OrdinaryITPostAd

(PDF) নবম দশম শ্রেণীর রসায়ন: ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর

 


নবম-দশম শ্রেণীর ছাত্র বন্ধুরা। আশা করি প্রত্যকে তোমরা ভালো আছো।ছাত্রনেটওয়ার্ক।।Nullblogger।।বাংলা ভাষায় ছাত্র-উপযুক্ত ব্লগে উন্মোক্ত ব্লগার এবং পেইড ব্লগারদের সহয়তায় আমরা প্রতিনিয়ত শিক্ষা-বিষয়ক পোস্ট আপলোড করছি।আশাকরি তোমাদের উপকারে আসবে।শিক্ষা বিষয়ক কোন মতামত/প্রশ্ন থাকলে কমেন্ট এর মাধ্যমে জানাতে পারো।চাইলে যে কেউ এই ব্লগের নীতিমালা মেনে ব্লগ লেখক হিসেবে ছাত্রনেটওয়ার্ক গড়তে অবদান রাখতে পারেন।


আর্টিকেলটির বিশেষ কীওয়ার্ড

  • ক. PH কী?
    খ. Fe² আয়ন সনাক্তকরণ ব্যাখ্যা কর।
  • ক. ট্রিফয়েল কী?
    খ. অরবিট ও অরবিটাল বলতে কী বোঝ?
  • ক. আয়নিকরণ পটেনশিয়াল কী?
    খ. বোর পরমাণু মডেলের ত্রুটি আলোচনা কর।
  • ক. যৌগ মূলক কাকে বলে?
    খ. আম পেকে গেলে হলুদ হয় কেন?

*সৃজনশীল প্রশ্ন ১ : 

¡) মোম+O₂‌‌‌‌→A+B+C+শক্তি ii) U, Pu, Co, P

ক. PH কী?
খ. Fe² আয়ন সনাক্তকরণ ব্যাখ্যা কর।
গ. (i) নং সমীকরণে ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয় সম্পন্ন হয়- ব্যাখ্যা কর।
ঘ. (ii) নং উদ্দীপকের মৌলগুলোর চিকিৎসা, কৃষি এবং বিদ্যুৎ উৎপাদনের ভূমিকা বিশ্লেষণ কর।

*সৃজনশীল প্রশ্ন ২ : 

মোম + X → Y + পানি। X ও Y মৌলের অবস্থা একই।

ক. নিউক্লিয়ন সংখ্যা কী?
খ. Na²⁺ গঠন সম্ভব নয় কেন?
গ. উক্ত বিক্রিয়াটি সম্পূর্ণ কর এবং মোমের দহন ক্রিয়া শুধু ভৌত পরিবর্তন নয়, রাসায়নিক পরিবর্তন ঘটে, এর ব্যাখ্যা দাও।
ঘ. XY এর মধ্যে ব্যাপনের হার তুলনা কর।

*সৃজনশীল প্রশ্ন ৩ : 

CH₄(g)-2O₂‌‌‌‌(g) = CO₂‌‌‌‌(g) +2H₂‌‌‌‌O(g); AH= -890kJ

ক. আয়নিকরণ পটেনশিয়াল কী?
খ. বোর পরমাণু মডেলের ত্রুটি আলোচনা কর।
গ. যদি C-H, O=O এবং O-H এর বন্ধন শক্তি যথাক্রমে 414, 498 এবং 464 kJ mol⁻¹ হয় তাহলে C=O এর শক্তি উদ্দীপকের সমীকরণের সাহায্যে ব্যাখ্যা কর।
ঘ. 32𝓰 অক্সিজেন হতে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।

*সৃজনশীল প্রশ্ন ৪ : 

(¡) মোম+O₂‌‌‌‌(g)→A+B+শক্তি
(ii) H₂‌‌‌‌(g)+O₂‌‌‌‌(g)=B+শক্তি

ক. ট্রিফয়েল কাকে বলে?
খ. মরিচা কীভাবে সৃষ্টি হয়?
গ. O°C তাপমাত্রায় B যৌগের ভৌত অবস্থায় কিরূপ পরিবর্তন ঘটে ব্যাখ্যা কর।
ঘ. (i) নং এ ভৌত ও রাসায়নিক কিছু (i) নং এ শুধু রাসায়নিক পরিবর্তন হয় -বিশ্লেষণ কর।

*সৃজনশীল প্রশ্ন ৫ :

 A, B ও C পর্যায় সারণিতে অবস্থিত তিনটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা 1, 7 ও 17

ক. আকরিক কাকে বলে?
খ. ফেনলের অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন?
গ. A ও B এর মধ্যে বন্ধন গঠন কৌশল ব্যাখ্যা কর।
ঘ. AB₃ এবং AC গ্যাসকে যদি একটি কাঁচ নলের দুই প্রান্তে আর্দ্র তুলা দ্বারা আটকানো হয় তবে সৃষ্ট ধোয়া AC প্রান্তের নিকট হয় কেন? যুক্তিসহ বিশ্লেষণ কর।

*সৃজনশীল প্রশ্ন ৬ : 

X, Y ও Z তিন মৌল যাদের পারমানবিক সংখ্যা যথাক্রমে 1, 7 ও 17।

ক. ট্রিফয়েল কী?
খ. অরবিট ও অরবিটাল বলতে কী বোঝ?
গ. X ও Y এর মধ্যে বন্ধন গঠন কৌশল ব্যাখ্যা কর।
ঘ. YX, এবং XZ, গ্যাসকে যদি একটি কাঁচনলের দুই প্রান্তে আর্দ্র তুলা দ্বারা আটকানো হয় তবে সৃষ্ট ধোয়া XZ. প্রান্তের নিকট হয় কেন? যুক্তিসহ বিশ্লেষণ কর।

*সৃজনশীল প্রশ্ন ৭ : 

ধানমন্ডির একজন ধনী ব্যবসায়ী জনাব তারেক। তিনি বাড়ি তৈরির জন্য লোহার রড় কিনেছেন। জমি সংক্রান্ত কারণে তাঁর কাজ ১মাস পিছিয়ে যায়। যেহেতু তিনি খোলা জায়গায় রড় ফেলে রেখেছিলেন তাই এর উপরে বাদামী একটি স্তর তৈরী হয়।

ক. যৌগ মূলক কাকে বলে?
খ. আম পেকে গেলে হলুদ হয় কেন?
গ. “জনাব তারেকের কেনা রডে ১ মাস পরে কী ধরনের পরিবর্তন ঘটে?” ব্যাখ্যা কর।
ঘ. রডের উপরে উৎপন্ন হওয়া বাদামী স্তর রোধে তুমি কী পদক্ষেপ নেবে বলে মনে কর


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১