OrdinaryITPostAd

Biology 2015 Board Mcq।।ছাত্রনেটওয়ার্ক।।

এইচএসসি জীববিজ্ঞান (বহুনির্বাচনি অভীক্ষা)

ঢাকা বোর্ড -২০১৫

সময়: ৩৫ মিনিট

প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান) বিষয় কোড : ১৭৮

পূর্ণমান: ৩৫

 
 
 
 
 

[দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক উত্তরের বৃত্তটি (⚫) বল পয়েন্ট কলম দ্বারা ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।]



১। Plasmodium malariae - এর স্বাভাবিক সুপ্তিকাল কতদিন?
(ক) ৮-১৫ (খ) ১১-১৬ (গ) ১২-২০ (ঘ) ১৮-৪০
সঠিক উত্তর: (ঘ) ১৮-৪০


২। এককোষী সচল শৈবাল হলো-
(ক) Navicula (খ) Chlorella (গ) Chlorococcus (ঘ) Chalamydomonas
সঠিক উত্তর: (ঘ) Chalamydomonas

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও ঃ
রহিম গ্রামে গিয়ে দেখল, কৃষকরা পাট কেটে তা পানিতে ডুবিয়ে রাখছে। কিছুদিন পর তুলে পাটকাঠি থেকে আঁশ ছাড়াতে লাগল। রহিমের মনে পড়লো এর পিছনে একটি অণুজীবের ভূমিকা রয়েছে।

৩। উদ্দীপকের অণুজীবটি আরো ভূমিকা রাখে-
i. ভিটামিন তৈরিতে
ii. জিন প্রকৌশলে
iii. তেল নিসরণে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৪। উদ্দীপকের অণুজীবটি ভাইরাস হতে ভিন্ন, কারণ-
(ক) আকারে অপেক্ষাকৃত ছোট (খ) জড় বৈশিষ্ট্য দেখায় (গ) অ্যামাইটোসিস ঘটায় (ঘ) কেলাসিত হয়
সঠিক উত্তর: (গ) অ্যামাইটোসিস ঘটায়


৫। Ulothrix- এর ক্লোরোপ্লাস্ট এর আকৃতি কোনটি?
(ক) পেয়ালা (খ) জালিকাকার (গ) সর্পিলাকার (ঘ) ফিতাকৃতি
সঠিক উত্তর: (ঘ) ফিতাকৃতি


৬। কোন ছত্রাকে Coenocytic মাইসেলিয়াম থাকে?
(ক) Penicillium (খ) Agaricus (গ) Aspergillus (ঘ) Mucor
সঠিক উত্তর: (ক) Penicillium


৭। কোরালয়েড মূলে বাস করে কোনটি?
(ক) Anabaena (খ) Ulothrix (গ) Clostridium (ঘ) Navicula
সঠিক উত্তর: (ক) Anabaena


৮। Poaceae গোত্রের-
(ক) পরাগধানী সর্বমুখ (খ) ফল ক্যাপসিউল (গ) পুষ্পবিন্যাস স্পাইক (ঘ) উদ্ভিদ গুল্মজাতীয়
সঠিক উত্তর: (ক) পরাগধানী সর্বমুখ


৯। চিত্রের অমরাবিন্যাস কোনটি?

(ক) শীর্ষক (খ) মূলীয় (গ) প্রান্তীয় (ঘ) গাত্রীয়
সঠিক উত্তর: (গ) প্রান্তীয়


১০। ভাজকটিস্যুর কোষসমূহ-
(ক) অবিভাজনক্ষম (খ) পুরুকোষ প্রাচীরবিশিষ্ট (গ) আন্তঃকোষীয় ফাঁকবিহীন (ঘ) সাইটোপ্লাজম স্বল্প
সঠিক উত্তর: (গ) আন্তঃকোষীয় ফাঁকবিহীন


১১। কোনটি আদিকোষী?
(ক) Riccia (খ) Ulothrix (গ) Mucor (ঘ) E.coli
সঠিক উত্তর: (ঘ) E.coli


১২। কোন অঙ্গাণুটির মাধ্যমে অটোফেগী ঘটে?
(ক) রাইবোসোম (খ) ইডিওসোম (গ) লাইসোজোম (ঘ) সেন্ট্রোজোম
সঠিক উত্তর: (গ) লাইসোজোম


১৩। সমাপ্তি কোডন হলো-
(ক) UUU (খ) AUU (গ) AUG (ঘ) UAA
সঠিক উত্তর: (ঘ) UAA


১৪। অপত্য ক্রোমোজোম মেরুমুখী হয়-
(ক) প্রোমেটাফেজে (খ) মেটাফেজে (গ) অ্যানাফেজে (ঘ) টেলোফেজে
সঠিক উত্তর: (গ) অ্যানাফেজে


১৫। বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোন উপ- ধাপে?
(ক) লেপ্টোটিন (খ) জাইগোটিন (গ) প্যাকাইটিন (ঘ) ডিপ্লোটিন
সঠিক উত্তর: (খ) জাইগোটিন

নিচের চিত্র হতে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাওঃ


১৬। উদ্দীপক চিত্রের মাধ্যমে কোন ধরনের প্রজনন ঘটে?
(ক) কৃত্রিম প্রজনন (খ) স্বাভাবিক অঙ্গজ প্রজনন (গ) যৌন জনন (ঘ) দাবা ও চোখ কলম
সঠিক উত্তর: (খ) স্বাভাবিক অঙ্গজ প্রজনন


১৭। পর্ণকা- ও মূলের মাধ্যমে প্রজনন ঘটায়-
i. x
ii. y
iii. z
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) i ও iii


১৮। পেপটাইড বন্ধনী কোন যৌগে দেখা যায়?
(ক) কার্বোহাইড্রেট (খ) লিপিড (গ) প্রোটিন (ঘ) ভিটামিন
সঠিক উত্তর: (গ) প্রোটিন

নিচের চিত্রটি দেখ এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাওঃ


১৯। উদ্দীপকে রয়েছে-
i. α গ্লুকোজ
ii. গ্লাইকোসাইডিক লিংকেজ
iii. বিজারণ ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


২০। উদ্দীপকটি কোনটি গঠনে ভূমিকা রাখে?
(ক) কোষপ্রাচীর (খ) ক্লোরোপ্লাস্ট (গ) লাইসোজোম (ঘ) গলজি বস্তু
সঠিক উত্তর: (ক) কোষপ্রাচীর

নিচের উদ্দীপকটি পড় এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাওঃ
অনিক সুন্দরবনে বেড়াতে গেল। সেখানে সে গাছের গোড়ায় শিং- আকৃতির মূল দেখতে পেল।

২১। উদ্দীপকের উদ্ভিদের অভিযোজন বৈশিষ্ট্য কোনটি?
(ক) জরায়ুজ অঙ্কুরোদগম (খ) কাঁটায় পরিণত পাতা (গ) কিউটিকল পাতলা (ঘ) বৃহৎ বায়ুকুঠরী
সঠিক উত্তর: (ক) জরায়ুজ অঙ্কুরোদগম


২২। উদ্দীপক অঞ্চলের উদ্ভিদ কোনটি?
(ক) Dipterocarpus terbinatus (খ) Tectona grandis (গ) Shorea robusta (ঘ) Nipa fruticans
সঠিক উত্তর: (ঘ) Nipa fruticans


২৩। অরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক প্রাণী কোনটি?
(ক) ঘোড়া (খ) ঘড়িয়াল (গ) মহিষ (ঘ) টিয়া
সঠিক উত্তর: (খ) ঘড়িয়াল


