OrdinaryITPostAd

nullblogger;এক্সরে টিউব বা এক্সরে নল এর গঠন ও কার্যপদ্ধতি


এক্সরে নল একটি বায়ুশূন্য কাচ নল। কাচ নলের দুপ্রান্তে দুটি তড়িৎদ্বার বা ইলেকট্রোড লাগানাে থাকে। এদের একটির নাম ক্যাথােড এবং অপরটি অ্যানােড। ক্যাথােডে টাংস্টেন ধাতুর একটি কুন্ডলী থাকে, একে ফিলামেন্ট বলে। ফিলামেন্টের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎপ্রবাহ ক্যাথােডকে উত্তপ্ত করে। ফলে ক্যাথােড থেকে ইলেক্টন বিমুক্ত হয় এবং বের হয়ে আসে। ক্যাথােড ও অ্যানােডের মধ্যে খুব উচ্চমানের বিভব পার্থক্য প্রয়ােগ করা হলে ক্যাথােড থেকে ইলেকট্রন গুলাে খুব দ্রুতগতিতে ছুটে যায় এবং লক্ষ্যবস্তু অ্যানােডকে আঘাত করে। সংঘর্ষের ফলে ইলেকট্রনের গতি হঠাৎ থেমে যায় এবং ফোটন কণা তথা এক্সরে উৎপন্ন হয়। ইলেক্টনের গতিশক্তি তাড়িৎচৌম্বক তরঙ্গে রূপান্তরিত হয়। ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য এবং উচ্চ কম্পাংকের তাড়িৎচুম্বক তরঙ্গের এই বিকিরণই হলাে এক্সরে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১