OrdinaryITPostAd

Prefix ও Suffix কাকে বলে? পার্থক্য?


 

 Prefix (উপসর্গ): যে Letter বা Letter সমষ্টি Word এর পূর্বে যুক্ত হয়ে word এর পরিবর্তন  ঘটায়, তাকে Prefix বলে।

Prefix এর কোন পূর্ন অর্থ নেই। যেমন: Un, dis, mis, in ইত্যাদি।
কেবল শব্দের আগে বসে নতুন শব্দ তৈরী করে।
যেমনঃ

Un+like = unlike 
Dis+like = dislike
mis + take = Mistake
in +correct = Incorrect.

Suffix (প্রত্যয়): যে Letter বা Letter সমষ্টি কোন Word এর শেষে যুক্ত হয়ে word এর পরিবর্তন সাধন করে, তাকে Suffix বলে। Suffix-এর ও নিজস্ব কোন অর্থ নেই। যেমনঃ ly,ness,tion,ful etc.

কেবল, Word এর শেষে বসে word এর পরিবর্তন ঘটায়। যেমনঃ
Bad + ly = badly
kind + ness = kindness
examine + tion = examination
care + ful = careful

অর্থাৎ Prefix বা Suffix কোনটিরই নিজস্ব কোন শাব্দিক অর্থ নেই। কেবল অন্য শব্দের সাথে যুক্ত হয়ে ঐ শব্দের পরিবর্তন ঘটায়।
Prefix শব্দের পূর্বে এবং Suffix শব্দের পরে যুক্ত হয়।

কয়েকটি উল্লেখযোগ্য prefix "pre,in,dis,un,con,im,ill,ir,be etc"

কয়েকটি উল্লেখযোগ্য suffix
"al, ance,er, ful, ic,ish, less, ly, ment, ness, ous, ship, sion,tion,ion,y,ly" ইত্যাদি।

Prefix  & Suffix ব্যবহার করে parts of speech এর পরিবর্তন করা যায়,  নিচের উদাহরণ গুলো দেখুন,

1. Noun-এর সাথে suffix ‘able,ible,al’ যোগ করে adjective গঠন করা যায়।
যেমনঃ
comfort + able = comfortable
sense +ible = sensible
digit + al = digital

2.Noun-এর সাথে suffix ‘ian’ যোগ করে adjective গঠন করা হয়।
যেমনঃ
Noun + ian = Adjective
Canada + ian = Canadian
Egypt + ian = Egyptian
India +ian = Indian

3.Noun-এর সাথে suffix ‘ic’ যোগ করে adjective গঠন করা হয়।
যেমনঃ
Noun + ic = Adjective
Arab + ic = Arabic
Islam + ic = Islamic
Prose + ic = Prosaic
4. Noun-এর সাথে suffix ‘ful’ যোগ করে adjective গঠন করা হয়।
যেমনঃ
Noun + ful = Adjective
beauty + ful = beautiful
duty + ful = dutiful
use + ful = useful
fruit + ful = fruitful

5. Verb-এর সাথে suffix ‘able/ible,al’ যোগ করে adjective গঠন করা যায়।
যেমনঃ
drink + able = drinkable
response + ible = responsible
approve + al = approval

6. Verb-এর সাথে suffix ‘ee’ যোগ করে Noun গঠন করা যায়।
যেমনঃ
address + ee = addressee
allot + ee = allotee
employ + ee = employee
pay + ee = payee


7. Verb-এর সাথে suffix ‘r/er’ যোগ করে Noun গঠন করা যায়।
যেমনঃ
Verb + er/r = Noun
drive + r = driver
fight + er = fighter
make + er = maker
write + r = writer

8. Noun বা Adjective-এর সাথে prefix ‘en’ যোগ করে Verb গঠন করা যায়।
যেমনঃ
en + Noun/Adjective = Verb
en + able = enable
en + danger = endanger
en + joy = enjoy
en + title = entitle

8. Noun বা Adjective-এর সাথে prefix ‘be’ যোগ করে adjective গঠন করা যায়।
যেমনঃ
be + cloud = becloud
be + fall = befall
be + friend = befriend
be + fit = befit

9. Verb-এর সাথে prefix ‘dis’ যোগ করে বিপরীত শব্দ গঠন করা যায়:
dis + agree = disagree
dis + allow = disallow
dis + obey = disobey
dis + like = dislike

10. Adjective-এর সাথে prefix ‘il/im/in/ir’ যোগ করে opposite Adjective গঠন করা যায়:
il + legal = illegal
im + moral = immoral
in + attentive = inattentive
ir + regular = irregular

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১