OrdinaryITPostAd

ক্যাটারিং (খাদ্য সরবরাহ ব্যবসা)

 

ক্যাটারিং ব্যবসা বলতে মূলত খাবার প্রস্তুত ও সরবরাহ ব্যবস্থাকে বুঝায়। খাদ্য সরবরাহকারী সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসে চুক্তির ভিত্তিতে প্রতিদিনের খাবার সরবরাহ করে। এ ব্যবসার মাধ্যমে নারীর কর্মসংস্থানের সুযোগ অনেক বেশি। কারণ বাড়িতে বসেই এই ব্যবসা পরিচালনা করা সম্ভব। তবে শহরাঞ্চলেই বিশেষ করে থানা, জেলা বা বিভাগীয় শহরে এই ব্যবসার সম্ভাবনা বেশি।

স্থান নির্বাচন

ক্যাটারিং বা খাদ্য সরবরাহ ব্যবসায় রান্না ও বণ্টনের জন্য জায়গার প্রয়োজন হয়। সাধারণত অফিস-আদালতের কাছাকাছি বা বিভিন্ন অনুষ্ঠান যে সব স্থানে হয় (কমিউনিটি সেন্টার, হল, ক্লাব) তার আশেপাশে রান্নার জন্য ২/১ কক্ষবিশিষ্ট একটা বাসা ভাড়া নিলে ভালো হয়। পুঁজি না থাকলে নিজের বাড়িতে রান্না করেই তা সরবরাহ করা সম্ভব।

বাজার সম্ভাবনা

এলাকার উপর ক্যাটারিং ব্যবসার বাজার নির্ভর করে। থানা বা জেলা শহরে একটা ক্যাটারিং ব্যবসা সাধারণত প্রতিদিন ৮০ থেকে ১০০ জনকে খাবার সরবরাহ করতে পারবে এবং বড় জেলা ও বিভাগীয় শহরে প্রতিদিন ১০০ থেকে ২০০ জনকে খাবার সরবরাহ করা সম্ভব। বিভিন্ন অনুষ্ঠানে খাবার সরবরাহ করেও আয় করা সম্ভব। এছাড়া বিভিন্ন ফাস্টফুড এর দোকান ও ডিপার্টমেন্টাল স্টোরে কেক, বিস্কুট, সিঙ্গারা, রোল, সমুচা ইত্যাদি সরবরাহ করে আয় বাড়ানো সম্ভব।

প্রয়োজনীয় মূলধন

ক্যাটারিং ব্যবসা শুরুর জন্য প্রয়োজনীয় স্থায়ী উপকরণ কিনতে প্রায় ২৭২০-৩১৭০ টাকার প্রয়োজন হবে। এছাড়া প্রতিদিন ১৫০ জনকে খাবার সরবরাহ করতে চাইলে বাজার খরচের জন্য ৩৮৬৮-৪০২৫ টাকার প্রয়োজন হবে। দোকানঘর, বিদ্যুৎ ভাড়া ইত্যাদির জন্য আলাদা টাকার প্রয়োজন হবে। যদি ব্যক্তিগত পূঁজি না থাকে তাহলে মূলধন সংগ্রহের জন্য নিকট আত্মীয়-স্বজন, ঋণদানকারী ব্যাংক বা বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) -এর সাথে যোগাযোগ করা যেতে পারে। এসব সরকারি, বেসরকারি ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) শর্ত সাপেক্ষে ঋণ দিয়ে থাকে।

ব্যাংকঃ

সোনালী ব্যাংকঃ http://www.sonalibank.com.bd/

জনতা ব্যাংকঃ http://www.janatabank-bd.com/

রূপালী ব্যাংকঃ http://www.rupalibank.org/rblnew/

অগ্রণী ব্যাংকঃ http://www.agranibank.org/

বাংলাদেশ কৃষি ব্যাংকঃ www.krishibank.org.bd/

এনজিও

আশাঃ http://asa.org.bd/

গ্রামীণ ব্যাংকঃ http://www.grameen-info.org/

ব্রাকঃ http://www.brac.net/

প্রশিকাঃ http://www.proshika.org/

আয় ও লাভের হিসাব

মোট খরচ

খরচের ক্ষেত্রআনুমানিক মূল্য (টাকা)
১৫০ প্যাকেট খাবারের জন্য প্রতিদিন বাজার খরচ৩৮৬৮-৪০২৫ টাকা
স্থায়ী উপকরণের অবচয় (ক্ষতি) বাবদ খরচ১০-১৫ টাকা
২ জনের মজুরি (১ দিনের)১০০-১২০ টাকা
পানি, গ্যাস ও বিদ্যুৎ খরচ১৫০-১৬০ টাকা
যাতায়াত ও অন্যান্য খরচ১৫০-১৮০ টাকা
মোট খরচ৪২৭৮৪৫০০ টাকা

আয়  লাভ

প্রতি প্যাকেট খাবার ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রয় করলে

১৫০ প্যাকেট বিক্রয় করে আয়৬০০০-৬৭৫০ টাকা
১৫০ প্যাকেট খাবার তৈরি খরচ৪২৭৮-৪৫০০ টাকা
লাভ১৭২২২২৫০ টাকা
বিনিয়োগ ও বিক্রয়ের উপর ব্যবসার লাভ-ক্ষতি ও আয় নির্ভর করে। অনেক সময় জিনিসপত্রের দাম উঠা-নামা করে। তাই এই ক্ষেত্রে হিসাব শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য।

 

