OrdinaryITPostAd

এনএফসি (NFC) কি? কিভাবে NFC কাজ করে?-Nullblogger.com

 বর্তমানে অতি দ্রুত জনপ্রিয় হয়েছে এমন একটি তারবিহীন যোগাযোগ প্রযুক্তির নাম এনএফসি‌(NFC-Near field Communications)। যা 2004 সালে সনি, নকিয়া ও ফিলিপস কর্তৃক প্রতিষ্ঠিত ” NFC Forum” এর প্রচেষ্টার ফসল।

ভূমিকা (এনএফসি)-

এনএফসি বার নিয়ার ফিল্ড কমিউনিকেশন হল রেডিও সিগন্যাল ব্যবহার করে খুব কাছাকাছি দূরত্বের (4 সেন্টিমিটার থেকে সর্বোচ্চ 10 সেন্টিমিটার) দুইটি ডিভাইস বা বস্তু পরস্পর নিজেদের মধ্যে তারবিহীন (ওয়ারলেস) ডেটা যোগাযোগ করার অ্যাকসেট প্রটোকল। এ প্রটোকল ব্যবহার করে সর্বোচ্চ 424 কিলোবিট/সেকেন্ড গতিতে ডেটা বিনিময় করা যায়। এটা আরএফআইডি (RFID- Radio frequency IDentification)প্রযুক্তি ব্যবহার করে 13.56 মেগাহার্টজ ব্যান্ডে ডেটা যোগাযোগ করে।

এনএফসি টেকনোলজি সমৃদ্ধ ডিভাইস বলতে স্মার্ট ফোন, ডিজিটাল ক্যামেরা, টেলিভিশন, টার্মিনাল, ক্রেডিট/ডেবিট কার্ড, টিকেট ইত্যাদিকে বুঝায়। ইদানিং এই প্রটোকল ব্যবহার করে যোগাযোগ করার বিষয়টি জনপ্রিয় হচ্ছে। একটি এনএফসি চিপে স্বল্প পরিমাণ প্রয়োজনীয় ডাটা সংরক্ষণ করতে পারে। সকল যোগাযোগের জন্য এনআরসি সম্বন্ধে ডিভাইস বা বস্তু 4 সেন্টিমিটার দূরত্বের মধ্যে স্থাপন করা হয় অথবা একে অপরকে স্পর্শ করে। যে সকল ডিভাইস এনএফসি টেকনোলজি ব্যবহার করে সেগুলো সক্রিয় অ্যাক্টিভ (Active) বা এবং নিষ্ক্রিয় বা প্যাসিভ (Passive) হতে পারে।
নিষ্ক্রিয় বা প্যাসিভ (Passive) ডিভাইসে তথ্য সংরক্ষণ করা থাকে যা অন্য কোন ডিভাইস পড়তে পারে। তবে ওই ডিভাইস নিজে তার মধ্যে সংরক্ষিত তথ্য পড়তে পারেনা। উদাহরণস্বরূপ সাইনবোর্ডের কথা ধরা যেতে পারে। সাইনবোর্ড তার মধ্যে সংরক্ষিত তথ্য অন্যকে প্রকাশ করতে পারে কিন্তু নিজেই তথ্য ব্যবহার করা প্রক্রিয়া করতে পারে না।

সক্রিয় বা একটিভ (Active) ডিভাইস তথ্য সংরক্ষণ করতে পারে, অন্য ডিভাইস এর তথ্য পড়তে পারে এবং প্রয়োজনীয় তথ্য ট্রান্সমিটার বাপের এবং তথ্য বিনিময় করতে পারে। তাতে নিরাপত্তা নিশ্চিতকল্পে এনএফসি সিকিউর চ্যানেল স্থাপন করে ডাটা কমিউনিকেশন করে এবং ডেটা এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে। এনএফসি সমুদ্র কোন ডিভাইস চুরি হলে যাতে অন্য কেউ ব্যবহার করতে না পারে সেজন্য এতে পাসওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। বর্তমানে মোবাইল ফোন, ক্রেডিট বা ডেবিট কার্ড, বিভিন্ন ধরনের টুল পরিষদের কার্ড ইতালিতে এই প্রযুক্তির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। 

 

কিভাবে NFC কাজ করে

এনএফসি প্রযুক্তিসমৃদ্ধ দুটি ডিভাইস বা বস্তু পরস্পরের প্রটোকল ব্যবহার করে যোগাযোগ করার জন্য একটিতে অবশ্যই এনএফসি রিডার /রাইটার (NFC reader/writer)ও অপরটিতে এনএসসি ট্যাগ (NFC Tag) থাকতে হবে। এনএফসি রিডার রাইটার (NFC reader/writer)ৎএকটি সক্রিয় বা অ্যাক্টিভ বিভাগের সাথে যোগাযোগ করার জন্য রেডিও সিগন্যাল তৈরি করে। অন্যদিকে এনএসসি ট্যাগ একটি নিষ্ক্রিয় বাপে সিটি বাজা নিকটস্থ সক্রেটিসের ম্যাগনেটিক ফিল্ড থেকে শক্তি পায়। এটি একটি পাতলা দিবাজা থেকে চিপ, মেমোরি, এন্টেনা থাকে।

এনএফসি (NFC)প্রযুক্তির ব্যবহার-

  • ডেবিট /ক্রেডিট কার্ডে
  • টোলপ্লাজায় টোল পরিষদের কার্ডে
  • স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষণ করতে হেলথ কার্ডে
  • বাস /ট্রেনের ভাড়া পরিশোধের কার্ডে ইত্যাদি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১