OrdinaryITPostAd

বিট ও বাইট এর মধ্যে পার্থক্য কি? - Ask-Answer; Nullblogger

 


 

 

বিট
কম্পিউটারের নিজস্ব ভাষা নেই। এরা কেবল বিদ্যুতের ভাষা বােঝে। তাই ইংরেজি, বাংলা, আরবি এমন কোনাে ভাষাই কম্পিউটার বােঝে না। কম্পিউটারকে এসব ভাষা বােঝানাের জন্য বাইনারী সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। বাইনারী সংখ্যা পদ্ধতিতে শুধু মাত্র ০ (শূন্য) এবং ১ (এক) এই দুইটি অংক ব্যবহার করা হয়। ০ (শূন্য) এবং ১ (এক) অংক দুইটিকে বিট (Bit) বাইনারী ডিজিট (Binary Digit) বলা হয়। অর্থাৎ বাইনারী সংখ্যা পদ্ধতির প্রতিটি অংকই এক একটি বিট (Bit)।

বাইট
৮টি বিট একত্রে যখন কোন একটি অংক, বর্ণ বা বিশেষ চিহ্নকে প্রকাশ করে, তখন তাকে বাইট বলে। ৮ বিট নিয়ে একটি বাইট গঠিত হয়। কম্পিউটারের মেমােরিকে বাইট দ্বারা পরিমাপ করা হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১