২৪। বিলুপ্তপ্রায় উদ্ভিদ হলো-
i. Corypha taliera
ii. Knema bengalensis
iii. Shorea robusta
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


২৫। ইকোপার্ক কোনটি?
(ক) মধুপুর জাতীয় উদ্যান (খ) রেমাÑক্যালেঙ্গা (গ) টেকনাফ গেইম রেজার্ভ (ঘ) বাঁশখালী
সঠিক উত্তর: (ঘ) বাঁশখালী


২৬। কোথায় ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে?
(ক) বহিঃত্বকে (খ) অধঃত্বকে (গ) অন্তঃত্বকে (ঘ) পরিচক্রে
সঠিক উত্তর: (গ) অন্তঃত্বকে


২৭। C3-উদ্ভিদ হলো-
(ক) Saccharum officinarum (খ) Mangifera indica (গ) Oryza sativa (ঘ) Triticum aestivum
সঠিক উত্তর: (খ) Mangifera indica


২৮। কোনটি Biological coin ?
(ক) DNA (খ) RNA (গ) ATP (ঘ) NAD
সঠিক উত্তর: (গ) ATP

নিচের উদ্দীপকটি পড় এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাওঃ
রহিম বেগুন গাছের শীর্ষমুকুল এনে কৃত্রিম আবাদ মাধ্যমে আবাদ করলেন। কিছুদিন পর সেখানে অসংখ্য চারা সৃষ্টি হলো।

২৯। উল্লেখিত পদ্ধতিতে আরো ব্যবহৃত হতে পারে
i. পাপড়ি
ii. পরাগরেণু
iii. ডিম্বক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৩০। কৃত্রিম প্রজনন অপেক্ষা উদ্দীপক পদ্ধতি ভাল, কারণ, এটি-
(ক) নতুন প্রজাতি সৃষ্টি করে (খ) নতুন প্রকরণ তৈরি করে (গ) রোগমুক্ত চারা উৎপন্ন করে (ঘ) জিনের পরিবর্তন ঘটায়
সঠিক উত্তর: (গ) রোগমুক্ত চারা উৎপন্ন করে


৩১। কোন ধাপে NADPH2 জারিত হয়?
(ক) গ্লাইকোলাইসিস (খ) অ্যাসিটাইল কো-এ-সৃষ্টি (গ) ক্রেবস চক্র (ঘ) ইলেকট্রন প্রবাহ তন্ত্র
সঠিক উত্তর: (ঘ) ইলেকট্রন প্রবাহ তন্ত্র

নিচের উদ্দীপকের আলোকে ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাওঃ
লিভারওয়ার্টের একটি বিশেষ গণের ৪৫টি প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়, যার স্যাঁতসেঁতে মাটিতে, আর্দ্র প্রাচীরের গায়ে এমনকি নদীতীরের বালিতেও জন্মে থাকে।

৩২। উদ্দীপকের উদ্ভিদটির থ্যালাস-
i. মূল দ্বারা মাটির সাথে আটকে থাকে
ii. গ্যামিটোফাইটিক
iii. দ্ব্যাগ্র শাখাবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) ii ও iii


৩৩। উদ্দীপকের উদ্ভিদটির দুটি অঞ্চলের মধ্যে কোনটি সত্য?
(ক) আত্মিকরণ অঞ্চল ক্লোরোফিল যুক্ত
(খ) সঞ্চয়ী অঞ্চল স্টোমাটযুক্ত
(গ) আত্মিকরণ অঞ্চলে রাইজয়েড বিদ্যমান
(ঘ) সঞ্চয়ী অঞ্চল বায়ুকুঠরী যুক্ত
সঠিক উত্তর: (ক) আত্মিকরণ অঞ্চল ক্লোরোফিল যুক্ত


৩৪। নিষেকের পূর্বে কোনটিতে শস্য উৎপন্ন হয়?
(ক) মসে (খ) ফার্নে (গ) জিমনোস্পার্মে (ঘ) এনজিওস্পার্মে
সঠিক উত্তর: (গ) জিমনোস্পার্মে


৩৫। গর্ভযন্ত্রের উপাদান হলো-
(ক) নিউসেলাস (খ) সহকারী কোষ (গ) প্রতিপাদ কোষ (ঘ) গৌণকেন্দ্রিকা
সঠিক উত্তর: (খ) সহকারী কোষ








এইচএসসি জীববিজ্ঞান (বহুনির্বাচনি অভীক্ষা)

রাজশাহী বোর্ড-২০১৫

সময়: ৩৫ মিনিট

প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান) বিষয় কোড : ১৭৮

পূর্ণমান: ৩৫

[দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক উত্তরের বৃত্তটি (⚫) বল পয়েন্ট কলম দ্বারা ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।]



১। পাশাপাশি কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হলে তাকে বলে-
(ক) প্লাজমালেমা
(খ) প্লাজমোডেসমাটা
(গ) মাইসেলি
(ঘ) পিট মেমব্রেন
সঠিক উত্তর: (খ) প্লাজমোডেসমাটা


২। উপরের চিত্রে প্রদর্শিত অঙ্গাণুটির কাজ-
(ক) শর্করা সংশ্লেষণ
(খ) অক্সিডেটিভ ফসফোরাইলেশন
(গ) ফটোরেসপিরেশন
(ঘ) থাইলাকয়েড ধারণ
সঠিক উত্তর: (খ) অক্সিডেটিভ ফসফোরাইলেশন


৩। কোষীয় কোন অঙ্গাণু বংশগতির উপাদান বহন করে?
(ক) লাইসোজোম
(খ) ক্রোমোজোম
(গ) রাইবোজোম
(ঘ) ডিকটায়োজোম
সঠিক উত্তর: (খ) ক্রোমোজোম


৪। ভাইরাস-এর মাথার দ্বিস্তরী প্রোটিন নির্মিত আবরণকে কী বলে?
(ক) প্লাজমামেমব্রেন
(খ) কলার
(গ) জিনোম
(ঘ) ক্যাপসিড
সঠিক উত্তর: (ঘ) ক্যাপসিড


৫। ডেঙ্গু রোগের লক্ষণ হচ্ছে-
i. চোখের সাদা অংশ হলুদ হওয়া
ii. চামড়ায় ছোট ছোট লাল ফুসকুড়ি
iii. সমগ্র শরীরে ব্যথা অনুভব
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) ii ও iii


৬। হিমোগ্লোবিন হল-
(ক) যুগ্ম প্রোটিন
(খ) ফসফোলিপিড
(গ) এনজাইম
(ঘ) কোলেস্টেরল
সঠিক উত্তর: (ক) যুগ্ম প্রোটিন


৭। শৈবাল ও ছত্রাক সম্মিলিতভাবে নিচের কোনটি তৈরি করে?
(ক) টেরিডোফাইটা
(খ) ব্রায়োফাইটা
(গ) ব্যাকটেরিয়া
(ঘ) লাইকেন
সঠিক উত্তর: (ঘ) লাইকেন


৮। জীবন্ত জীবাশ্ম হলো-
(ক) Cycas sp
(খ) Semibarbula sp
(গ) Pinas sp
(ঘ) Funaria sp
সঠিক উত্তর: (ক) Cycas sp


৯। ল্যাবরেটরিতে আছমা জবা ও ধানের পুস্প পর্যবেক্ষণ করে দেখতে পায় এদের অমরাবিন্যাস যথাক্রমে-
(ক) অক্ষীয় ও মূলীয়
(খ) একপ্রান্তীয় ও বহুপ্রান্তীয়
(গ) অক্ষীয় ও বহুপ্রান্তীয়
(ঘ) মূলীয় ও বহুপ্রান্তীয়
সঠিক উত্তর: (ক) অক্ষীয় ও মূলীয়


