীদ র‌্যাব সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে র‌্যাব সদর দপ্তরে স্থাপিত স্মৃতিস্তম্ভ = প্রেরণা ধারা
☼ ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের আঁকার হবে = ৪ লাখ ৬০ হাজার কোটি টাকা, জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা = ৭.৮% (চলতি অর্থবছরে ৭.৪%), মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা = ৫.৬% (চলতি অর্থবছরে ৫.৫%) এবং মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা = ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা (সূত্রঃ অর্থমন্ত্রী)
☼ দেশে বর্তমানে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা = ১১ লাখ ১৫ হাজার ৪৮৯ জন
☼ ১ লাখ রোহিঙ্গাকে সাময়িক আশ্রয়ের জন্য পাঠানো হবে = নোয়াখালীর ভাসানচরে
☼ রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে আসা ভারতীয় জাহাজের নাম = ঐরাবত
☼ ‘বাংলাদেশ ভবন’ নির্মিত হয়েছে = পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে (বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে)
☼ ভবনটি নির্মাণের প্রস্তাব গৃহীত হয়েছিল = ২০১১ সালে
☼ নির্মান কাজ শুরু হয় = ২০১৬ সালে; উদ্বোধন করা হয় = ২৫ মে ২০১৮
☼ ভবনটি নির্মাণে বাংলাদেশ সরকার ভারত সরকারকে দিয়েছে = ২৫ কোটি রুপি (২ বিঘা জমি)
☼ ভবনে যাঁদের ম্যুরাল রয়েছে = বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
☼ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মাসূচক ডি লিট ডিগ্রি প্রদান করেছে = আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়
☼ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আঁকা দুরন্ত বেগে ছুটে চলা এক মুক্তিযোদ্ধার ছবিটির নাম = এগিয়ে চলা
☼ রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পেয়েছে = ১৩টি শিল্প প্রতিষ্ঠান
☼ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মজয়ন্তী পালিত হয় = ২৫ মে ২০১৮
☼ বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপন করা হয় = ১২ মে ২০১৮
☼ বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইটের অধিকারী = ৫৭তম দেশ
☼ নিমার্তা প্রতিষ্ঠান = থ্যালেস অ্যালেনিয়া স্পেস, ফ্রান্স
☼ যে রকেটে পাঠানো হয় = ফ্যালকন ৯, ব্লক ৫
☼ যে স্থান থেকে পাঠানো হয় = এলসি ৩৯এ, কেনেডি স্পেস সেন্টার, যুক্তরাষ্ট্র
☼ মহাকাশে পাঠায় = মার্কিন মহাকাশ সংস্থা স্পেস-এক্স
☼ স্যাটেলাইটটি নিয়ন্ত্রণ করবে = থ্যালেস অ্যালেনিয়া এবং বিটিআরসি
☼ স্যাটেলাইটটি নিয়ন্ত্রণের জন্য গ্রাউন্ড স্টেশন ২টি = গাজীপুরের জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়া
☼ স্যাটেলাইট নিয়ন্ত্রনের জন্য গাজীপুরে ২টি অ্যান্টেনা বসানো হয়েছে যার ওজন = ১০ টন
☼ স্যাটেলাইটের ওজন = ৩ হাজার ৫০০ কেজি
☼ মোট খরচ = ২ হাজার ৯৬৭ কোটি টাকা (বাংলাদেশ সরকার দেয় ১,৩১৫ কোটি টাকা, HSBC ব্যাংক ঋণ দেয় ১,৬৫২ কোটি টাকা)
☼ মেয়াদকাল = ১৫ বছর
☼ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এ ট্রান্সপন্ডার আছে = ৪০টি; যার ২৬টি কেইউ ব্যান্ড ও ১৪টি সি ব্যান্ডের
☼ ৪০টি ট্রান্সপন্ডারের মধ্যে ভাড়া দেয়া হবে = ২০টি; বাকি ২০টি দেশের জন্য ব্যবহৃত হবে
☼ দেশে বর্তমানে স্যাটেলাইট টেলিভিশন আছে = ৩০টি


আন্তর্জাতিক
☼ বায়ু দূষণে শীর্ষ শহর = দিল্লি; ঢাকার অবস্থান = ৩য়
☼ বিশ্ব গণমাধ্যম মুক্ত দিবস = ৩মে
☼ মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচন হয় = ৯ মে ২০১৮
☼ নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী নির্বাচিত হন = ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদ, ৭ম প্রধানমন্ত্রী হিসেবে (ব্যক্তি হিসেবে ৪র্থ)
☼ মাহাথির মোহাম্মদের জোট = পাকাতান হারাপান (যার অর্থঃ আশার জন্য ঐকজোট)
☼ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবের বাসা থেকে উদ্ধার করা হয়েছে = প্রায় ৩ কোটি ডলার
☼ সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে = ১ কোটি ৬০ লাখ ডলার দুর্নীতির অভিযোগ
☼ ওয়ানএমডিবি = মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক রাষ্ট্র পরিচালিত যে তহবিল থেকে টাকা লুট করেন তার নাম