প্রয়োজনীয় উপকরণ, পরিমাণ, মূল্য ও প্রাপ্তিস্থান

স্থায়ী উপকরণ

উপকরণপরিমাণআনুমানিক মূল্য (টাকা)প্রাপ্তিস্থান
হাড়ি/পাতিল৫টি৫০০-৫৫০তৈজসপত্রের দোকান
কড়াই২টি৩০০-৩৫০তৈজসপত্রের দোকান
গামলা২টি১০০-১২০তৈজসপত্রের দোকান
চামচ৩টি১৫০-১৮০তৈজসপত্রের দোকান
ঢাকনা৩টি১৫০-১৬০তৈজসপত্রের দোকান
বালতি২টি১২০-১৩০তৈজসপত্রের দোকান
বটি২টি২০০-২২০হার্ডওয়ারের দোকান
ছুরি২টি১০০-১২০হার্ডওয়ারের দোকান
চুলা২টি১০০-১২০হার্ডওয়ারের দোকান
বাক্স১০০টি৮০০-১০০০তৈজসপত্রের দোকান
ঝুড়ি২টি২০০-২২০তৈজসপত্রের দোকান
মোট =২৭২০৩১৭০ টাকা

 

কাঁচামাল (প্রতিদিন ১৫০ প্যাকেট খাবার তৈরির জন্য)

উপকরণপরিমাণআনুমানিক মূল্য (টাকা)প্রাপ্তিস্থান
চাল১০ কেজি৩৩০-৩৫০মুদি দোকান
ডাল২০ কেজি২২৮-২৩০মুদি দোকান
তেল২ কেজি ৫০০ গ্রাম২০০-২১০মুদি দোকান
মশলাপরিমাণ মতো১৫০-১৬০মুদি দোকান
মুরগী১৫টি২২০০-২২৫০কাঁচা বাজার
ডিম৫০টি২৬০-২৬৫মুদি দোকান
সবজি১০ কেজি১৫০-২০০শাক-সবজির বাজার
মাছ২ কেজি৩৫০-৩৬০মাছের বাজার
                                          মোট=৩৮৬৮৪০২৫ টাকা

 

ব্যবসা পরিচালনার নিয়ম

  • ক্যাটারিং সার্ভিস ব্যবসায়ীকে স্থানীয় অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখতে হয়। যদি খাবারের মান ভালো হয় এবং সঠিক দাম রাখা হয় তাহলে এসব প্রতিষ্ঠানের প্রতিদিনের খাবারের অর্ডার পাওয়া সহজে হবে।
  • প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার সরবরাহ করতে হবে।
  • কখনও খারাপ ও বাসী খাদ্য সরবরাহ করা উচিত নয়। টাটকা মাছ, মাংস, সবজি রান্না করতে হবে। ভালো মানের মসলা ব্যবহার করতে হবে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ভালো রান্না করতে হবে।
  • দোকানে যারা খাবার অর্ডার করতে আসবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহার পেলে অর্ডারকারী তাদের বিভিন্ন অনুষ্ঠানে একই জায়গায় খাবার অর্ডার করবে।
  • খাবার সরবরাহের ক্ষেত্রে পরিস্কার পরিচ্ছন্নতা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। যে সব পাত্রে রান্না করা হবে সেই পাত্রগুলো ভালো করে পরিস্কার করে নিতে হবে। মাছ, মাংস, চাল ডাল, সবজি রান্নার আগে ভালোভাবে পরিস্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পানি সরবরাহের ক্ষেত্রে সবসময় ফুটানো পানি সরবরাহ করতে হবে। রান্নার জায়গা ও তার আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
  • রান্নার জিনিসপত্র যেমন গামলা, বড় হাড়ি, পাতিল কয়টা করে আছে তার একটা তালিকা তৈরি করে রাখলে ভালো হয়। এছাড়া কতটি প্লেট, গ্লাস, জগ, বাটি ইত্যাদি খাবার পরিবেশনের দ্রব্যাদি আছে তার একটি তালিকা তৈরি করা থাকলে ক্রেতাদের চাহিদা বা প্রয়োজন অনুযায়ী দ্রব্যাদি ভাড়া দেয়ায় সুবিধা হবে এবং পরে হিসাব মিলিয়ে রাখা যাবে।

সাবধানতা

  • রান্না ও পরিবেশনের সব উপকরণ পরিস্কার রাখতে হবে।
  • বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করতে হবে।
  • টাটকা খাবার ও পরিস্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে।

প্রশিক্ষণ

ক্যাটারিং ব্যবসা পরিচালনার জন্য এ ব্যবসায় অভিজ্ঞ ব্যক্তির সহকারী হিসেবে কিছুদিন কাজ করলে ব্যবসার বিস্তারিত জানা যাবে এবং ব্যবসা পরিচালনা করা সহজ হবে। এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এ বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করে থাকে। এসব প্রতিষ্ঠান থেকে অর্থের বিনিময়ে স্বল্প মেয়াদী প্রশিক্ষণ নিলে আরও পরিকল্পিত উপায়ে ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে।

প্রশিক্ষন প্রদানকারী সংস্থা:

ব্রাকঃ http://www.brac.net/

যুব উন্নয়ন অধিদপ্তরঃ www.dyd.gov.bd

বিসিকঃ http://www.bscic.gov.bd/

মহিলা বিষয়ক অধিদপ্তরঃ http://www.dwa.gov.bd/

অল্প পুঁজি নিয়ে ক্যাটারিং বা খাদ্য সরবরাহের ব্যবসা যে কেউ শুরু করতে পারেন। বিশেষ করে রান্নার করায় আগ্রহী যে কোন নারী বা পুরুষ খাদ্য সরবরাহের ব্যবসা করে স্বাবলম্বী হতে পারেন।

তথ্য: তথ্য আপা প্রকল্প

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১