১০। Pteris sp উদ্ভিদ Riccia sp উদ্ভিদ হতে বেশি উন্নত, কারণ-
i. মূল দেহ স্পোরোফাইটিক
ii. উদ্ভিদ সমাঙ্গদেহী
iii. ভাস্কুলার টিস্যু বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) i ও iii


১১। কোনটি Poaceae গোত্রের উদ্ভিদ?
(ক) Hibiscus rosasinensis
(খ) Zea mays
(গ) Gossypium herbaceum
(ঘ) Abelmoschus esculentus
সঠিক উত্তর: (খ) Zea mays


১২। প্রোটোডার্ম নিচের কোন অঙ্গটি তৈরি করে?
(ক) ত্বক
(খ) শাখা
(গ) পাতা
(ঘ) মুকুল
নিচের চিত্র দুইটি লক্ষ্য কর এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও : A B
সঠিক উত্তর: (ক) ত্বক


১৩। A চিত্রের কাজ কোনটি?
(ক) সালোকসংশ্লেষণে অংশ গ্রহণ করে
(খ) কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে
(গ) শক্তি উৎপন্ন করে (ঘ) অটোলাইসিসে অংশগ্রহণ করে
সঠিক উত্তর: (ক) সালোকসংশ্লেষণে অংশ গ্রহণ করে


১৪। A ও B চিত্রের মধ্যে সাদৃশ্য কোথায়?
i. দ্বিস্তরী আবরণ
ii. নিজস্ব DNA
iii. প্রোটোপ্লাজমের দৃঢ়তা প্রদান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১৫। নিচের কোনটি DNA অনুলিপনে অনুপস্থিত?
(ক) H2 বন্ধনীর ভাঙ্গন
(খ) সম্পূরক হেলিক্স সৃষ্টি
(গ) রেপ্লিকেশন ফর্ক তৈরি
(ঘ) t-RNA সৃষ্টি
সঠিক উত্তর: (ঘ) t-RNA

নিচের চিত্রটি থেকে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও :

১৬। A চিহ্নিত অংশটির সংখ্যা ৪টি হলে আকৃতি হবে যার মতো-
(ক) আপেল
(খ) কমলা
(গ) নাশপাতি
(ঘ) আংগুর
সঠিক উত্তর: (ঘ) আংগুর


১৭। B চিহ্নিত অংশটি-
(ক) অঙ্গজ বংশবৃদ্ধি ঘটায়
(খ) খাদ্যরস শোষণ করে
(গ) খাদ্য সঞ্চয় কর
(ঘ) দেহকে বস্তুর সাথে আবদ্ধ রাখে
সঠিক উত্তর: (ঘ) দেহকে বস্তুর সাথে আবদ্ধ রাখে


১৮। ক্রসিং ওভার ঘটে কোন দশায়?
(ক) লেপ্টোটিন
(খ) জাইগোটিন
(গ) প্যাকাইটিন
(ঘ) ডিপ্লোটিন
সঠিক উত্তর: (গ) প্যাকাইটিন


১৯। একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য-
i. বহিঃত্বকে কিউটিকল উপস্থিত
ii. পরিবহন কলাগুচ্ছ সংযুক্ত
iii. পরিবহন কলাগুচ্ছ অরীয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


২০। একই দ্রাবকবিশিষ্ট দু’টি ভিন্ন ঘনত্বের দ্রবণকে বৈষম্যভেদ্য ঝিল্লী দ্বারা পৃথক রাখলে কোন প্রক্রিয়াটি ঘটে?
(ক) ব্যাপন
(খ) প্রস্বেদন
(গ) ইমবাইবিশন
(ঘ) অভি¯্রবণ
সঠিক উত্তর: (ঘ) অভিস্রবণ


২১। নিচের কোনটি হিল-বিক্রিয়া?
(ক) ২ঐ২ঙ + ২অ আলোক্লোরোফিল ২ অঐ২ + ১২ ঙ২
(খ) ৬ঈঙ২+১২ঐ২ঙ১৮ আলোক্লোরোফিল ঈ৬ঐ১২ ঙ৬
(গ) ৬ঈঙ২১৮+১২ঐ২ঙ আলোক্লোরোফিল ঈ৬ঐ১২ ঙ৬১৮ + ৬ ঐ২ঙ+৬ঙ২
(ঘ) ১২ঐ২ঝ + ৬ঈঙ২ আলোব্যাকটেরিও ক্লোরোফিল ১২ঝ + (ঈঐ২ঙ)হ + ৬ঐ২ঙ
সঠিক উত্তর: (ক)

বিক্রিয়াটি লক্ষ্য কর ও নিচের প্রশ্নের উত্তর দাও : ADP + Pi → ATP

২২। উপরোক্ত প্রক্রিয়াটির সহিত সংশ্লিষ্ট-
i. প্রস্বেদন
ii. শ্বসন
iii. সালোকসংশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) ii ও iii

নিচের চিত্র থেকে ২৩ নং প্রশ্নের উত্তর দাও:

২৩। A চিহ্নিত অংশটি কোন পরিবেশের উদ্ভিদের অভিযোজিত বৈশিষ্ট্য?
(ক) স্থলজ
(খ) জলজ
(গ) উপকূলীয়
(ঘ) মরুজ
সঠিক উত্তর: (ঘ) মরুজ


২৪। যে প্রক্রিয়ায় নিষেকবিহীন ভ্রুণ ও স্বাভাবিক বীজ সৃষ্টি হয় সেটি হল
(ক) স্পোরোজেনেসিস
(খ) সাইটোজেনেসিস
(গ) উওজেনেসিস
(ঘ) পারথেনোজেনেসিস
সঠিক উত্তর: (ঘ) পারথেনোজেনেসিস


২৫। মূল দ্বারা জনন কাজ সম্পন্ন করে-
i. ডালিয়া
ii. পাথরকুচি
iii. পটল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) i ও iii


২৬। ফসল উদ্ভিদের সংকরায়নের উদ্দেশ্য হল-
i. অধিক ফলন
ii. গুণগত মান সংরক্ষণ
iii. রোগ প্রতিরোধী জাত সৃষ্টি
উপরের কোনটি ইজজও ধানের জন্য সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii

নিচের প্রবাহ চিত্র থেকে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:
এক্সপ্লান্ট সংগ্রহ → মিডিয়ামে টিস্যু স্থাপন → A → ছোট চারার সৃষ্টি।

২৭। নিচের কোনটি A চিহ্নিত ধাপ?
(ক) মূল সৃষ্টি
(খ) জীবাণুমুক্তকরণ
(গ) ক্যালাস সৃষ্টি
(ঘ) টবে চারা লাগানো
সঠিক উত্তর: (গ) ক্যালাস সৃষ্টি


২৮। উদ্দীপকের প্রবাহ চিত্রটি নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য?
(ক) রিকমবিনেন্ট DNA
(খ) টিস্যু কালচার
(গ) হাইব্রিডাইজেশন
(ঘ) জিন ক্লোনিং
সঠিক উত্তর: (খ) টিস্যু কালচার


২৯। নিচের কোনটিতে প্লাজমিড পাওয়া যায়।
(ক) Pneumococcus
(খ) TMV
(গ) E.Coli
(ঘ) Vibrio cholera
সঠিক উত্তর: (গ) E.Coli


