OrdinaryITPostAd

তল কি? জ্যামতির তল নিয়ে জানুন।

 


তল জ্যামিতির সাথে সম্পৃক্ত একটি অতি গুরুত্বপূর্ণ অংশ। অনেকেরই তল বিষয়টি সম্পর্কে সঠিক এবং পরিষ্কার ধারণা নাই। আজকে আমরা তল সম্পর্কে জানবো এবং আমাদের তলের ধারণা পরিস্কার করবো।

তল কাকে বলে:

যেকোনো ঘনবস্তুর এক কিংবা একাধিক উপরিভাগ বা পৃষ্ঠ রয়েছে। প্রতিটি ঘনবস্তুর উপরিভাগকেই ঘনবস্তুর তল বলে। অন্য ভাবে বলা যায়, যে জিনিসের দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেধ বা উচ্চতা নেই তাকে তল বলে।

সাধারণত কোন বস্তুর উপরিভাগ কে তল বলা হয়। অর্থাৎ ঘনবস্তুর উপরিভাগ কেই তল বলে।

ঘনবস্তুর তল দ্বি-মাত্রিক হয়।

তল কাকে বলে? তল কতো প্রকার ও কি কি?

তল

 

 

তল কতো প্রকার ও কি কি:

তল সাধারণত দুপ্রকারের, যথা -

 

১) সমতল (plane surface) ও 

২) অসমতল বা বক্রতল ( curved surface)

 

তল কাকে বলে? তল কতো প্রকার ও কি কি?

বিভিন্ন রকম তল

১) সমতল (plane surface):

যে তলের উপরিভাগ কোথাও উঁচু বা নীচু নয়, অর্থাৎ যে তলের সর্বত্র একই রকম সমান তাকে সমতল বলে। সমতলের কোনো নির্দিষ্ট অংশের পরিমাপ বা আকার নেই। তবে কোনো কোনো সমতলের নির্দিষ্ট অংশের পরিমাপ বা আকার আছে।

উদাহরণ:-   ঘরের মেঝে, আয়না, কাগজের উপরিভাগ ইত্যাদি।

 

২) অসমতল বা বক্রতল ( curved surface):

যে তল সমতল না, অর্থাৎ সমতল না হলে সে তলটিকে অসমতল বা বক্রতল বলে।

উদাহরণ : ফুটবলের তল, পাথর বিছানো রাস্তা, ঘরের টিনের চাল ইত্যাদি।

নিচে কয়েকটি ঘনবস্তুর তল সংখ্যা সম্পর্কে ধারণা দাওয়া হল -

১) আয়তঘন :

ক ) তলসংখ্যা : ৬ টি

২) ঘনক : 

ক ) তলসংখ্যা : ৬ টি

৩) গোলক :

ক ) তলসংখ্যা : ১ টি

৪) চোঙ বা বেলন 

ক ) তলসংখ্যা : ৩ টি

৫) শঙ্কু 

ক ) তলসংখ্যা : ২ টি

 ৬) ত্রিভুজাকৃতি পিরামিড :

ক ) তলসংখ্যা : ৪ টি

৭) সাধারণ প্রিজম :

ক ) তলসংখ্যা : ৫ টি

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১