OrdinaryITPostAd

কখোনো ভেবেছেন?ভোল্টেজ না কারেন্ট বিপদজনক? -Nullblogger

 

প্রায় এরকম প্রশ্ন শোনা যায়, কেউ শক খেলে সেখানে কোনটা বেশি ইফেক্ট ফেলে কারেন্ট না ভোল্টেজ। কেউ কেউ বলে কারেন্ট মেইন ফ্যাক্টর আবার কেউ কেউ বলে ভোল্টেজ মেইন ফ্যাক্টর। বেশ কিছু জায়গায় বলা যে কারেন্টের মান বেশি ইফেক্ট ফেলে-ভোল্টেজ ডিফারেন্স বেশি থাকলেও, কারেন্ট যদি কম যায় তাহলে ক্ষতি কম হবে। এটা অনেক বড় একটা ‍ভুল ধারণা। এইখানে বিষয়টা হলো কারেন্ট বা ভোল্টেজ যেকেনো একটিকে মেইন ফ্যাক্টর বলাটা একটা মিসকনসেপ্টশন। দেহের কতটুকু ক্ষতি হবে এটা নির্ধারন করে দেহ কারেন্টের লাইন থেকে ঠিক কতটুকু শক্তি নিল তার উপর।

W= Pt= V I t  = \frac{{V}^{2} t}{R}



এর অর্থ শক খাওয়ার পর ক্ষতির পরিমাণ নির্ভর করছে কারেন্টের মান ও তার সাথে ভোল্টেজ এবং কতটুকু সময় ধরে কারেন্ট পাস হয়েছে এই তিনটি রাশির গুণফলের উপর। ২২০ ভোল্টের একটি তার ভুমিতে দাড়িয়ে ১ সেকেন্ড ধরে স্পর্শ করলে যে ক্ষতি হবে, মোটামোটি ১০০০ ভোল্টের একটি তার ০.০৪৮৪ সেকেন্ড ধরে স্পর্শ করলে সমপরিমাণ ক্ষতি হবে।

দেহের গ্রহণকৃত শক্তি W দেহে তাপশক্তিতে পরিনত হচ্ছে, যার ফলে দেহের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ ক্ষতিগ্রস্থ হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১