৩০। পরাগধানী আবাদ এর মাধ্যমে যে উদ্ভিদ তৈরি হবে, সেটি-
(ক) পলিপ্লয়েড
(খ) ট্রিপলয়েড
(গ) ডিপ্লয়েড
(ঘ) হ্যাপ্লয়েড
সঠিক উত্তর: (ঘ) হ্যাপ্লয়েড


৩১। শক্তি প্রবাহের বৈশিষ্ট্য-
i. মূল উৎস সৌরশক্তি
ii. পঞ্চমাংশ নিয়ম নামে পরিচিত
iii. প্রবাহ একমুখী হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) i ও iii


৩২। মরু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য-
i. কাণ্ডে পুরু কিউটিকল
ii. লুক্কায়িত পত্ররন্ধ্র
iii. পাতা কণ্টকে রূপান্তরিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৩৩। নিচের কোনটি জিনোম সিকোয়েন্সিং এর ক্ষেত্রে প্রয়োগযোগ্য?
i. জীবনের রহস্য উন্মোচন
ii. আগাম রোগ নির্ণয়
iii. জৈব জ্বালানি সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৩৪। স্পোরোফাইট আদি প্রকৃতির এবং থ্যালাসের মধ্যে নিমজ্জিত থাকে কোন উদ্ভিদে?
(ক) Semibarbula sp
(খ) Marchantia sp
(গ) Riccia sp
(ঘ) Funaria sp
সঠিক উত্তর: (গ) Riccia sp


৩৫। টাঙ্গুয়ার হাওড় কোন জেলায় অবস্থিত?
(ক) হবিগঞ্জ
(খ) সুনামগঞ্জ
(গ) সিলেট
(ঘ) মৌলভীবাজার
সঠিক উত্তর: (খ) সুনামগঞ্জ





এইচএসসি জীববিজ্ঞান (বহুনির্বাচনি অভীক্ষা)

দিনাজপুর বোর্ড-২০১৫

সময়: ৩৫ মিনিট

প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান) বিষয় কোড : ১৭৮

পূর্ণমান: ৩৫

[দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক উত্তরের বৃত্তটি (⚫) বল পয়েন্ট কলম দ্বারা ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।]



১। নিষেক ব্যতীত ডিম্বাণু থেকে ভ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে?
(ক) অ্যাগামোস্পার্মি
(খ) পার্থেনোজেনেসিস
(গ) অ্যাপোস্পোর
(ঘ) অ্যাপোগ্যামি
সঠিক উত্তর: (খ) পার্থেনোজেনেসিস


২। ইমাস্কুলেশন কারণ কি?
(ক) উচ্চ ফলনশীল জাত সৃষ্টি
(খ) পরাগরেণুর সংখ্যা কমানো
(গ) অভিযোজন ক্ষমতা বৃদ্ধি
(ঘ) স্ব-পরাগায়ণ রোধ
সঠিক উত্তর: (ঘ) স্ব-পরাগায়ণ রোধ


৩। রিকম্বিনেট ডিএনএ টেকনোলজি প্রয়োগে সৃষ্ট নতুন জীবকে কি বলে?
(ক) ট্রান্সজেনিক
(খ) হাইব্রিড
(গ) সাইব্রিড
(ঘ) ক্লোন
সঠিক উত্তর: (ক) ট্রান্সজেনিক


৪। জিন কর্তনের জন্য নিম্নের কোন এনজাইম ব্যবহার করা হয়?
(ক) লাইগেজ
(খ) ডিএনএ পলিমারেজ
(গ) রেস্ট্রিকশন এনজাইম
(ঘ) জাইমেজ
সঠিক উত্তর: (গ) রেস্ট্রিকশন এনজাইম


৫। নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ উদ্ভিদকে কি বলা হয়?
(ক) এক্সোটিন
(খ) এনডেঞ্জার্ড
(গ) ইনসিটু
(ঘ) এন্ডোমিক
সঠিক উত্তর: (ঘ) এন্ডোমিক


৬। জরায়ুজ অঙ্কুরোদগম কোন উদ্ভিদে দেখা যায়?
(ক) ম্যানগ্রোভ
(খ) মরুজ
(গ) জলজ
(ঘ) মেসোফাইট
সঠিক উত্তর: (ক) ম্যানগ্রোভ


৭। নিচের কোনটি তালি পাম এর বৈজ্ঞানিক নাম-
(ক) Aldrovanda vesiculosa
(খ) Corypha taliera
(গ) Licuala peltata
(ঘ) Knena bengalensis
সঠিক উত্তর: (খ) Corypha taliera
উদ্দীপক: খুলনা, পটুয়াখালী ও সাতক্ষিরা কিছু এলাকা নিয়ে প্রায় ০.৬১ হেক্টর বনভূমি গঠিত। এ অঞ্চলের উদ্ভিদ প্রজাতিগুলো জোয়ার ভাটায় অভিযোজিত হয়েছে। এরা অন্য এলাকায় জীবনধারণ করতে পারে না।

৮। উষ্ণ এলাকায় উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য হল-
i. মাটি সবসময় কর্মমাক্ত থাকে
ii. এদের পাতাগুলো মসৃণ ও চকচকে দেখায়
iii. কাণ্ডের নি¤œভাগে ঠেস মূল উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) i ও iii


৯। লবণাক্ত মাটির উদ্ভিদের ক্ষেত্রে-
i. নেমাটোকোরের সাহায্যে শ্বাসকার্য চালায়
ii. বীজে জরায়ুজ অঙ্কুরোদগম ঘটায়
iii. অঙ্কুরিত বীজ ভ্রূণ মূলের ভারে মাটিতে এসে পড়ে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১০। যে কোষীয় অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি পেলে বিশ্ব উষ্ণায়ন কমবে-
(ক) মাইটোকন্ড্রিয়া
(খ) ক্লোরোপ্লাস্ট
(গ) নিউক্লিয়াস
(ঘ) মাইক্রোটিউবলস
সঠিক উত্তর: (খ) ক্লোরোপ্লাস্ট


১১। স্পোরোফাইটিক জীবের মিয়োসিস ঘটে কোথায়?
(ক) জনন কোষে
(খ) দেহ কোষে
(গ) জনন মাতৃকোষে
(ঘ) পরাগরেণুতে
সঠিক উত্তর: (গ) জনন মাতৃকোষে


১২। টেরিডোফাইটের স্পোরোফাইট দশার প্রথম কোষ কোনটি?
(ক) উস্পোর
(খ) স্পোর
(গ) শুক্রাণু
(ঘ) ডিম্বাণু
সঠিক উত্তর: (ক) উস্পোর


১৩। এক্সফ্লাজেলেশন কোথায় ঘটে?
(ক) যকৃতে
(খ) লোহিত কণিকায়
(গ) মশকীর ক্রপে
(ঘ) মশকীর সিলোমে
সঠিক উত্তর: (গ) মশকীর ক্রপে


১৪। Ulothrix এর ম্যাক্রোচলরেণুতে কতটি ফ্লাজেলা থাকে?
(ক) ১
(খ) ২
(গ) ৪
(ঘ) ৮
সঠিক উত্তর: (গ) ৪


১৫। মাইটোকন্ড্রিয় প্রথম কে প্রত্যক্ষ করেন?
(ক) রবার্ট ব্রাউন
(খ) রবার্ট কক
(গ) কার্ল বেন্ডা
(ঘ) স্ট্যানলি
সঠিক উত্তর: (গ) কার্ল বেন্ডা


১৬। নিম্নের কোনটি সূচনা কোডন?
(ক) AUG
(খ) UAG
(গ) UGA
(ঘ) UAA
সঠিক উত্তর: (ক) AUG

নিচের উদ্দীপক থেকে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও :
DNA → mRNA → প্রোটিন

