OrdinaryITPostAd

নবম-দশম শ্রেণি ইতিহাস ১০০% সাজেশন-৩।।ছাত্রনেটওয়ার্ক।।

  


61.‘জিরন্ডিনকারা ছিলেন?

উঃ- ফ্রান্সের আইনসভার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হল। জিরন্ডিন দল ফ্রান্সের জিরন্ড প্রদেশ থেকে এর অধিকাংশ সদস্যরা এসেছিলেন বলে এইদলজিরভিন দল নামে পরিচিত ছিল। জিরন্ড প্রদেশ থেকে আগত দলের সদস্যরাই জিরন্ডিননামে পরিচিত। জিরন্ডিনরা বামপন্যায় বিশ্বাসী হলেও জেকোবিনদের মতো উগ্র ছিলেন না।

 

62.সন্ত্রাসের শাসনের দুজন পরিচালকের নাম লেখো।

 

উঃ- সন্ত্রাসের শাসনের অন্যতম দুজন পরিচালক ছিলেন রোবসপিয়র এবং দাঁতো।

 

সন্ত্রাসের শাসনের প্রধান অঙ্গগুলির নাম লেখো।

 

উঃ-সন্ত্রাসের শাসনের প্রধান অঙ্গগুলি ছিল— 1.জননিরাপত্তা কমিটি, 2. সাধারণ নিরাপত্তা কমিটি, 3.সন্দেহের আইন,4. বিপ্লবী আদালত এবং 5. গিলোটিন যন্ত্র।

 

63.সংবিধান সভা (Constituent Assembly)-কে কেন্দ্র করে জেকোবিন জিরন্ডিনদের মধ্যে কী কারণে সংঘাত বাধে?

 

উঃ- ফ্রান্সের সংবিধান সভার অধিবেশন চলাকালীন জেকোবিন সম্প্রদায়ের সদস্যরা সম্প্রদায়ভিত্তিক অগণতান্ত্রিক ভোটের বিরোধিতা করে মাথাপিছু ভোটের অধিকার দাবি করতে থাকে। কিন্তু নরমপন্থী বুর্জোয়ারা অর্থাৎ জিরন্ডিস্টরা সেই দাবি নস্যাৎ করে দেয়। অতঃপর জেকোবিনরা দাবি করে যে, বিপ্লব শেষ হয়নি, বিপ্লব চলতে থাকবে। কিন্তু জিরন্ডিস্টরা দাবি করে, বিপ্লব শেষ হয়ে গেছে। এইভাবে সংবিধান সভায় জেকোবিন জিরন্ডিন দল পরস্পরের বিরোধিতা করায় সংঘাত অনিবার্য হয়ে ওঠে।

 

64.কারা, কবে ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে?

 

উঃ-ফ্রান্সের জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন ফরাসি রাজতন্ত্রের উচ্ছেদ ঘটিয়ে ১৭৯২ খ্রিস্টাব্দের ২২ সেপ্টেম্বর ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে।

 

65.জেকোবিন শাসনকে সন্ত্রাসের শাসনবলা হয় কেন?

 

উঃ-জেকোবিনরা ১৭৯৩ খ্রিস্টাব্দের জুন মাস থেকে ১৭৯৪ খ্রিস্টাব্দের জুলাই মাস পর্যন্ত সময়ে বৈদেশিক আক্রমণ প্রতিরোধ এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দমন করার জন্য ফ্রান্সে এক কঠোর শাসন প্রবর্তন করেছিলেন। এই শাসনে বহু মানুষকে প্রাণ দিতে হয়েছিল। সেইজন্য এই শাসনকেসন্ত্রাসের শাসনবলা হয়।

 

 

66.সন্ত্রাসের রাজত্ববলতে কী বোঝায়?

