OrdinaryITPostAd

মাইনাস × মাইনাস = প্লাস হয় কেন?

 


মাইনাস × মাইনাস = প্লাস হয় কেন? 

ঘটনাঃ ১

মনেকরি হাবলুর কাছে ৫ টাকা আছে, এখন যদি বলি রহিমের কাছে মাইনাস (-) ৫ টাকা আছে, এই কথা দ্বারা বোঝা যায় রহিমের কাছে কোনো টাকা নেই বরং ৫টাকা ধার বা কম আছে। অর্থাৎ হাবলুর বিপরীত অবস্থা রহিমের। যেহেতু প্লাসের বিপরীত মাইনাস। অর্থাৎ কোনো কিছুর মাইনাস মানে,"সেই কোনো কিছুর" বিপরীত অবস্থা।

 

ঘটনাঃ ২  

কোনো ব্যাক্তির ৫মিটার পশ্চিম দিকে যাওয়া মানে, সেই ব্যাক্তি তার অবস্থান থেকে ৫মিটার পশ্চিমে যাবে। কিন্তু মাইনাস -৫ মিটার পশ্চিমে যাওয়া মানে, সেই ব্যাক্তি তার অবস্থান থেকে ৫মিটার পশ্চিমের বিপরীতে অর্থাৎ পূর্বদিকে যাবে।

সুতারাং এইটা বোঝা জরুরী যে, মাইনাস মানে বিপরীত অবস্থা।

 

 কিছু বাস্তব উদাহরণঃ

 উপরের ঘটনা পড়ে থাকলে এবার খুব সহজেই বোঝা যাবে বিষয়টা।

(-৫)×(-১) মানে হচ্ছে, (-৫) কে আপনি (-১) দ্বারা একবার বিপরীত দিকে নির্দেশ করছেন। সুতারাং ফলাফল মাইনাস(-৫) এর বিপরীত +৫ বা ৫ হবে। 

(-৫)×(-২) মানে (-৫) কে আপনি (-২) দ্বারা দুইবার বিপরীত দিকে নির্দেশ করছেন। সুতারাং ফলাফল  (-৫) কে দুইবার বিপরীত দিকে(প্রথমবার ৫+দ্বিতীয়বার ৫) সড়ালে হবে ১০। 

অনুরুপভাবে,(-৫×-৪)  এইটার মানে হচ্ছে , আপনি -৫ কে (-৪) দ্বারা চারবার বিপরীত দিকে নির্দেশ করছেন।সুতারাং ফলাফল প্লাস ২০ বা ২০।

আর এজন্যই  মাইনাস মাইনাস গুন করলে আমরা প্লাস মান পাই।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১