১৭। ‘A’ প্রক্রিয়াটির নাম কি?
(ক) ট্রান্সলেশন
(খ) ট্রান্সক্রিপশন
(গ) ট্রান্সফরমেশন
(ঘ) রেপলিকেশন
সঠিক উত্তর: (খ) ট্রান্সক্রিপশন


১৮। B প্রক্রিয়ার ধারাবাহিক ধাপগুলো হচ্ছে-
i. রাইবোজোমের সঙ্গে mRNA এর বন্ধন
ii. অ্যামিনো অ্যাসিডের সাথে tRNA এর সংযুক্তি
iii. পলিপেপটাইড চেইন আরম্ভকরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


১৯। হ্যাপ্লয়েড জীবের কোথায় মায়োসিস সংঘটিত হয়?
(ক) জাইগোট
(খ) জনন মাতৃকোষ
(গ) দেহ কোষ
(ঘ) জনন কোষ
সঠিক উত্তর: (ক) জাইগোট


২০। LDL কোন জাতীয় জীব রাসায়নিক উপাদান?
(ক) টারপিনস
(খ) স্টেরয়েড
(গ) চর্বি
(ঘ) তেল
সঠিক উত্তর: (খ) স্টেরয়েড

নিচের উদ্দীপকটি পড় এব ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও :
জীববিজ্ঞানের ক্লাসে শিক্ষক উল্লেখ করলেন জীবদেহে এক ধরনের জীব রাসায়নিক পদার্থ পাওয়া যায় যা ‘লক ও কী’ মডেল অনুসরণে বিক্রিয়া ঘটিয়ে থাকে।

২১। উদ্দীপকে উল্লেখিত পদার্থটি নিম্নের কোন কাজে ব্যবহৃত হয়?
(ক) ফলের রস প্রস্তুতিতে
(খ) দেহের ক্ষয় পূরণে
(গ) হরমোন তৈরিতে
(ঘ) গ্লাইকোজেন উৎপাদনে
সঠিক উত্তর: (ক) ফলের রস প্রস্তুতিতে


২২। উদ্দীপকে পদার্থটি-
i. কলয়েড প্রকৃতির
ii. বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে
iii. বিক্রিয়ার গতিকে মন্থরিত করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


২৩। কোথায় দ্বিসূচক RNA দেখা যায়?
(ক) ব্যাকটেরিওফাজ
(খ) কলিফাজ
(গ) রিওভাইরাস
(ঘ) ইনফ্লুয়েঞ্জা ভাইরাস
সঠিক উত্তর: (গ) রিওভাইরাস

নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ নং প্রশ্নের উত্তর দাও :
মানবদেহে এক প্রকার পরজীবী অনুজীব প্রবেশ করে লোহিত রক্ত কণিকা ধ্বংস করে এবং চরম পর্যায়ে কাঁপুনি দিয়ে জ্বর আসে।

২৪। উদ্দীপকের অণুজীবটি মানবদেহে কোন পর্যায় সম্পন্ন করে?
(ক) স্পোরোগনি
(খ) সাইজোগনি
(গ) প্লাজমোগনি
(ঘ) গ্যামিটোগনি
সঠিক উত্তর: (খ) সাইজোগনি


২৫। ব্যাকটেরিওলজির জনক কে?
(ক) এরেনবার্গ
(খ) রবার্ট হুক
(গ) লুই পাস্তুর
(ঘ) লিউয়েন হুক
সঠিক উত্তর: (ঘ) লিউয়েন হুক


২৬। শৈবাল ফিলামেন্টের পাদদেশে অবস্থিত লম্বাকৃতির বর্ণহীন কোষের নাম কি?
(ক) হর্মোগোনিয়াম
(খ) গ্যামিট
(গ) হোল্ডকাষ্ট
(ঘ) অ্যাকিনিটি
সঠিক উত্তর: (গ) হোল্ডকাষ্ট


২৭। নিচের কোনটিকে ‘লিভারওয়ার্ট’ বলা হয়?
(ক) Riccia
(খ) Pteris
(গ) Ulothrix
(ঘ) Moss
সঠিক উত্তর: (ক) Riccia

নিচের উদ্দীপকটি পড় এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও:
মাসুদ তার বাড়ীর ইট নির্মিত পুরাতন ভগ্নপ্রাচীরে এক বিশেষ ধরনের উদ্ভিদ দেখতে পেল। উদ্ভিদটির নতুন পাতাগুলো কুণ্ডলিত এবং কাণ্ড রাইজোমজাতীয়।

২৮। উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদটির প্রারম্ভিক কোষ নিম্নের কোন অঙ্গ থেকে তৈরি হয়?
(ক) অ্যান্থেরেডিয়াম
(খ) স্পোরাঞ্জিয়াম
(গ) আর্কেগোনিয়াম
(ঘ) সোরাস
সঠিক উত্তর: (ঘ) সোরাস


২৯। উদ্ভিদটিতে-
i. বহু ফ্লাজেলাযুক্ত শুক্রাণু উৎপন্ন হয়
ii. হেটেরোমরফিক জনুঃক্রম দেখা যায়
iii. গ্যামিটোফাইট স্পোরোফাইটের উপর নির্ভরশীল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৩০। চিত্রে প্রদর্শিত ভাস্কুলার বান্ডেলটি (পরিবহন কলাগুচ্ছ) কোন ধরনের?
(ক) কেন্দ্রীভূত/ কেন্দ্রিক
(খ) অরীয়
(গ) সমপার্শ্বীয়
(ঘ) সমদ্বিপার্শ্বীয়
সঠিক উত্তর: (খ) অরীয়


৩১। কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য নিম্নের কোন টিস্যু দায়ী?
(ক) ক্যাম্বিয়াম
(খ) জাইলেম
(গ) ফ্লোয়েম
(ঘ) কর্টেক্স
সঠিক উত্তর: (ক) ক্যাম্বিয়াম


৩২। খনিজ লবণ পরিশোষণ বৃদ্ধি পায়-
i. তাপমাত্রা বৃদ্ধিতে
ii. আয়নসমূহের পারস্পরিক ক্রিয়া বৃদ্ধিতে
iii. প্রস্বেদনের হার বৃদ্ধিতে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৩৩। C3 উদ্ভিদের কার্বন বিজারণ প্রক্রিয়ায় প্রথম স্থায়ী পদার্থ কোনটি?
(ক) ৪ ফসফোগ্লিসারিক এসিড
(খ) অক্সালোঅ্যাসিটিক এসিড
(গ) ম্যালিক এসিড
(ঘ) ৩ ফসফোগ্লিসারালডিহাইড
সঠিক উত্তর: (ঘ) ৩ ফসফোগ্লিসারালডিহাইড

নিচের উদ্দীপকটি পড় এবং ৩৪ নং প্রশ্নের উত্তর দাও :
উদ্ভিদকোষে একটি অঙ্গাণু থাকে যা জীবকুলের ভারসাম্য রক্ষা করে এবং সবুজ রঙের জন্য দায়ী।

৩৪। উদ্দীপকে উল্লেখিত অঙ্গাণুটি-
i. সৌর শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে
ii. বয়স্ক পাতায় কম পরিমাণে থাকে
iii. শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৩৫। উদ্দীপকে ‘A’ চিহ্নিত কোষ দ্বারা নিষিক্ত অংশটি রূপান্তরিত হয়ে-
i. ভ্রুণে
ii. এন্ডোস্পার্ম
iii. বীজে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii






এইচএসসি জীববিজ্ঞান (বহুনির্বাচনি অভীক্ষা)