☼ চলতি মাসে দ্বিতীয়বারের মতো বৈঠক করেন = কিম জং উন ও সি চিন পিং
☼ রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে চতুর্থবারের মতো শপথ নিয়েছেন = ভ্লাদিমির পুতিন, ৭ মে ২০১৮
☼ যৌন কেলেঙ্কারি ও তথ্য ফাঁসের কারণে ২০১৮ সালের নোবেল সাহিত্য পুরস্কার স্থগিত করেছে = সুইডিশ একাডেমী
☼ জেরুজালেমে দূতাবাস চালু করছে = যুক্তরাষ্ট্র
☼ ইসরায়েলের তেল আবিব থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তর করা হয় = ১৪ মে ২০১৮
☼ জেরুজালেম ছাড়াও যুক্তরাষ্ট্র আরো যেসব দেশে দূতাবাস চালু করবে = গুয়াতেমালা, প্যারাগুয়ে ও চেকপ্রজাতন্ত্র
☼ ট্রাম্প সর্বশেষ ওবামা আমলের যে চুক্তি বাতিল করেছেন = ইরান চুক্তি
☼ ২০১৫ সালে ইরানের সাথে সম্পাদিত পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে যায় = যুক্তরাষ্ট্র, ৮মে ২০১৮
☼ এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাবার ফলে ইরান এখন আবার = পারমাণিবক অস্ত্র বা বোমা তৈরি করতে পারবে
☼ যুক্তরাষ্ট্র ইরানের সাথে পরমাণু চুক্তি থেকে বের হওয়ার পরপরই যুদ্ধ শুরু হয় = ইসরায়েল ও ইরানের মধ্যে
☼ ইরান ও ইসরায়েলের সেনাদের হামলা শুরু হয় = গোলান মালভূমিতে
☼ চীনের বৃহত্তম ই-কমার্স সাইট = আলিবাবা
☼ সম্প্রতি আলিবাবা ৫০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে কিনে নিয়েছে পাকিস্তানের ই-কমার্স সাইট = দারাজারকে
☼ এশীয় উন্নয়ন ব্যাংকের ( এডিবি) ৫১তম বার্ষিক সম্মেলন হয় = ফিলিপাইনের ম্যানিলায়, ৫ মে ২০১৮
☼ সম্প্রতি ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা খাতে সহযোগিতা চুক্তি হয় = ৪টি; (ভারত ৫০০ কোটি ডলার ঋণ দিয়েছে)
☼ পরিবেশ সুরক্ষায় একটি বৈশ্বিক চুক্তি করতে যাচ্ছে = জাতিসংঘ (যার বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র)
☼ কেমব্রিজ অ্যানালিটিকা = একটি ব্রিটিশ রাজনৈতিক প্রতিষ্ঠান, যা ২০১৬ সালের মার্কিন নির্বাচনের সময় ৮ কোটি ৭০ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেয় (প্রতিষ্ঠানটি সম্প্রতি বন্ধ ঘোষণা করা হয়েছে)
☼ উ. কোরিয়াকে একতরফাভাবে পরমানু নিরস্ত্রীকরণের জন্য যুক্তরাষ্ট্র প্রয়োগ করতে চায় = লিবিয়া মডেল (উ. কোরিয়া মানবে না)
☼ কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের সাথে ও উ. কোরিয়ার সাথে আলোচনা চালাচ্ছে = চীন
☼ ট্রাম্প ও কিম জং উনের ঐতিহাসিক বৈঠক তারিখ নির্ধারণ করা হয়েছে = ১২ জুন ২০১৮, সিঙ্গাপুরে (মধ্যস্থতাকারী দ. কোরিয়া)
☼ ১২ জুন ট্রাম্প কিমের অনুষ্ঠেয় বৈঠক বাতিল করেছেন = ডোনাল্ড ট্রাম্প
☼ ১২ জুনের বৈঠক না হওয়ায় পুনরায় পরমাণু শক্তি প্রদর্শন করা শুরু করবে = উ. কোরিয়া
☼ যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ১২ জুনের বৈঠক বাতিল হওয়ার ফলে চরম বিরোধ সম্পর্ক হতে পারে = চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে
☼ তৃতীয়বারের মতো লেবাননের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন = সাদ হারিরি (রাজনৈতিক দলঃ ফিউচার মুভমেন্ট পার্টি)
☼ সম্প্রতি যৌন কেলেঙ্কারির দায়ে আত্মসমর্থন করেন = হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভি ওয়াইনস্টিন
☼ হ্যাশট্যাগ মি টু = হলিউডের প্রযোজক হার্ভি ওয়াইনস্টিন-এর যৌন কেলেঙ্কারিতে বিশ্ব ব্যাপী গড়ে ওঠা যৌন নিপীড়নবিরোধী আন্দোলন
☼ চীনের সাথে যুক্তরাষ্ট্রের এখন দুটো বিরোধ চলছে = এক. দক্ষিণ চীন সাগর, দুই. বাণিজ্য যুদ্ধ
☼ ইউরোপের প্রথম শহর হিসেবে ডিজেলচালিত গাড়ি নিষিদ্ধ করছে = হামবুর্গ
☼ রাশিয়া থেকে অস্ত্র কেনা নিয়ে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে = যুক্তরাষ্ট্র
☼ ইউএসএস মিলিয়াস = যুক্তরাষ্ট্রের তৈরী একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ
☼ বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ২০২৫ সাল পর্যন্ত মেয়াদে আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন = ভেনিজুয়েলার নিকোলাস মাদুরো
☼ সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন = এবি ডি ভিলিয়ার্স
☼ আইপিএল-২০১৮ চ্যাম্পিয়ন = চেন্নাই সুপার কিংস

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১