OrdinaryITPostAd

গণিত (Mathematics) সাবজেক্ট রিভিউ:

  




গণিত এমন একটা বিষয়, যেটা পড়লে জীবন অচল হবেনা কোনদিনই, সেটি দেশে হোক, বিদেশে হোক। মান নিয়ে একটু তারতম্য আছে, সেটা থাকতেই পারে।

আর্টিকেলটির বিশেষ কীওয়ার্ড

  • গণিতের পরিচিতি
  • অনার্সে গণিতের বিষয় কি কি
  • গণিত পড়ে চাকরি
  • গণিতে স্কলারশিপ 

    পরিচিতি

স্কুল জীবনে সবাই মোটামুটি একটি কমন কম্পোজিশন ইংরেজীতে লিখেছি আমরা, নাম, “এইম-ইন- লাইফ”, লিখতে গিয়ে আমাদের প্রায় সবারই উত্তর ছিল ডাক্তার হব, গ্রামে গিয়ে জনগণের সেবা করব, বিনা
পয়সায় চিকিৎসা করব, অথবা ইঞ্জিনিয়ার হব, দেশের উন্নয়ন করব।এইচএসসির এর পর ভর্তি কোচিংও করেছি সেভাবেই। কিন্তু বিধি বাম/ সৌভাগ্য বা দূর্ভাগ্য যাই বলিনা কেন, ভর্তি পরীক্ষায় বেশিরভাগেরই অনিচ্ছাকৃত চান্স, গণিত বিভাগ। হায় কি হবে ভবিষ্যত! ! হতাশা বা অনীহা।
বয়ে বেড়ায় পুরু অনার্স জুড়ে, ফলে পরীক্ষায় ভাল ফলাফল আসেনা। অথচ উন্নত দেশগুলোতে গণিত বিষয়টি সবচাইতে মেধাবীদের পছন্দের একটি বিষয়।

কি পড়ানো হয়-মৌলিক বিষয় হিসেবে

Calculus, Geometry, Matrix, Mechanics, Differential equation, Functional Analysis, Vector ইত্যাদি পড়ানো হয়। এর সাথে নন মেজর হিসেবে Physics, Statistics, Computer Science পড়ানো হয়।

গণিত পড়ে চাকরী -

প্রথমে দেশের কথায় আসি, গণিত পড়ে দেশেই ভাল কিছু করা যায়। যেমন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, ব্যাংক, করপোরেট
অফিসগুলোতেও গণিতবিদ লাগেই।

গণিতের চাহিদা :

দেশে এখন ইউজিসির হিসাব অনুযায়ী ২৭ টি সরকারী বিশ্ববিদ্যালয় ও ৫৭ টি বেসরকারী বিশ্ববিদ্যালয় আছে, যেখানে গণিতের শিক্ষক লাগবেই, শিক্ষক সংকটের কারণে বেসরকারী বিশ্ববিদ্যালয় গুলো
সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হায়ার করে খন্ডকালীন ক্লাসের ব্যবস্থা করতেছে, কারণ কোয়ালিটি সম্পন্ন জ্ঞান দান। কিন্তু এই খন্ডকালীন শিক্ষকের প্রয়োজন হতোনা যদি আমাদের মাঝে গণিত নিয়ে পড়ার আগ্রহটা থাকে
শুরু থেকেই। এছাড়া পরিসংখ্যান ব্যুরো ও
ব্যাংকে এই বিষয়ে বিশেষজ্ঞদের
বিশেষ সুবিধা দেওয়া হয়। তাছাড়া বিসিএস পরীক্ষায় গণিতবিদ দের সাফল্যের হার মোটামুটি ভাল।এটা ঠিক যে ব্যাংকগুলোতে ব্যবসা বিষয়ে যারা পড়ে তাদের প্রাধান্য থাকে, কিন্তু ভাল ভালো ব্যাংকগুলোতে ভালো সম্মানীতে চাকরী করতেছে গণিতবিদরা।আবার হাউস লোন, কার লোন, বউ-এর গহনা লোন, স্বাস্থ্য চিকিৎসা লোন সহ অনেক সুযোগ-সুবিধা থাকেই। আর বড় বড় মাল্টিন্যাশনাল করপোরেট অফিসগুলোতেও
গণিতবিদ লাগেই, তবে তাদের ধীরে ধীরে বুঝাতে হবে, গণিতবিদরা বিজনেস স্টাডিস নিয়ে যারা পড়েছে, তাদের বস !!
.
গণিত মানেই উন্নত দেশগুলোতে
যেটা বুঝানো হয়, গবেষণা, আর গবেষণা বাবদ আছে প্রচুর অর্থ, এটাই চাকরী। এছাড়া আর সবই আমাদের দেশের মতই, এখানেও দেখতেছি আই-আর বিষয় নিয়ে পড়েও ব্যাংক এ চাকরী করতেছে। কিন্তু এদের গণিত পড়ার মূল আগ্রহ থাকে নিজেকে একটু আলাদা করে
ভাবতে, গণিত পড়তে পারাটা এদের কাছে বিরাট সম্মানের।কিন্তু এটা সত্য যে, গণিত বিষয়টা খুব কম ছেলে-মেয়েই সিলেক্ট করে। হয়তোবা ভয় কাজ করে

গণিতে স্কলারশিপ :

একটা কথা বলি, পৃথিবীর সবচাইতে
বেশি স্কলারশীপ এখন গণিতের গবেষণায়। বিশেষ করে আমেরিকা, কানাডা, জার্মানী, ফ্রান্স, সুইজারল্যান্ড, ন্যাদারল্যান্ড,
অষ্ট্রেলিয়া, জাপান, চীন সহ বড় বড় ভাল অর্থনীতির সব দেশে। কিছু কিছু স্কলারশীপ আছে শুধু গণিতবিদদের জন্যই।
.
অনেককিছুই তো দেখলে। কি?ইচ্ছে করেনা এই বিষয়ে এসে নিজেকে জড়াবার!!

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১