কুমিল্লা বোর্ড-২০১৫

সময়: ৩৫ মিনিট

প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান) বিষয় কোড : ১৭৮

পূর্ণমান: ৩৫

[দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক উত্তরের বৃত্তটি (⚫) বল পয়েন্ট কলম দ্বারা ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।]



১। নিচের কোন ভাইরাসে একসূত্রক DNA বিদ্যমান?
(ক) ভ্যাকসিনিয়া
(খ) কোলিফাজ
(গ) ভ্যারিওলা
(ঘ) TIV
সঠিক উত্তর: (খ) কোলিফাজ
চিত্র অ

২। চিত্র A তে কোন ধরনের কৃত্রিম অঙ্গজ প্রজনন দেখা যায়?
(ক) শাখা
(খ) দাবা
(গ) জোড়
(ঘ) গুটি
সঠিক উত্তর: (গ) জোড়

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
উচ্চ ও নিম্নশ্রেণির উভয় জীবেরা খাদ্য ভেঙ্গে শক্তি উৎপাদন করে। তাদের শক্তি উৎপাদনের প্রক্রিয়ার মধ্যে ভিন্নতা থাকলেও উভয়কেই একটি অভিন্ন পথ অত্রিক্রম করতে হয়।

৩। উদ্দীপকের অভিন্ন পথ কোনটি?
(ক) গ্লাইকোলাইসিস
(খ) অ্যাসিটাইল COA
(গ) ক্রেবস চক্র
(ঘ) ETS
সঠিক উত্তর: (ক) গ্লাইকোলাইসিস


৪। উদ্দীপকের বর্ণিত প্রক্রিয়াটি-
i. O2 এর ঘনমাত্রার সাথে সম্পর্কিত
ii. এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত
iii. সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৫। প্রোটিন গঠনে অংশগ্রহণকারী অ্যামিনো এসিডের সংখ্যা কয়টি?
(ক) ১০
(খ) ২০
(গ) ৩০
(ঘ) ৪০
সঠিক উত্তর: (খ) ২০


৬। যে ফল পাকলে নিচ থেকে উপর বরাবর ফেটে যায় তাকে কি বলে?
(ক) লিগিউম
(খ) ক্যাপসিউল
(গ) সিলিকুয়া
(ঘ) বেরি
সঠিক উত্তর: (গ) সিলিকুয়া


৭। চিত্রের B চিহ্নিত অংশটি হল-
(ক) পিনিউল
(খ) অ্যাপোফাইসিস
(গ) সোরাস
(ঘ) ডিম্বক
সঠিক উত্তর: (গ) সোরাস

নিচের উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও :
সুমন চট্টগ্রাম থেকে ঘুরে আসার পর জ্বরে আক্রান্ত কিন্তু তার জ্বর নির্দিষ্ট সময় পর পর কাঁপুনি দিয়ে আসতে লাগল।

৮। সুমন যে জ্বরে আক্রান্ত হয়েছিল তার জীবাণুর নাম-
(ক) Bordetalla pertusis
(খ) Salmonella typosa
(গ) Pasmodium vivax
(ঘ) Mycrosporum canis
সঠিক উত্তর: (গ) Pasmodium vivax


৯। সমুনের জ্বরের জীবাণু মানুষের কোন অঙ্গ বা অংশ আক্রান্ত করে?
i. যকৃত
ii. লোহিত রক্তকণিকা
iii. কিডনি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১০। কোন আলোতে সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ হয়?
(ক) কমলা
(খ) বেগুনী
(গ) সবুজ
(ঘ) লাল
সঠিক উত্তর: (ঘ) লাল

চিত্র: ঈ

১১। চিত্র- C কোন ধরনের ভাস্কুলার বান্ডিল?
(ক) সমপার্শ্বীয় মুক্ত
(খ) সমদ্বিপার্শ্বীয়
(গ) অরীয়
(ঘ) জাইলেম কেন্দ্রিক
সঠিক উত্তর: (খ) সমদ্বিপার্শ্বীয়

নিচের উদ্দীপকের আলোকে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:-
রেহানা তাদের বাড়ির দেওয়াল থেকে এক ধরনের সবুজ ক্ষুদ্র উদ্ভিদ সংগ্রহ করল। উদ্ভিদটি শিক্ষককে দেখালে তিনি বললেন এটি এক প্রকার থ্যালয়েড অপুষ্পক উদ্ভিদ।

১২। রেহেনার সংগৃহীত উদ্ভিদটি হল-
(ক) শৈবাল
(খ) সায়ানোব্যাকটেরিয়া
(গ) ব্রায়োফাইট
(ঘ) টেরিডোফাইট
সঠিক উত্তর: (ক) শৈবাল


১৩। উদ্দীপকের উদ্ভিদটির বৈশিষ্ট্য হল-
i. এটি হ্যাপ্লয়েড
ii. সুস্পষ্ট জনুঃক্রম বিদ্যমান
iii. জননাঙ্গ বহুকোষী
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


১৪। শৈবালের চলনক্ষম স্পোরকে কি বলা হয়?
(ক) জুস্পোর
(খ) অ্যাপ্লানোস্পোর
(গ) হিপনোস্পোর
(ঘ) অটোস্পোর
সঠিক উত্তর: (ক) জুস্পোর

চিত্র ই

১৫। চিত্র B হল টেরিসের-
(ক) অ্যান্থেরিডিয়াম
(খ) সোরাস
(গ) প্রোথ্যালাস
(ঘ) আর্কিগোনিয়াম
সঠিক উত্তর: (গ) প্রোথ্যালাস

উচ্চ শ্রেণির উদ্ভিদে বিশেষ এক প্রক্রিয়ার মাধ্যমে জননকোষ সৃষ্টি হয়। এই প্রক্রিয়ার কোনো এক ধাপে ক্রোমোজোমের মধ্যে ক্রস চিহ্ন সৃষ্টি হয়ে থাকে।।
উদ্দীপকের আলোকে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও :

১৬। উদ্দীপকে বর্ণিত প্রক্রিয়াটি হল-
(ক) অ্যামাইটোসিস
(খ) দ্বিবিভাজন
(গ) মায়োসিস
(ঘ) মাইটোসিস
সঠিক উত্তর: (গ) মায়োসিস


১৭। উদ্দীপকের ক্রস চিহ্নের বৈশিষ্ট্য হল-
i. প্যাকাইটিন উপপর্যায়ে সংঘটিত হয়
ii. জীনের বিনিময় ঘটে
iii. দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১৮। জেনেটিক কোডে কয়টি নাইট্রোজেন বেস থাকে?
(ক) ১
(খ) ২
(গ) ৩
(ঘ) ৪
সঠিক উত্তর: (গ) ৩


১৯। রেস্ট্রিকশান এনজাইম কি কাজে ব্যবহৃত হয়?
(ক) mRNA নির্দিষ্ট অংশ কাটতে
(খ) Amino Acid জোড়া লাগাতে
(গ) tRNA নির্দিষ্ট অংশ কাটতে
(ঘ) DNA নির্দিষ্ট অংশ কাটতে
সঠিক উত্তর: (ঘ) DNA নির্দিষ্ট অংশ কাটতে
চিত্র-ক

২০। চিত্র-ক এর বৈশিষ্ট্য হল-
i. এটি একটি কমাকৃতির ব্যাকটেরিয়া
ii. এটি কলেরা রোগের জীবাণু
iii. এটি একটি গ্রাম পজেটিভ ব্যাকটেরিয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


২১। কোন আয়ন সবচেয়ে দ্রুতগতিতে শোষিত হয়?
(ক) K+
(খ) Ca++
(গ) SO4--
(ঘ) Na+
সঠিক উত্তর: (ক) K+