 

উঃ- রাজা ষোড়শ লুইয়ের প্রাণদণ্ডের ফলে ফ্রান্সে অভ্যন্তরীণ বৈদেশিক ক্ষেত্রে এক ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছিল। দেশের অভ্যন্তরে খাদ্যাভাব অর্থাভাবে চরম সংকট তৈরি হয় এবং জনগণ প্রজাতান্ত্রিক সরকারের বিরোধিতা করে। অপরদিকে ইউরোপের দেশগুলি ফ্রান্সকে আক্রমণ করতে সচেষ্ট হয়। এই অবস্থায় জেকোবিন দল ফ্রান্সের জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য ভীতি প্রদর্শনের মাধ্যমে যে শাসনব্যবস্থা প্রবর্তন করে, তাকে সন্ত্রাসের শাসনবলা হয়।সন্ত্রাসের শাসনের প্রধান পরিচালক ছিলেন রোবসপিয়র।

 

67.জননিরাপত্তা কমিটি কেন গঠিত হয়?

 

উঃ- ফ্রান্সে কনভেনশনের শাসনকালে একই সঙ্গে বৈদেশিক আক্রমণ অভ্যন্তরীণ রাজনৈতিক বিদ্রোহ শুরু হয়। এই অবস্থায় নবগঠিত ফ্রান্সের প্রজাতন্ত্রকে রক্ষা করার জন্য জেকোবিন দল জননিরাপত্তা কমিটি গঠন করে।

 

সন্দেহের আইনবলতে কী বোঝো ?

 

উঃ-ফ্রান্সে সন্ত্রাসের শাসন চলাকালীন এক বিশেষ ধরনের আইন প্রচলিত হয়। এই আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে কেবলমাত্র সন্দেহের ভিত্তিতে গ্রেফতার এবং বিনা বিচারেশাস্তি প্রদান করা যেত। এই আইনই সন্দেহের আইননামে পরিচিত।

 

68.রোবসপিয়রের ক্ষমতা থেকে অপসারণকে থামিডোরীয় প্রতিক্রিয়া বলা হয় কেন?

 

উঃ-ফ্রান্সের নতুন বিপ্লবী বর্ষপঞ্জী অনুসারে ১৭৯৪ খ্রিস্টাব্দের থার্মিডোর (২৭ সেপ্টেম্বর) রোবসপিয়র ক্ষমতাচ্যুত হয়েছিলেন। থার্মিডোর মাসে এই ঘটনাটি ঘটে বলে একেথার্মিডোরীয় প্রতিক্রিয়া বলা হয়।

 

69.ফ্রান্সে কোন্ ঘটনাকে ‘Dictatorship of the Distress বলা হয় এবং কেন?

 

উঃ- ফ্রান্সে সন্ত্রাসবাদী শাসনকালকে ‘Dictatorship of the Distress' বলা হয়। কারণ : বৈদেশিক আক্রমণ এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দমনের জন্য এসময় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বলে সন্ত্রাসের শাসনকালকে ‘Dictatorship of the Distress' বলে অভিহিত করা হয়।

 

70.রোবসপিয়র কে ছিলেন?

 

উঃ- রোবসপিয়র ছিলেন ফ্রান্সে জেকোবিন দলের নেতা এবং সন্ত্রাসের রাজত্বের প্রধান পরিচালক। তিনি ফ্রান্সে মহাসন্ত্রাসশুরু করেছিলেন। ১৭৯৪ খ্রিস্টাব্দের ২৮ জুলাই গিলোটিনে তাকে হত্যা করার সঙ্গে সঙ্গে ফ্রান্সে সন্ত্রাসের শাসনের অবসান হয়।

 

 

 

71.লাল সন্ত্রাস’ (Red Terror) বলতে কী বোঝো ?

 

উঃ-জেকোবিন দলের পরিচালনায় এবং রোবসপিয়রের নেতৃত্বে  ১৭৯৩ খ্রিস্টাব্দের জুন থেকে ১৭৯৪ খ্রিস্টাব্দের ২৭ জুলাই পর্যন্ত ফ্রান্সে যে নৃশংস সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল, তাকে লাল সন্ত্রাসবলা হত। ফ্রান্সে সন্ত্রাসের প্রয়োজন ফুরিয়ে গেলেও রোবসপিয়র সন্ত্রাসের রাজত্ব চালিয়ে যান।

 

72. ‘শ্বেত সন্ত্রাস’ (White Terror) বলতে কী বোঝো?

