OrdinaryITPostAd

কেমন ওয়েব সাইট তৈরী করা যায় ওয়ার্ডপ্রেস দিয়ে

 

এখানে আমি আপনাকে বলব প্রায় সব ধরণের ওয়েব সাইট তৈরী করা সম্ভব ওয়ার্ডপ্রেস দিয়ে। আসুন তাহলে একটা লিস্ট তৈরী করি ওয়ার্ডপ্রেস দিয়ে কোন কোন ধরণের ওয়েব সাইট তৈরী করা যায়।
• সাধারণ ব্লগ সাইট
• সাধারণ ব্যবসায়িক ওয়েব সাইট
• ই-কমার্স ওয়েব সাইট
• গেস্ট ব্লগিং ওয়েব সাইট
• টিভি ওয়েব সাইট
• গেমিং ওয়েব সাইট
• ভিডিও ব্লগিং ওয়েব সাইট
• নিউজ ওয়েব সাইট
• শিক্ষা প্রতিষ্টানের ওয়েব সাইট
• MLM সিস্টেম ওয়েব সাইট
• ডেটিং ওয়েব সাইট
• ল্যান্ডিং পেজ ইত্যাদি।
তাহলে এখানে দেখলাম প্রায় ১২ ধরণের ওয়েব সাইট ও পেজ তৈরী করা যায় ওয়ার্ডপ্রেস দিয়ে। এবার তাহলে বুজতে সহজ হচ্ছে যে কেন এই ওয়ার্ডপ্রেস এত জনপ্রিয়? আর এতটা নিয়ে প্রতিনিয়ত বসে আছে ডেভোলপার রা যারা প্রতিদিন ই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজে মেতে আছে। আর তাদের এই প্রচেষ্টাতে আমরা প্রতিদিন ই নিত্যনতুন অপশন পাচ্ছি ওয়ার্ডপ্রেস কিংবা নতুন নতুন প্লাগিং আর এর মাধ্যমে আমাদের সাধারণ ওয়েব সাইট হয়ে উঠছে অসাধারণ।

 

কেন ব্যবহার করা হয় এই ওয়ার্ডপ্রেস?

 

অনেক অনেক কারণ রয়েছে বিশ্বের সবচেয়ে বেশী ব্যবহার করা সি এম এস ওয়ার্ডপ্রেস দিয়ে। আসুন তৈরী করি একটা লিস্ট যেটা দিয়ে আমরা আলাদা করতে পারব যে কেন ওয়ার্ডপ্রেস বেশী ব্যবহার করা হয়।

• ব্যবহার করা সহজ
• কোডের এর কোন ধারণা না থাকলে ও চলে
• একই সাথে ডিজাইন আর কোডিং করা যায়
• সহজে আপডেট করা সম্ভব
• সহজে এক্সপোর্ট ও ইমপোর্ট করা যায়
• অসংখ্য প্লাগিং ব্যবহার করা যায়
• সহজে Editing করা যায়
• MS Word এর মতন লেখা যায়
• সোসাল মিডিয়া Add করা সহজ
• Google Map Add করা যায়
• সহজে SEO করা যায় ইত্যাদি ইত্যাদি ।

 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১