২২। চিত্রের C চিহ্নিত অংশটি হল-
(ক) রন্ধ্র
(খ) রক্ষীকোষ
(গ) সহকারী কোষ
(ঘ) সহকারী কোষ
সঠিক উত্তর: (খ) রক্ষীকোষ


২৩। উদ্দীপকে বর্ণিত খাদ্যসমূহ-
i. এটি হ্যাপ্লয়েড
ii. সুস্পষ্ট জনুঃক্রম বিদ্যমান
iii. জননাঙ্গ বহুকোষী
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


২৪। নিষেকের পর গর্ভাশয় কিসে পরিণত হয়?
(ক) ভ্রূণ
(খ) ফল
(গ) বীজ
(ঘ) বীজত্বক
সঠিক উত্তর: (খ) ফল


২৫। গবাদিপশুকে ঘাস হজম করতে সহায়তা করে কোন এনজাইম?
(ক) ট্রিপসিন
(খ) পেপসিন
(গ) সেলুলেজ
(ঘ) জাইমেজ
সঠিক উত্তর: (গ) সেলুলেজ


২৬। প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে কোন অঙ্গাণু?
(ক) মাইটোকন্ড্রিয়া
(খ) রাইবোজোম
(গ) লাইসোজোম
(ঘ) সেন্ট্রিওল
সঠিক উত্তর: (খ) রাইবোজোম


২৭। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে?
(ক) প্রফেজ
(খ) মেটাফেজ
(গ) এনাফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (গ) এনাফেজ


২৮। বন্যার পানি লাউ গাছের গোড়ায় জমলে গাছ ঢলে যাওয়ার জন্য নিম্নের কোন প্রক্রিয়া দায়ী?
(ক) ইমবাইবিশন
(খ) ব্যাপন
(গ) অভিস্রবণ
(ঘ) প্লাজমোলাইসিস
সঠিক উত্তর: (ঘ) প্লাজমোলাইসিস

গ্রীষ্মকালের রাতে বৃষ্টি না হওয়া সত্ত্বেও ভোরবেলা ঘাস, কচু ইত্যাদি উদ্ভিদের পাতায় বিন্দু বিন্দু পানি জমে, যা বেলা বাড়ার সাথে সাথে অদৃশ্য হয়ে যায়।

২৯। উদ্দীপকের উদ্ভিদসমূহে জমাকৃত পানি উদ্ভিদের কোন অংশ থেকে নিঃসৃত হয়?
(ক) স্টোমাটা
(খ) হাইডাথোড
(গ) লেন্টিসেল
(ঘ) স্কেলস
সঠিক উত্তর: (খ) হাইডাথোড


৩০। উক্ত পনি অদৃশ্য হওয়ার কারণ-
i. দ্রুত বাষ্পায়ন
ii. সালোকসংশ্লেষণে ব্যবহার
iii. অন্তঃঅভিস্র্রবণে কোষে প্রবেশ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৩১। কোনটি ওরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক প্রাণী?
(ক) ব্লাকফিশ
(খ) প্লাটিপাস
(গ) সবুজ রুই
(ঘ) লেমুর
সঠিক উত্তর: (গ) সবুজ রুই


৩২। নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায় কোন উদ্ভিদে?
(ক) মরুজ
(খ) জলজ
(গ) লবণাক্ত
(ঘ) জলজ ও মরুজ
সঠিক উত্তর: (ক) মরুজ


৩৩।
চিত্রের A চিহ্নিত অংশটি হল-
(ক) ক্রোমোজোম
(খ) গলজিবস্তু
(গ) নিউক্লিওয়েড
(ঘ) প্লাজমিড
সঠিক উত্তর: (ঘ) প্লাজমিড

তালিপাম বাংলাদেশের একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ। এটি জীবনে একবার মাত্র ফুল ও ফল উৎপাদন করে মারা যায়। বিজ্ঞানীরা এই উদ্ভিদের টিস্যু নিয়ে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে নতুন চারা সৃষ্টি করেছেন। বিভিন্ন জায়গায় এই চারা রোপণ করে উদ্ভিদটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করেছেন।

৩৪। বিজ্ঞানীরা কোন পদ্ধতিতে তালিপামের চারা সৃষ্টি করেছেন?
(ক) টিস্যু কালচার
(খ) হাইব্রিডাইজেশন
(গ) সিলেকশন
(ঘ) রিকম্বিনেট DNA
সঠিক উত্তর: (ক) টিস্যু কালচার


৩৫। উদ্দীপকে বর্ণিত পদ্ধতিতে-
i. একই সাথে অনেক চারা উৎপাদন করা সম্ভব
ii. সারা বছর চারা উৎপাদন করা সম্ভব
iii. হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন সম্ভব
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


এইচএসসি জীববিজ্ঞান (বহুনির্বাচনি অভীক্ষা)

চট্টগ্রাম বোর্ড-২০১৫

সময়: ৩৫ মিনিট

প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান) বিষয় কোড : ১৭৮

পূর্ণমান: ৩৫

[দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক উত্তরের বৃত্তটি (⚫) বল পয়েন্ট কলম দ্বারা ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।]





১। কোষের মস্তিষ্ক কোনটি?
(ক) প্রোটোপ্লাজম
(খ) সাইটোপ্লাজম (গ) নিউক্লিয়াস
(ঘ) সেন্টিওল
সঠিক উত্তর: (গ) নিউক্লিয়াস


২। ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়-
i. তেল অপসারণে
ii. অ্যাসিটোন তৈরিতে
iii. ভিটামিন তৈরিতে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৩। DNA এর একটি হেলিক্সের অনুক্রম ATGC হলে mRNA এর বেস অনুক্রম হবে-
(ক) TACG
(খ) ATCG
(গ) TUCG
(ঘ) UACG
সঠিক উত্তর: (গ) TUCG


৪। ধানের স্ত্রী স্তবকে থাকে-
i. একটি গর্ভপত্র
ii. অ্যাসিটোন তৈরিতে
iii. ভিটামিন তৈরিতে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৫। কোষচক্রের কোন পর্যায়ে DNA এর প্রতিলিপি সৃষ্টি হয়?
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) ইন্টারফেজ
সঠিক উত্তর: (ঘ) ইন্টারফেজ


৬। কোনটি বাংলাদেশের একমাত্র গেম রিজার্ভ ?
(ক) রামসাগর
(গ) দুলাহাজারা
(গ) টেকনাফ
(ঘ) মাধবকুণ্ডু
সঠিক উত্তর: (গ) টেকনাফ


৭। কোনটি জীবের বংশগতীয় পদার্থ?
(ক) সেন্ট্রোজোম
(খ) রাইবোজোম
(গ) DNA
(ঘ) RNA
সঠিক উত্তর: (গ) DNA


৮।
চিত্রের গঠনটির নাম কি?
(ক) T2-ফায
(খ) ভ্যাক্সিনিয়া
(গ) TMV
(ঘ) পোলিও
সঠিক উত্তর: (খ) ভ্যাক্সিনিয়া


৯। কোন বিজ্ঞানী তালা- চাবি মতবাদ প্রদান করেন?
(ক) Emil Fisher
(খ) D. Koshland
(গ) Diener
(ঘ) D. Morgan
সঠিক উত্তর: (ক) Emil Fisher


১০। Malvaceae গোত্রের বৈশিষ্ট্য-
i. উপবৃতি বিদ্যমান
ii. উপপত্র বিদ্যমান
iii. পুংকেশর অসংখ্য
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


