OrdinaryITPostAd

জিব্বেরেলিন কাকে বলে?জিব্বেরেলিন এর কাজ কি?

উদ্ভিদের পরিপক্ক বীজ, অঙ্কুরিত চারা, মুকুল, বীজপত্র, বর্ধিষ্ণু পাতা ইত্যাদি থেকে উৎপন্ন টারপিনয়েড জাতীয় যে জৈব অম্ল সমস্ত বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে, উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটাতে এবং ফুল ফোটাতে সাহায্য করে তাদের জিব্বেরেলিন বলে

 

জিব্বেরেলিন
  জিব্বেরেলিন হরমোন এর রাসায়নিক নাম

এই উদ্ভিদ হরমোন প্রধানত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। জিব্বেরেলিন হরমোন এর রাসায়নিক নাম জিব্বেরেলিক অ্যাসিড (Gibberellic acid বা GA)। এই জিব্বেরেলিক অ্যাসিড হলো বর্ণহীন ও গন্ধহীন জৈব অ্যাসিড। জিব্বেরেলিক অ্যাসিড GA1, GA2, GA3, GA4 ইত্যাদি রূপে পাওয়া যায়, এরমধ্যে বেশি কাজে লাগানো হয় GA3 -কে।

 ১) জিব্বেরেলিন হরমোন খর্বাকার উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। ২) জিব্বেরেলিন হরমোন সমস্ত রকম উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে। ৩) জিব্বেরেলিন হরমোন মুকুল এবং বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। ৪) এই উদ্ভিদ হরমোন উদ্ভিদের পাতা, ফুল ও ফলের আয়তন বৃদ্ধি এবং বীজ বিহীন ফল উৎপাদনে সাহায্য করে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১