OrdinaryITPostAd

এরে (Array) হলো এক প্রকার ভেরিয়েবল

 



 এরে (Array) হলো এক প্রকার ভেরিয়েবল যার মাধ্যমে অনেকগুলো ডাটা একসাথে সংরক্ষণ করা যাবে। যেমন ধরুন, আপনার শোবার ঘরে একটি ড্রেসার রয়েছে যাতে ৩টি ড্রয়ার আছে। সবচেয়ে উপরের ড্রয়ারে রয়েছে আন্ডারওয়্যার, ২য় ড্রয়ারে রয়েছে প্যান্ট, তৃতীয় ড্রয়ারে আছে পায়জামা। এগুলো সবগুলোকেই ‘কাপড়’ বলা হয় কিন্তু প্রতিটির আবার নিজস্ব নাম রয়েছে। এরে (Array) ও একই রকম।

Array () ফাংশন দিয়েই আপনি এরে তৈরি করতে পারেন-Nullblogger;।
Array (name=>value, name=>value,...);
একটি এরের মাধ্যমে বছরের সব মাসের নাম আপনি সংরক্ষণ করতে পারেন:
$months=array(“January”, “february”, “March”, “Aprill”, “may”, “June”, “July”, “August”, “September”, “October”, “November”, “December”,)
এই এরেতে ১২ টি এলিমেন্ট রয়েছে এবং এদেরকে প্রতিটিকে তাদের এরের অবস্থান অনুসারে ডাকতে পারে যার শুরু হয় ০ দিয়ে।
Echo $months[0] বললে January প্রিন্ট হবে।
Echo $months[11] বললে November প্রিন্ট হবে।

একটি এরের সবগুলো ভেলু প্রিন্ট করতে চাইলে এরের সাইজ পেতে হবে এবং একটি লুপ সেট করতে পারেন।
For ($month_number=0;
$i<count($months);$1++)
{
echo $months [$month_number]“<br>\n”;
}
একটি সাধারণ এসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে এরেতে ভ্যালুও এসাইন করা যেতে পারে:
$dogs=array ();
$dogs [0]= “shepherd”;
$dogs [1]= “poodle”;
অনেক প্রোগামিং ল্যাঙ্গুয়েজের মতো PHP তেও এসোসিয়েটিভ এরে ব্যবহার করা যায়।
$person = array (
“first_name”=>”Jay”,
“last_name”=>”greenspan”,
“e-mail”=>”Jgreen1@yahoo.com”

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১