 

উঃ-ফ্রান্সের বেকার, ভবঘুরে মানুষ রোবসপিয়রের ভয়াবহলাল সন্ত্রাসের বিরুদ্ধে জোকোবিনদের হত্যা করতে শুরু করে। এই ঘটনাশ্বেত সন্ত্রাসনামে পরিচিত।

 

73.ফরাসি বিপ্লবের ফলে কীভাবে সাম্য প্রতিষ্ঠিত হয়েছিল?

 

উঃ-ফরাসি বিপ্লব মানব ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়। নবজাগরণ যে মানবতাবাদের প্রচার করেছিল, তার সার্থক রূপায়ণ। হয় ফরাসি বিপ্লবে। ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিলসাম্য, মৈত্রী স্বাধীনতা। এই বিপ্লব ফ্রান্সের জনগণকে রাজনৈতিক সামাজিক সাম্য প্রদান করেছিল।ফরাসি বিপ্লব সম্পর্কিত একটি বিখ্যাত চিত্র রাজনৈতিক সাম্য : পুরাতনতন্ত্রের অবসানের সঙ্গে সঙ্গে সাম্যের আদর্শ ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক ক্ষেত্রে ভোটাধিকার, সংবাদপত্রের অধিকার এবং সভাসমিতির অধিকার স্বীকৃত হয়।  সামাজিক সাম্য : যাজক অভিজাত শ্রেণির বিশেষ সুযোগসুবিধা সাফপ্রথার অবলুপ্তি ঘটলে সামাজিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত হয়। এমনকি ধর্মীয় ক্ষেত্রেও বৈষম্য দূরীভূত হয়।

 

74.গিলোটিনকী ? কে এটি আবিষ্কার করেন?

 

উঃ- গিলোটিন হল ফ্রান্সের সন্ত্রাসের শাসনে ব্যবহৃত শিরচ্ছেদ করার একটি যন্ত্র।গিলোটিনের আবিষ্কারক হলেন . গিলোটিন।

 

75.ফ্রান্সে সন্ত্রাসের শাসনের অবসান কীভাবে ঘটেছিল?

 

উঃ- ফ্রান্সে জোকোবিন দল ১৭৯৩ খ্রিস্টাব্দের জুন থেকে ১৭৯৪ খ্রিস্টাব্দের জুলাই মাস পর্যন্ত সন্ত্রাসের রাজত্ব চালিয়েছিল। তবে এই রাজত্বের শেষদিকে রোবসপিয়রের জনসমর্থন কমে আসার পাশাপাশি জাতীয় কনভেনশনের অভ্যন্তরেই বিরোধ দেখা দেয়। এমতাবস্থায় কনভেনশনের দক্ষিণপন্থী সাধারণ সদস্যরা রোবসপিয়র তার অনুগামীদের গিলোটিনে হত্যা করে সন্ত্রাসের শাসনের অবসান ঘটায়।

 

76.ফরাসি বিপ্লবের কটি আদর্শ কী কী ? অথবা, ফরাসি বিপ্লবের মূল আদর্শ কী?

 

উঃ- ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ ছিল। এগুলি হলসাম্য, মৈত্রী স্বাধীনতা অর্থাৎ জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ এবং ব্যক্তিস্বাধীনতা।

 

77.প্রাক্-বিপ্লব পর্বে ইউরোপের কোন দুটি ঘটনা ফরাসি বিপ্লবে অনুপ্রেরণা জাগিয়েছিল?

 

উঃ-প্রাক্-বিপ্লব পর্বে ইউরোপের যে দুটি ঘটনা ফরাসি বিপ্লবে অনুপ্রেরণা জুগিয়েছিল, সেগুলি হলইংল্যান্ডের গৌরবময় বিপ্লব এবং আমেরিকার স্বাধীনতা যুদ্ধ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১