OrdinaryITPostAd

নতুন জিমেইল একাউন্ট আইডি কিভাবে খুলবেন?(Creat a new Gmail account)


 


আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনি আপনার মোবাইলের সাহায্যে একটি নতুন জিমেইল একাউন্ট আইডি কিভাবে খুলতে পারবেন একদম খুব সহজ পদ্ধতিতে।

ফ্রেন্ডস জিমেইল অ্যাকাউন্ট কিন্তু আমাদের অনেকটা কাজে লাগে অর্থাৎ

  • আমরা যদি প্লে স্টোর ওপেন করতে চায়  এবং ইউটিউব করতে গেলে
  •  কিংবা একটি জিমেইল একাউন্ট সাধারণত কাউকে ইমেইল যদি পাঠাতে হয় তাহলে কিন্তু আপনাকে একটি জিমেইল আইডি তৈরি করতে।
  •  এছাড়াও গুগল ফটোজ কিংবা আরো অনেকগুলি কিন্তু প্রোডাক্ট আছে যেগুলি আপনি এই জিমেইল একাউন্ট ছাড়া Use করতে পারবেন।
  •  এবং এছাড়াও কিন্তু অনেক এমন জায়গায় আমাদের এ জিমেইল এড্রেস বা ইমেইল একাউন্ট সেখানে দেওয়া লাগে।

New Gmail Account Kivabe Khulbo

নতুন জিমেইল একাউন্ট এর জন্য প্রথমে আপনাকে প্রথমে প্লে স্টোর ( Play Store ) টা ওপেন করে নেবেন এবং এখান থেকে খুব সহজেই আপনি আপনার Gmail Account টি ক্রিয়েট করতে পারবেন।

 তার জন্য আপনি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো প্লে স্টোর ওপেন করার পরে এখানে আপনাকে দেখবেন এরকম এর একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাকে।

1. Create Account এর উপর ক্লিক করবেন।

2. For Myself সিলেক্ট করবেন।

new gmail account kivabe khulbo? নতুন জিমেইল একাউন্ট খুলব কিভাবে?



3. তারপর এখানে আপনার নিজের Frirst Name এবং Last Name লিখবেন নেক্সট করে দেবেন।

4. এবার 4 নাম্বারে ফটোতে এখানে আপনার জন্ম তারিখ এবং জেন্ডার লিখবেন নেক্সট করে দেবেন।


new gmail account kivabe khulbo? নতুন জিমেইল একাউন্ট খুলব কিভাবে?


5. এখানে যে নামে আপনার ই-মেইল এড্রেসটি রাখতে চান সেটি লিখুন।

যদি নিচে এরকম লাল কালারের কিছু টেক্সট আপনি দেখতে পান এরর মেসেজ এর তাহলে বুঝতে হবে যে এই নামের জিমেইল এড্রেস অন্য কেউ ক্রিয়েট করেছে বা ব্যবহার করছে।

 এর জন্য আপনাকে একদম ইউনিক নাম পছন্দ করতে হবে একদম আলাদা রাখতে হবে।
 এজন্য আপনি এরপরে কিছু আপনার নামের পরে কিছু সংখ্যা এড করবেন যেমন-- momin0000111 লিখে দেবেন।

6. দেখবেন এইরকম যখন কোনো রকমের লাল কালারের কিছু দেখাবে না তারমানে সেই নামটি একদম আলাদা Unique এর পরে নেক্সট করে দেবেন



new gmail account kivabe khulbo

7. এবার এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে যে Passwordটি রাখতে চান সেটা এখানে লিখে দেবেন।
এমন আপনাকে পাসওয়ার্ড দিতে হবে যার মধ্যে শব্দ সংখ্যা এবং সিম্বল থাকতে হবে ex-- mominsk1234###
তারপর নেক্সট।

8. YES I AM click করবেন।



9. এরপর দেখবেন এখানে আপনার জিমেইল এড্রেসটি ক্রিয়েট হয়ে গেছে
এরপর নেক্সট এর বাটনে ক্লিক করে দেবেন।

10.  এবং এর পরের পেজে I Agree এই BUTTON উপর ক্লিক করলেই আপনার জিমেইল এড্রেস টি সম্পূর্ণভাবে CREATE হয়ে যাবে।


new gmail account kivabe khulbo



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১