OrdinaryITPostAd

Google Local Guide একজন লোকাল গাইডের কাজ কি?

 



১)লোকাল গাইডগন সাধারণত গুগুল ম্যাপসে বিভিন্ন প্লেস যেমন জাদুঘর,মসজিদ,দোকান,শপিং মল,হাসপাতাল,স্কুল ইত্যাদি যুক্ত করেন এবং এর সঠিক অবস্থান নির্নয় করেন।

২) তারা বিভিন্ন প্লেস সম্পর্কে রিভিও প্রদান, রেটিং, প্রশ্নত্তোর, ছবি যুক্ত করা, প্লেসটি সম্পর্কে সঠিক তথ্য ম্যাপে যুক্ত করেন।

৩)একজন লোকাল গাইড গুগুল ম্যাপে নিজ এলাকা বা তার পরিচিত এলাকার রোড/সড়ক ম্যাপে আকতে পারেন।

৪)এছাড়া লোকাল গাইডদের নিজস্ব কমিউনিটি থাকে যাতে তারা নিয়মিত মিট-আপ ও অন্যান্য লোকাল গাইডদের দিক নির্দেশনা দিয়ে থাকেন।

৫) লোকাল গাইডের আন্তর্জাতিক প্লাটফর্ম আছে যেখানে তারা বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন প্রকার তথ্য আদান প্রদান,সমস্যা সমাধান ও অভিজ্ঞতা শেয়ার করে থাকেন।

#এতে কোন আর্থিক বা অন্য কোন সুবিধা আছে কি?

না,এতে কোন প্রকার আর্থিক ভাবে লাভবান হওয়ার সুযোগ নেই। তবে বিভিন্ন দেশের লোকাল গাইডদের নিয়ে গুগুল প্রতিবছর একটি সামিটের আয়োজন করে থাকেন।যেমন এবছর লোকাল গাইড সামিটে বাংলাদেশের দুজন লোকাল গাইড অংশগ্রহণ করেন ও “বাংলাদেশ লোকাল গাইড” সেরা কমিউনিটি নির্বাচিত হয়। এছাড়া নির্দিষ্ট লোকাল গাইডদের গুগুল Perks যেমন গুগুল মোবাইল,গুগল চশমা বা অন্যান্য উপহার সামগ্রী দিয়ে থাকেন। এছাড়া কয়েকমাস আগ পর্যন্ত নির্দিষ্ট লেভেল পর্যন্ত লোকাল গাইডদের ১ টেরাবাইট স্টোরেজ সুবিধা দেওয়া হত, যেটি অত্যাধিক স্পামিং এর কারনে বর্তমানে বন্ধ আছে।

#আমরা কিভাবে লাভবান হতে পারি?

১)একজন লোকাল গাইড হিসেবে আপনি চাইলে আপনার এলাকার মসজিদ,মাদ্রাসা,স্কুল,দোকানপাট, ব্যাংক,রেস্টুরেন্ট, হাসপাতাল ইত্যাদি প্লেস গুগুল ম্যাপে যুক্ত করতে পারেন, যাতে করে যে কেউই এটি খুব সহজে খুজে পেতে পারে।

২) ম্যাপ ইউস করে আপনি যে আপনি যে জায়গায় আছেন সেখান থেকে আপনি যে জায়গায় যাবেন তার দুরত্ব?যেতে কত সময় লাগতে পারে? আশেপাশে কোন খাবার রেস্তোরা আছে কিনা?কত খরচ হতে পারে? প্লেসটির রিভিও ভাল কিনা সব তথ্য পাবেন।

৩) গুগুল ম্যাপস এর নতুন ফিচারের মাধ্যমে আপনি যেখানে যাবেন সেই রোডে জ্যাম আছে কিনা জানতে পারবেন।

8)ঘরে বসেই সেরে ফেলতে পারেন একটা মিনি ট্যুর। মানে যে জায়গায় আপনি যেতে চান সেখানে যাওয়ার আগে ঐ জায়গার শত শত ফটো,  ৩৬০ ডিগ্রি ছবি, সাথে ভিডিও সহ দেখতে পারবেন। বিশ্বাস না হলে একবার নিজেই ট্রাই করে দেখুন।

#আমি কিভাবে একজন লোকাল গাইড হতে পারি?

যে কোন প্রাপ্ত বয়স্ক লোক একজন লোকাল গাইড হতে পারবেন। আপনার দেশ এবং এলাকার প্রচারে অংশগ্রহণ করতে পারবে। মজার ব্যপার হল আপনি যেই লোকেশনেই যাবেন বা ভ্রমন করবেন, আপনি সেই স্থানের একজন লোকাল গাইডস হয়ে যাবেন।

লোকাল গাইডস হতে হলে আপনার অবশ্যই একটি গুগল একাউন্ট বা জিমেইল আইডি (#Gmail_ID) থাকতে হবে। তাছাড়া আপনাকে গুগল ম্যাপস সম্পর্কে প্রাথমিক ধারনা থাকা লাগবে।
তারপর maps.google.com/localguides এই লিংক এ গিয়ে সাইন- আপ (Sign-Up) করতে হবে|

তাছাড়া  আরেকটি সহজ উপায়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। সেটা হল আপনার স্মার্টফোনে  গুগল ম্যাপস অ্যাপ অথবা যেকোন ব্রাউজার এ গুগল ম্যাপস ওপেন করুন। তারপর অপশন এ গিয়ে Your Contribution এ ক্লিক করুন। সেখানে আপনার কোন কন্ট্রিবিউশন থাকলে তার পয়েন্ট দেখতে পারবেন।(আর এটাই হচ্ছে আপনার গুগল ম্যাপস প্রোফাইল)। সেখানে যারা নতুন বা লোকাল গাইডস এ তাদের একাউন্ট সাইন আপ করা নেই তাদেরক GET STARTED লেখা লিংক এর মাধ্যমে গুগল ম্যাপস লোকাল গাইডস এ যোগ দিতে আমন্ত্রন জানাবে।এভাবেও আপনি একজন লোকাল গাইড হিসাবে শুরু করতে পারবেন।

#আমি কি কোন পার্সোনাল তথ্য শেয়ার করতে পারি?

না, কোন প্রকার ব্যক্তিগত তথ্য,ছবি,ভিডিও,নিজের নাম বা বাড়ির নাম ইত্যাদি যুক্ত করা গুগুল শর্তাবলীর পরিপন্থী। যেহেতু ম্যাপসে রিপোর্ট অপশন টি আছে তাই কেউ যদি এইরুপ করে থাকেন তবে তার বিরুদ্ধে আপনি রিপোর্ট করতে পারবেন।

#সর্বশেষ,এ সম্পর্কে কোন প্রকার সাহায্যের প্রয়োজন হলে এলাকার সুশিক্ষিত ছাত্রদের নিয়ে আমাদের ছোট একটি ফেসবুক চ্যাট গ্রুপ আছে।চাইলে আপনিও আমাদের সাথে যুক্ত হতে পারেন।তবে গ্রুপে লোকাল গাইড ব্যাতিত অন্য যেকোন আলোচনা নিষিদ্ধ অবশ্যই।
যুক্ত হতে চাইলে আমাকে মেসেজের মাধ্যমে জানালেই হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১