OrdinaryITPostAd

গামা রশ্মির ধর্ম।গামা রশ্মি (Gamma ray) কি?

 

গামা রশ্মি (Gamma ray) আসলে শক্তিশালী বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। কাজেই এর কোনাে চার্জ নেই (আধানহীন), কিন্তু শক্তিশালী হওয়ার কারণে এর তরঙ্গ দৈর্ঘ্য খুব কম (কম্পন অনেক বেশি)। শক্তি বেশি বা কম হলেও এর বেগ সব সময়েই আলাের বেগের সমান। যখন কোনাে নিউক্লিয়াস আলফা কণা কিংবা বিটা কণা বিকিরণ করে উত্তেজিত অবস্থায় থাকে তখন বাড়তি শক্তি গামা রশ্মি হিসেবে বের করে এটি নিরুত্তেজ হয়। গামা রশ্মি চার্জহীন এবং ভরহীন, তাই এর বিকিরণে নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা কিংবা নিউক্লিওন সংখ্যার কোনাে পরিবর্তন হয় না।
গামা রশ্মির যেহেতু চার্জ নেই তাই এটাকে বিদ্যুৎ কিংবা চৌম্বক ক্ষেত্র দিয়ে প্রভাবিত করা যায় না। চার্জ না থাকার কারণে এটি অণু-পরমাণুকে সরাসরি আয়নিত করতে না পারলেও অন্যান্য প্রক্রিয়ায় সেই ইলেকট্রন অণু-পরমাণুকে আয়নিত করতে পারে এবং সেখান থেকে গামা রশ্মির অস্তিত্বও বােঝা যায়। আলফা কিংবা বিটা কণার সমান শক্তিসম্পন্ন গামা রশ্মিকে থামাতে কয়েক সেন্টিমিটার সিসার পুরু পাতের দরকার হয়।


গামা রশ্মির ধর্ম

গামা রশ্মির ধর্ম নিম্নরূপঃ

  • এ রশ্মি চার্জ নিরপেক্ষ।
  • এ রশ্মি তড়িৎক্ষেত্র ও চৌম্বকক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না।
  • এর দ্রুতি আলোর দ্রুতির সমান।
  • এর ভেদন ক্ষমতা আলফা, বিটা এমনকি এক্স রশ্মি অপেক্ষাও বেশি। এটি কয়েক সেন্টিমিটার পুরু সীসার পাত ভেদ করতে পারে।
  • এ রশ্মি স্বল্প আয়নায়ন ক্ষমতা সম্পন্ন।
  • এ রশ্মি প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে।
  • এ রশ্মি ফটোগ্রাফিক প্লেটের উপর দাগ ফেলতে পারে।
  • এটি তাড়িতচৌম্বক তরঙ্গ বা ফোটন।
  • এর স্থির ভর শূন্য।
  • এর তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র তাই শক্তি খুব বেশি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১