OrdinaryITPostAd

SEO শিখুন, অনলাইনে আর্ন করুন ” এর ধারাবাহিক পর্বের দ্বিতীয় পর্ব

 


কেমন আছেন সবাই? ভালো তো ? “ SEO শিখুন, অনলাইনে আর্ন করুন ” এর ধারাবাহিক পর্বের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ মিজানুর রহমান। আজকের পর্ব শুরু করার আগে গত পর্বের টপিকগুলো একটু দেখে নিই।

  • SEO কি?
  • SEO কেন করা হয়?
  • SEO এর প্রকারভেদ (এই প্রকারভেদে আরও অনেকগুলো প্রকারভেদ ছিল)

এইগুলোই ছিল আমাদের প্রথম পর্বের আলোচ্য। আজকের পর্ব পড়ার আগে গত পর্বটি একটু পড়ে নিবেন। যাতে এই পর্বটি আপনার বুঝতে সুবিধা হয়।

এখন আশা যাক আজকের মূল আলোচনায়। আজকের এই পর্বে আমরা আলোচনা করব SEO এর সাথে সম্পর্কিত কিছু বিষয় নিয়ে। যেগুলোকে বলা হয় “ Technical Terms Of SEO ”. এই Technical Terms Of SEO – তে যে সকল বিষয়গুলো আছে তা যদি আপনি আগে থেকে জেনে নেন তাহলে আপনাকে এসইও এর মূল আলোচনা বুঝতে সাহায্য করবে। এই Technical Terms গুলো বীজগণিতের সুত্রের মত কাজ করবে। কারণ বীজগণিত এর অংকগুলো করার আগে আপনাকে অবশ্যই কিছু সুত্র জেনে রাখতে হয় অন্যথায় সমস্যায় পড়তে হয়। তাই আমাদেরও এসইও শিখার আগে এই Technical Terms গুলো জেনে নিতে হবে।

অনেকগুলো Technical Terms আছে এসইও এর জন্য এর মধ্য থেকে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বেশ কয়েকটি Technical Terms নিয়ে।

১। Search Engine (SE)

যারা ইন্টারনেট ব্যবহার করতে জানেন তাদের আশা করি তাদেরকে নতুন করে সার্চ ইঞ্জিন এর সাথে পরিচয় করিয়ে দিতে হবে না। তার পরেও বলি সার্চ ইঞ্জিন হল এমন একটি মাধ্যম যেটা আপনাকে আপনার কাঙ্কিত ফলাফল প্রদান করবে। এই সার্চ ইঞ্জিনকে সংক্ষেপে SE বলা হয়। এর জন্য দরকার শুধু কি জানতে চাইছেন তা লিখে দেওয়ার। এর জন্য আপনি প্রথমে Google.com (এছাড়াও আরও অনেক SE আছে) এ যাবেন তারপর

নিচের ছবিটি দেখুন

 


লাল দাগ দেখানো ঘরে আপনি যা জানতে চান তা লিখে দিন তারপর আপনাকে সার্চ ইঞ্জিন কিছু রেজাল্ট দেখাবে। এভাবে আপনি সার্চ ইঞ্জিন ব্যবহার করবেন।

Google এর পাশাপাশি আরও কিছু বিখ্যাত সার্চ ইঞ্জিন আছে। যেমন – Yahoo.com, Bing.com, Ask.com ইত্যাদি।

বিশ্বের নাম করা ৫০টি সার্চ ইঞ্জিনের সাথে পরিচিত হতে এই লিঙ্কে দেখুন।

Robot / Bot / Spider Crawler

এখানে যেটা Robot সেটাই হল Bot, Spider আর Crowler . এক কথায় একই অর্থে ভিন্ন নাম। এই Bot এর কাজ হল আপনার সার্চ করা তথ্য খুঁজে এনে দেয়া। মূল কথা হল আপনি যখন কোন কিছু সার্চ বক্সে লিখে সার্চ করেন তখন এই Bot বা Spider কয়েক সেকেন্ডের মধ্যেই খুঁজে বের করে এনে আপনার সামনে হাজির করবে। এখন কথা হল এই Bot কিভাবে কাজ করে? হ্যাঁ আপনি একজন এসইও এক্সপার্ট এই বিষয়টি আপনার জানা দরকার।

আপনি যখন সার্চ বক্সে কোন কিছু লিখে সার্চ করেন তখন এই Bot বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করে ওখানকার সব পেইজের তথ্যগুলো পড়ে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার সামনে হাজির করে। এভাবেই Bot কাজ করে থাকে। এই Bot এর সাথে আরও অনেক বিষয় আছে যা পরবর্তিতে আলোচনা করব।

 

৩। Crawling

আশা করি এর মধ্যেই এই Crawling সম্পর্কে কিছুটা আইডিয়া করতে পারছেন। এই Crawling হল যখন আপনি কোন কিছু সার্চ করেন তখন Bot যে কাজটা করে তাই হল Crawling. মূলত Bot ক্রাউলিং করার মাধ্যমে রেজাল্ট দেখায় আপনার সামনে।

 

৪। Link / Domain / Web Address / URL

এখন আলোচনা করব এই Link / Domain / Web Address / URL নিয়ে। আশা করি এই বিষয়টি নিয়েও আপনি অবগত আছেন। তারপরেও যারা জানেন না তাদের জন্যে বলছি। এখানে Link / Domain / Web Address / URL সবগুলোই এক কথা। আমরা ব্রাউজারে (Mozilla, Opera Mini, Google Chrome ইত্যাদি) Address বারে যে www.example.com (উদাহরন হিসেবে) লিখি তাই হল Link / Domain / Web Address / URL। এখানে URL এর পূর্ন অর্থ হল Uniform Resource Locator.

