OrdinaryITPostAd

১০ম শ্রেণির ৭০ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণি হলো (বোর্ড প্রশ্নপত্র -সমাধান)

 


1) ১০ম শ্রেণির ৭০ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণি হলো-

শ্রেণি ব্যাপ্তি ৫০-৫৪ ৫৫-৫৯ ৬০-৬৪ ৬৫-৬৯ ৭০-৭৪
গণসংখ্যা ১২ ১৮ ২৪

ক) প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখ ও বিবৃত কর।
খ) প্রদত্ত উপাত্ত হতে গড় নির্ণয় কর।
গ) প্রদত্ত উপাত্ত হতে অজিভ রেখা আঁক।
সমাধানঃ

ক) প্রচুরক নির্ণয়ের সূত্রটি হলো-

প্রচুরক
যেখানে, প্রচুরক শ্রেণির অর্থাৎ যে শ্রেণি ব্যাপ্তিতে প্রচুরক অবস্থিত এর নিম্নসীমা
প্রচুরক শ্রেণির গণসংখ্যা পূর্ববর্তী শ্রেণির গণসংখ্যা
প্রচুরক শ্রেণির গণসংখ্যা পরবর্তী শ্রেণির গণসংখ্যা
এবং শ্রেণি ব্যাপ্তি।

খ) উদ্দীপকের উপাত্ত থেকে গড় বা গাণিতিক গড় নির্ণয়ের সারণি নিম্নরূপ-

শ্রেণি ব্যাপ্তি & মধ্যমান & গণসংখ্যা & মধ্যমান
গণসংখ্যা




৫০-৫৪ ৫২ ৩৬৪
৫৫-৫৯ ৫৭ ১২ ৬৮৪
৬০-৬৪ ৬২ ১৮ ১১১৬
৬৫-৬৯ ৬৭ ২৪ ১৬০৮
৭০-৭৪ ৭২ ৬৪৮


৭০
৪৪২০

গাণিতিক গড়, ৬৩.১৪ (প্রায়)
অতএব, নির্ণেয় গাণিতিক গড় ৬৩.১৪ (প্রায়)।

গ) উদ্দীপকের উপাত্ত থেকে অজিভ রেখা অঙ্কনের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণি হলো-

শ্রেণি ব্যাপ্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা
৫০-৫৪
৫৫-৫৯ ১২ ৭+১২=১৯
৬০-৬৪ ১৮ ১৯+১৮=৩৭
৬৫-৬৯ ২৪ ৩৭+২৪=৬১
৭০-৭৪ ৬১+৯=৭০


-অক্ষ বরাবর ছক কাগজের এক ঘরকে শ্রেণি ব্যাপ্তির উচ্চসীমার এক একক এবং -অক্ষ বরাবর ছক কাগজের এক ঘরকে ক্রমযোজিত গণসংখ্যার দুই একক ধরে প্রদত্ত উপাত্তের ক্রমযোজিত গণসংখ্যার অজিভ রেখা আঁকা হলো। এখানে, ০ থেকে ৪৯ পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে।

 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১