OrdinaryITPostAd

স্মার্ট টিভি কেনার আগে আপনি স্মার্ট হওন

 




স্মার্ট টিভি কেনার আগে আপনি স্মার্ট হওন!!!

আপনি নতুন বিয়ে করেছেন বা বিয়ের প্রস্তুতি নিতেছেন। কিন্তু আপনার ভাবনার বিষয় হলো, বিয়ের পরে তো বৌ স্মার্টফোন চেয়ে বসবে। আর স্মার্টফোন দেওয়া মানে, বৌ এর ফোন এ বখাটে যুবকের আস্তানা তৈরি করে দেওয়া। তাই এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে বৌ কে স্মার্টফোন দেওয়ার পরিবর্তে, ঘরে একটি স্মার্ট টিভি নিয়ে আস্তে পারেন।

কিন্তু স্মার্ট টিভি কিনব ভাবলেই তো হবে না। বাজারে তো অনেক ভালো ভালো ব্র্যান্ডের টিভি পাওয়া যায়। যেমন, LG, Samsung, Sony হলো টপ থ্রি ব্র্যান্ড। এছাড়াও আছে- প্যানাসনিক, মাইক্রোম্যাক্স, ইনটেক্স, ভিইউ ইত্যাদি।
তবে স্মার্ট টিভি কেনার আগে অবশ্যই দেখা নেওয়া উচিতঃ-১। কে কি রকম কোয়ালিটি দিচ্ছে?
২। কার প্রযুক্তি কতটা আপডেট?
৩। কার ডিভাইস কতটা স্মার্ট?
৪। তারা যা বলতেছে তা কি আসলেই টিভিতে আছে কি না?
ইত্যাদি ইত্যাদি…………


স্মার্ট টিভি কেনার আগে আপনার ঘরের মাপটা নিন। সেই অনুযায়ী টিভি কিনুন। জেনে রাখুন ৩২ ইঞ্চি টিভি দেখতে অন্তত ৪ ফুট দূরত্ব লাগে। ৪০ থেকে ৪৮ ইঞ্চির টিভি কিনলে ৭ ফুটের দূরত্ব বজায় রাখুন। আর যদি, এর থেকেও বড় সাইজের টিভি কিনতে চান, যেমন ৫৫ থেকে ৬৫ ইঞ্চি, তাহলে টিভি দেখতে কম করেও ৯ ফিটের দূরত্ব বজায় রাখুন। ৩২ ইঞ্চির নিচে কোনও LED টিভি কিনবেন না। বড় আকারের LED টিভি না কিনলে ডিজিটাল প্রযুক্তির মজাটাই মাটি।

এছাড়াও বাজারে এখন সস্তা প্রযুক্তি নির্ভর স্মার্ট টিভির ছড়াছড়ি। তাই স্মার্ট টিভি কেনার আগে যে বিষয়গুলি খেয়াল করবেন তা নিচের থেকে একনজরে দেখে নেওয়া যাকঃ

Full HD Display :


স্মার্ট টিভি যদি কিনতেই হয় তাহলে   Full HD  ( Full High Definition ) টিভি কিনুন। অনেকেই 1280×720 pixels  (720p) বা 1366 x 768 pixels (720p) কিনে নিয়ে আসেন। মাথায় রাখুন এগুলি কখনই  ফুল এইচডি  টিভি নয়। ফুল  এইচডি টিভি  চাইলে সবসময় 1920×1080 pixels (1080i/1080p) কিনুন। আর ঘরের রুমগুলো যদি স্ট্যান্ডার্ড মানের হয় তাহলে “1080 pixel” সবচেয়ে বেশি কার্যকরী।
IPS Panel:


IPS টেকনোলজি হল বর্তমানে Most Advance টেকনোলজি। যার মাধ্যমে আপনি উপভোগ করতে পারেন টিভির অর্জিনাল কালার। তাছাড়া IPS Panel গুলো খুব স্ট্রং হওয়ার কারনে টিভির প্যানেলে জোরে নক করলেও কোনো রকম ডিস্ট্রশন দেখা যাবে না। তাই কিনার আগে বিক্রেতার হাতে টিভির প্যানেলে নক করিয়ে বুঝে নিতে পারেন টিভিতে IPS Panel দেওয়া আছে কি না?
Operating System:


IPS টেকনোলজি হল বর্তমানে Most Advance টেকনোলজি। যার মাধ্যমে আপনি উপভোগ করতে পারেন টিভির অর্জিনাল কালার। তাছাড়া IPS Panel গুলো খুব স্ট্রং হওয়ার কারনে টিভির প্যানেলে জোরে নক করলেও কোনো রকম ডিস্ট্রশন দেখা যাবে না। তাই কিনার আগে বিক্রেতার হাতে টিভির প্যানেলে নক করিয়ে বুঝে নিতে পারেন টিভিতে IPS Panel দেওয়া আছে কি না?

Remote Control:


টিভির সাথের রিমোটটা যদি স্মার্ট এবং ইউজার ফ্রেন্ডলী না হয় তাহলে কি আর মজা থাকে? রিমোট এর ক্ষেত্রে আমার কাছে এলজি এর Magic Remote টাই বেষ্ট মনে হয়। কারন, মাউজের মত কার্টসর থাকাতে ইজি মোভিং করতে পারবেন। ক্লিক ক্লিক করে মোভ করতে হবে না। তাছাড়া Voice সার্চও করতে পারবেন। হাতে টাইপ করতে হবে না। তবে Voice সার্চ অপশনটা সনি তেও আছে।

Video Calling:


টিভি কিনার আগে টিভিতে Video Calling এর মাধ্যমে কথা বলা যায় কিনা তা অবশ্যই প্রাকটিক্যাল ভাবে দেখে নিবেন। কারন, অনেক সময় Video Calling এর অপশনটা থাকলেও তা ব্যবহার করা যায় না।
Mobile Connection:


মোবাইল এর মাধ্যমে অবশ্য সব টিভিই কানেকশন করা যায় এবং Smart Share করা যায়। তবে LG টিভিতে “LG TV Plus” মোবাইল অ্যাপ দিয়ে রিমোট এর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন।

Built-In Memory:


টিভিতে মেমোরি কেমন আছে তা দেখে নেওয়া ভালো। অবশ্য সব টিভিতেই মোটামুটি ভালো মানের মেমোরি থাকে। তবে সনি স্মার্ট টিভিতে ১৬ জিবির মত বিশাল জায়গা থাকে, ফলে একে অনেকটা বড় কম্পিউটার বা ট্যাব এর মত করেও ব্যবহার করা যায়।

Recording System:


টিভি কিনার আগে দেখে নেওয়া ভালো টিভিতে কি Recording System আছে কি না? Recording System থাকলে আপনি কোনো প্রোগ্রাম মিস করলেও পরে দেখে নিতে পারবেন।


Sound System:


টিভি কিনার আগে দেখে নিবেন এর Sound System কেমন। ভালো মানের টিভিতে 20W Powerful Sound System থাকে। আর সাথে যদি Virtual Surround Sound System থাকলে তো আরো বেশি বেশি ভালো। কারণ, Virtual Surround Sound System এর মাধ্যমে সাউন্ড সরাসরি কানে না এসে চারপাশ থেকে আসবে। যার ফলে আপনি কোনো অতিরিক্ত Sound System ছাড়াই ভালো মানের Sound উপভোগ করতে পারবেন।

Wide Viewing Angle:


বাজার বেশির ভাগ টিভিই সাইড থেকে দেখলে কালার ঝাপসা হয়ে যায়। Wide Viewing Angle মাধ্যমে যে কোনো অ্যাঙ্গেল থেকে টিভির অর্জিনাল কালার দেখতে পাবেন। যেমন, Samsung টিভিতে আপনি ১৬৬ ডিগ্রী অ্যাঙ্গেলে দেখলেও কালার ঝাপসা হবে না। আর LG তে ১৭৮ ডিগ্রী অ্যাঙ্গেলেও অর্জিনাল কালার দেখতে পাবেন।

উপরের বিষয়গুলো অনুসরণ করলে আপনি একটি ভালো মানের স্মার্ট টিভি বেচে নিতে পারবেন এবং লাইফকে এঞ্জয় করতে পারবেন। আর স্মার্ট ফোনের পরিবর্তে স্মার্ট টিভি কিনে বৌ নিয়েও দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১