নিচের ছবিটি দেখুন



৫। Sub domain

অনেক সময় দেখবেন মূল Domain এর সাথে আরও অতিরিক্ত কিছু লিখা থাকে। এই অতিরিক্ত কিছু লেখাকেই Sub domain বলা হয়। এই Sub domain মূলত .com এর আগে থাকে। একটা উদাহরণের সাহায্যে বুঝানো যাক।

# http://www.facebook.com (এখানে Sub Domain নেই)

# http://www.facebook.wordpress.com (এখানে Sub domain হল wordpress)

এই ধরনের আরও অনেক Sub Domain দেখা যায়। যেমন weebly, blogspot, joomla ইত্যাদি।

৬। Home Page / Main Page

আমাদের মধ্যে যারা Facebook ব্যবহার করতে জানি তারা তাদের আশা করি এই টপিকটি জানা। কোনটা হোম পেইজ আর কোনটা কি। তার পরেও বলছি। আমরা যখন http://www.facebook .com লিখে ফেসবুকে প্রবেশ করি তখন যে পেইজটা দেখায় তাই হল হোম পেইজ। আর আমি যদি আমার প্রোফাইলে যাওয়ার জন্যে আমার নামে ক্লিক করি তখন Address Bar এ দেখবেন http://www.facebook.com এর পর আরও কিছু আছে। যেমন http://www.facebook.com/username

এক কথায় যদি ডট কম এর পর কোন কিছু না থাকে তবে বুঝতে হবে আপনি হোম পেইজে আছেন অন্যথায় না।

 আরো পড়ুনঃ

 

১। কিভাবে নিজের একটি Android অ্যাপ তৈরি করবেন? 

২।ছাত্রদের জন্য অনলাইনে আয় করার সেরা কিছু উপায় 

৩।ফ্রি অনলাইন প্রুফরিডিং টুলস যা গ্রামার ও বানান চেক করার জন্যে ব্যবহার করা হয়

৪। ডায়নামিক রাউটিং (OSPF) কি এবং কিভাবে কাজ করে জানুন

৭। Keyword

এসইও এর সকল টপিকের মধ্যে এই Keyword টপিকটি খুব গুরুতপুর্ন। এসইও এর সকল কাজ কিওয়ার্ডের উপর নির্ভর করে। সঠিক Keyword নির্বাচন করতে না পারলে এসইও করা কষ্ট হয়ে যায়।

এখন কথা হল এই Keyword কি? আমরা যখন কোন কিছুর তথ্য জানার জন্যে সার্চ ইঞ্জিনে কোন কিছু লিখে সার্চ করি তখন ঐ লেখা word গুলোকেই Keyword বলা হয়।

নিচের ছবিটি দেখুন


কীওয়ার্ড আবার দুই ধরণের। যেমন

1.   Short Keyword (দুইয়ের কম)

2.   Long Tail Keyword (দুইটা থেকে তার উপরে)

Short Keyword

যদি কীওয়ার্ড দুইটা শব্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে তবে তাকে Short Keyword বলা হয়। যেমন Online Earning, Lear SEO ইত্যাদি

Long Tail Keyword

যদি কীওয়ার্ড দুইটার অধিক হয় তবে তাকে বলা হয় Long Tail Keyword. এটি হতে পারে তিনটি, চারটি কিংবা তার চেয়েও বেশি। যেমন Online Earning By SEO, Education In London ইত্যাদি।

এই কীওয়ার্ড নিয়ে পরে আরও আলোচনা করা হবে। এগুলো সংক্ষেপে পরিচয় করিয়ে দিলাম মাত্র।

৮। SERPs

এই SERPs এর সম্পুর্ন অর্থ হল Search Engine Result Pages. আপনি নিশ্চই সম্পুর্ন অর্থ থেকে কিছুটা আইডিয়া করতে পারছেন। এই SERPs এর মানে হল সার্চ ইঞ্জিনে যে রেজাল্ট দেখায় তাই। যখন আমরা সার্চ ইঞ্জিনে কোন কিছু সার্চ করি তখন অনেকগুলো রেজাল্ট দেখায়। সাধারণত প্রতিটি পেইজে ১০টি করে রেজাল্ট দেখায়। এভাবে অনেকগুলো পেইজ থাকতে পারে।

নিচের ছবিটি দেখুন


এখানে দেখতে পাচ্ছেন যে ১০টি পেইজ আছে এবং এক পেইজে ১০টি করে রেজাল্ট শো করছে। পুরো এই বিষয়কেই বলা হয় SERPs.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১