১১। কোন ব্যাকটেরিয়া পাটের আঁশ ছড়াতে সাহায্য করে?
(ক) Lactobacillus
(খ) Clostridium
(গ) Nitrosomonas
(ঘ) Azotobacter
সঠিক উত্তর: (খ) Clostridium

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও :

১২। চিত্র A চিহ্নিত অংশটি হলো-
(ক) পুংরেণুপত্র
(খ) স্ত্রীরেণুপত্র
(গ) পিনিউল
(ঘ) ডিম্বক
সঠিক উত্তর: (ঘ) ডিম্বক


১৩। উদ্দীপকের গঠন-
i. Cycas উদ্ভিদে পাওয়া যায়
ii. বাদামী বর্ণের লোমে আবৃত
iii. বীজ ধারণ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


১৪। কোনটি পিউরিন বেস?
(ক) অ্যাডেনিন
(খ) সাইটোসিন
(গ) থাইমিন
(ঘ) ইউরাসিল
সঠিক উত্তর: (ক) অ্যাডেনিন


১৫। মিয়োসিস কোষ বিভাজনের কোন উপধাপে সিন্যাপসিস ঘটে?
(ক) লেপ্টোটিন
(খ) জাইগোটিন
(গ) প্যাকাইটিন
(ঘ) ডিপ্লোটিন
সঠিক উত্তর: (খ) জাইগোটিন


১৬। মানুষের শরীরে ভাইরাসের সংক্রমণ ও ক্যান্সার প্রতিরোধ করে-
(ক) ইন্টারফেরন
(খ) ইনসুলিন
(গ) সোমাটোস্ট্যাটিন
(ঘ) গ্লোবিউলিন
সঠিক উত্তর: (ক) ইন্টারফেরন

নিচের উদ্দীপকটি পড় এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
সুমী কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত। তার প্রচণ্ড মাথা ব্যাথা, ক্ষুধামন্দা, বমি বমি ভাব ও হাড়ে ব্যাথা। ডাক্তার পরীক্ষা করে বলল এটি মশকবাহিত জ্বর।

১৭। সুমীর কোন ধরনের জ্বর হয়েছে?
(ক) ম্যালেরিয়া
(খ) ডেঙ্গু
(গ) টাইফয়েড
(ঘ) বাতজ্বর
সঠিক উত্তর: (খ) ডেঙ্গু


১৮। উদ্দীপকের রোগটির প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা হল-
i. এডিস মশা নিধন
ii. বাড়ির আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা
iii. প্রতিষেধক সেবন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :

১৯। চিত্রের B চিহ্নিত অংশটি হলো-
(ক) স্টাইপ
(খ) অ্যানুলাস
(গ) গিল
(ঘ) পাইলিয়াস
সঠিক উত্তর: (ক) স্টাইপ


২০। উদ্ভিদটি ব্যবহৃত হয়-
i. খাদ্য হিসাবে
ii. মাটির জৈব বস্তুর ঘাটতি পূরণে
iii. শিল্প ও বাণিজ্যে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২১। জিনোম সিকোয়েন্সী প্রয়োগ করা হয়-
i. অপরাধী সনাক্ত করতে
ii. ক্যালাস সৃষ্টি করতে
iii. পিতৃত্ব নির্ণয় করতে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


২২। কোষ বিভাজনের সময় অ্যাস্টার রশ্মি সৃষ্টি করে-
(ক) সেন্ট্রিওল
(খ) রাইবোজোম
(গ) লাইসোজোম
(ঘ) মাইটোকন্ড্রিয়া
সঠিক উত্তর: (ক) সেন্ট্রিওল


২৩। বহুমূত্র রোগে কোনটি উপকারী?
(ক) জবা
(খ) ধুতুরা
(গ) ঢেঁড়শ
(ঘ) স্থলপদ্ম
সঠিক উত্তর: (গ) ঢেঁড়শ


২৪। তরুণ মূলে কোন ভাজক টিস্যু দেখা যায়?
(ক) রিব ভাজক টিস্যু
(খ) মাস ভাজক টিস্যু
(গ) প্লেট ভাজক টিস্যু
(ঘ) নিবেশিত ভাজক টিস্যু
সঠিক উত্তর: (ক) রিব ভাজক টিস্যু


২৫। পানিতে তেল শোধনে ব্যবহৃত হয়-
(ক) Pseudomonas tabaci
(খ) Pseudomonas aeruginosa
(গ) Pseudomonas syringe
(ঘ) Xanthomonas citri
সঠিক উত্তর: (ক) Pseudomonas tabaci


২৬। বায়োফার্ম- এর মাধ্যমে তৈরি হয়-
i. হরমোন
ii. অ্যান্টিজেন
iii. ভিটামিন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২৭। কোনটি বিষাক্ত Agaricus?
(ক) A. xanthodermus
(খ) A. bitorquis
(গ) A. compestris
(ঘ) A. brunnescens
সঠিক উত্তর: (ক) A. xanthodermus

নিচের উদ্দীপকটি পড় এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও :
কিছু মিষ্টি বিবর্জিত কার্বোহাইড্রেট আছে, যা মানুষের পুষ্টি হিসাবে ব্যবহৃত হয় না কিন্তু গবাদিপশুর পুষ্টি হিসাবে এবং শিল্পজাত হিসাবে ব্যবহৃত হয়।

২৮। উদ্দীপকে উল্লেখিত কার্বোহাইড্রেটটি হলো-
(ক) স্টার্চ
(খ) ম্যালটোজ
(গ) সেলুলোজ
(ঘ) সুক্রোজ
সঠিক উত্তর: (গ) সেলুলোজ


২৯। উদ্দীপকে উল্লেখিত কার্বোহাইড্রেটটি-
i. উদ্ভিদ দেহের প্রধান গাঠনিক উপাদান
ii. কোষ ঝিল্লি গঠনে অংশ নেয়
iii. বিজারণ ক্ষমতাবিহীন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


৩০। নগ্নবীজি উদ্ভিদে কোনটি উপস্থিত?
(ক) বৃতি
(খ) দলমণ্ডল
(গ) ডিম্বক
(ঘ) গর্ভাশয়
সঠিক উত্তর: (গ) ডিম্বক


৩১। মানুষের চোখের ছানি অপসারণে চোখের লেন্সে যে এনজাইমটি ব্যবহৃত হয়-
(ক) পেকটিন
(খ) পেপসিন
(গ) জাইমেজ
(ঘ) ট্রিপসিন
সঠিক উত্তর: (ঘ) ট্রিপসিন


৩২। শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত?
(ক) n
(খ) 2n
(গ) 3n
(ঘ) 4n
সঠিক উত্তর: (গ) 3n

নিচের চিত্রটি থেকে ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও :

৩৩। A চিহ্নিত অংশের নাম কি?
(ক) রক্ষী কোষ
(খ) গ্রন্থি কোষ
(গ) সহকারী কোষ
(ঘ) ভাজক কোষ
সঠিক উত্তর: (ক) রক্ষী কোষ


৩৪। চিত্রের B চিহ্নিত গঠনটি-
i. গ্যাস বিনিময় করে
ii. উদ্ভিদকে শীতল রাখে
iii. সালোকসংশ্লেষণে ভূমিকা রাখে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৩৫। কোনটি আণবিক কাঁচি নামে পরিচিত?
(ক) প্লাজমিড
(খ) রেস্ট্রিকশন এনজাইম
(গ) লাইগেজ এনজাইম
(ঘ) ইন্টারফেরন
সঠিক উত্তর: (খ) রেস্ট্রিকশন এনজাইম

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১