OrdinaryITPostAd

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধিতে অ্যাপেইয়ারেন্সের ব্যাবহারের জুড়ি নেই- Use of Apearence in wordpress

 


ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধিতে অ্যাপেইয়ারেন্সের ব্যাবহারের জুড়ি নেই । এখান থেকে আপনি নতুন থিম ইন্সটল অথবা প্রিমিয়াম থিম আপলোড করতে পারেবন। শুধু এটাই না , আপনার ওয়েবসাইটের সাইডবার ম্যানেজ করা এবং বিভিন্ন ওইজেটকে এখান থেকে কন্ট্রোল করতে পারেন ।

অ্যাপেইয়ারেন্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের খুবি গুরুত্বপূর্ণ অপশন । আপনার এডমিন ড্যাশবোর্ডে লগইন করার পর নিচেই এই অপশনটি দেখতে পারবেন । এটার উপর মাউস হবার করতে নিচের অপশনগুলি দেখতে পারবেন।

  • Theme – এখান থেকে থিম ইন্সটল এবং অ্যাক্টিভ / ডিএক্টিভ করতে পারবেন ।
  • Customization – ইন্সটল করা থিম এখান থেকে কাস্টমাইজেশন করতে পারেন ।
  • Widgets – সাইডবার তৈরি করা এবং বিভিন্ন ওইজেট কনট্রোল করা যায় ।
  • Menus – এখান থেকে আপনি ওয়েবসাইটের মেনু ( Navigation ) তৈরি করতে পারেন ।
  • Theme Editor – থিমের কোডে কোন পরিবর্তন করতে চাইলে । এই অপশন ব্যবহার করুন ।

উপরের অপশনগুলি বাদেও থিম এবং প্লাগিন ভেদে আর অপশন অ্যাড হতে পারে। যা আমরা পরবর্তীতে দেখব ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১