OrdinaryITPostAd

ওয়ার্ডপ্রেসে কিভাবে নতুন একটি পোস্ট করতে হয় -Making first post at wordpress

 

এখন আমি আপনাদের দেখাবো ওয়ার্ডপ্রেসে কিভাবে নতুন একটি পোস্ট করতে হয় । আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে পোস্টে মাউস হোভার করলে আপনি চার অপশন দেখতে পারবেন । সেগুলা হল –

All Posts – এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের সকল পোস্ট দেখতে পারবেন।
Add new – নতুন পোস্ট তৈরি করার জন্য এটি ব্যাবহার করা হয় ।
Categories – এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের / ব্লগের বিভিন্ন বিভাগ তৈরি করতে পারবেন ।
Tags – আপনার ওয়েবসাইটে ব্যাবহৃত সকল ট্যাগ দেখতে পারবেন।

একটু পরে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব । 


 

নতুন পোস্ট তৈরি করার আগে চলুন আমরা Categories ( বিভাগ ) অপশনটা নিয়ে একটু আলোচনা করি । ধরুন , আপনি আপনার ওয়েবসাইটে ১০০ টা পোস্ট করছেন বা করবেন । এই ১০০ টা পোস্ট তো একি বিষয় নিয়ে নয় , তাই না ? আপনি যদি একটা বিষয় ( topic ) নিয়ে ১০টা পোস্ট লিখেন , তাহলে সেই ১০ টা পোস্ট একটা বিভাগে রাখবেন যাতে আপনার ইউজাররা খুব সহজে তার দরকারি বিষয়ের পোস্ট পড়তে পারে। 

 

কিভাবে ওয়ার্ডপ্রেসে পোস্ট ক্যাটেগরি ( বিভাগ ) তৈরি করবেন –

নতুন একটি বিভাগ তৈরি করার জন্য Categories এ ক্লিক করুন । তারপর আপনার পছন্দের বিভাগের নাম দিন । আরেক ভাবেও আপনি নতুন একটা বিভাগ তৈরি করতে পারেন , সেটা আমরা নতুন একটা পোস্ট করার সময় দেখব ।

কিভাবে ওয়ার্ডপ্রেসে নতুন একটি পোস্ট তৈরি করতে হয়

নতুন একটা পোস্ট তৈরি করার জন্য পোস্ট অপশন থেকে অ্যাড নিউতে ক্লিক করুন । এরপর আপনি একটা এডিটর দেখতে পারবেন । এই এডিটরটার নাম ব্লক এডিটর । আগে ওয়ার্ডপ্রেসে অন্য একটি এডিটর ছিল ওইটার নাম ক্লাসিক এডিটর ( যা প্রায় মাইক্রস্ফট ওয়ার্ডের মত ছিল ) । এখন এই ব্লক এডিটর ডিফল্ট এডিটর এবং এইটা পোস্ট করা অনেক সহজ। আপনি চাইলে Classic Editor এই প্লাগিন ইন্সটল করে ক্লাসিক এডিটর ব্যাবহার করতে পারেন ।

১। আপনার পোস্টের টাইটেল দিন ।
২। + ব্লক্সে ক্লিক করলে আপনি বিভিন্ন ব্লক দেখতে পারবেন । আপনার প্রয়োজন মত ব্লক নিন ।
৩। এখান থেকে আপনার তৈরি করা বিভাগ সিলেক্ট করুন ।
৪। ঐযে বলছিলাম অন্যভাবেও পোস্টের বিভাগ তৈরি করা যায় ! Add New Category – তে ক্লিক করেও করতে পারেন ।
৫। আপনার পোস্ট করা হলে আবার পাব্লিশ করুন Publish বাটনে ক্লিক করে ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১