OrdinaryITPostAd

উপজেলা আর থানার পার্থক্য কী? - Nullblogger.com

 

থানা আর মডেল থানা , কোতয়ালী থানার পার্থক্য কী?
উপজেলা আর থানার পার্থক্য কী?

থানার প্রধান হিসেবে দায়িত্বে থাকেন ওসি আর মডেল থানার প্রধান হিসেবে দায়িত্বে থাকেন ASP।

বাংলাদেশের প্রথম মডেল থানা ভালুকা , ময়মনসিংহ।

 

কোতয়ালী থানা : সুলতানি আমলে থানার পুলিশ প্রধানকে বলা হত দারোগা। মোঘল আমলে নগরের বা বন্দরের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বের প্রধানকে বলা হতো কোতোয়াল। ব্রিটিশ আমলে এই উপমহাদেশে এই যুগের মতো এত ফাংশন ছিল না। ছিল জমিদারি, হাটবাজারের ইজারা, কৃষি, বন্দর বা ঘাট ইজারা যা থেকে ডেপুটি কালেক্টরেট (ডিসি) খাজনা /রাজস্ব/ ট্যাক্স উত্তোলন করতেন। এই সময় জেলা প্রশাসক তথা রাজস্ব কালেক্টটররা (ডিসি) রাজস্ব সংগ্রহের জন্য নিয়মিত পুলিশ বাহিনী ব্যতীত দাঙ্গা পুলিশের মতো কোতয়াল বাহিনী দ্বারা কিছু থানা পরিচালিত করত।কোতোয়াল ছিলেন থানার আইনশৃঙ্খলা রক্ষার প্রধান।তার অধীনে ছিল দারোগা,জমাদার,হাবিলদার,নায়েক,কনস্টবল ইত্যাদি। কোতয়াল বাহিনী যারা রাজস্ব তথা খাজনা দিতে পারত না তাদের ধরে এনে থানায় রাখত । পরবর্তীতে সেই থানা গুলোই কোতয়ালী থানা হিসেবে পরিচিত হয়েছে।এই থানা গুলোতে এখনও OC দায়িত্ব পালন করে থাকেন। যার ফলে বাংলাদেশের পুরাতন শহরগুলো বা জেলাগুলোতে কোতোয়াল নামটি বা শব্দটি পাওয়া যায়।


 

থানা বলতে সোজা বাংলায় কয়েকটি ইউনিয়ন বা ওয়ার্ড নিয়ে গঠিত একটি প্রশাসনিক ইউনিটকে বোঝায় যার প্রধান হন OC/ASP. একটি থানায় একাধিক তদন্ত কেন্দ্র, ফাঁড়ি, ক্যাম্প থাকতে পারে।

আর উপজেলা বলতে বোঝায় সরকারের একটি প্রশাসনিক ইউনিট যার প্রধান UNO.

সরকারের প্রশাসনিক ইউনিট (Administration) দুইভাগে বিভক্ত। যথা-

কেন্দ্রীয় পর্যায়ে
১. মন্ত্রণালয়>সচিবালয় (সিনিয়র সচিব -সচিব-অতি:সচিব- যুগ্ন সচিব- উপসচিব-সিনিয়র সহকারী সচিব-সহকারী সচিব)

আর মাঠ পর্যায়ে প্রশাসন হলো
২. বিভাগীয় কমিশনার (যগ্ন সচিব।ঢাকা জেলা বাদে)
অতিরিক্ত বিভাগীয় কমিশনার
ডিসি (উপসচিব)
ইউএনও (সিনিয়র সহকারী সচিব)
এসি-ল্যান্ড (সহকারী /সিনিয়র সহকারী সচিব)

উপজেলায় রাষ্ট্রের প্রশাসনের সামগ্রিক প্রধান অফিসার হলো ইউএনও। উপজেলাতে আর যত ক্যাডার, ননক্যাডার অফিসার আছেন সবাই ইউএনও এর আজ্ঞাবহ। সোজা বাংলায় উপজেলায় সরকারী কাজের সমন্বয় করবেন UNO.

জানা দরকার OC/ASP প্রধান মানেই থানা । আর UNO(Upazila Nirbahi Officer) মানেই উপজেলা। একটি উপজেলায় একাধিক থানা থাকতে পারে।যেমন- কালকিনি, মাদারীপুর। একটি উপজেলায় যদি একটি থানাই থাকে তাহলেও OC কে থানার প্রধান বলতে হবে।।

আপনারা যে বলেন, TNO, ATO কোনটাই বলা যাবে না। বলতে হবে UNO আর বলতে হবে AUEO (Assistant Upazila Education Officer).

TO নয় তবে সাধারণত বলতে পারেন TEO (Thana Education Officer) তবে শুদ্ধ হলো Upazila Education Officer (UEO).মোদ্দা কথা শুনতে বা বলতে ভালো শুনায় না তাই বলি না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১