OrdinaryITPostAd

অরবিট কী?প্রতীক কাকে বলে? - আরো কিছু প্রশ্নোত্তর

 


প্রশ্ন-১. আইসোটোপ কাকে বলে?
উত্তর : কোন মৌলের একাধিক পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে।

প্রশ্ন-২. পারমাণবিক সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়?
উত্তর : পারমাণবিক সংখ্যাকে Z দ্বারা প্রকাশ করা হয়।

প্রশ্ন-৩. অরবিট কী?
উত্তর : ইলেকট্রন বিন্যাসের প্রতিটি প্রধান শক্তিস্তর অরবিট।

প্রশ্ন-৪. ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15 বলতে কী বোঝায়?
উত্তর : ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15 বলতে আমরা বুঝি যে ফসফরাসের প্রোটন বা ইলেকট্রন সংখ্যা 15।

প্রশ্ন-৫. পরমাণুর স্থায়ী কণিকা কয়টি?
উত্তর : পরমাণুর স্থায়ী কণিকা ৩টি।

প্রশ্ন-৬. অক্সিজেনের ভরসংখ্যা 17 বলতে কী বুঝ?
উত্তর : অক্সিজেনের ভরসংখ্যা 17 বলতে আমরা বুঝি যে, অক্সিজেন পরমাণুর প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল 17।

প্রশ্ন-৭. নীলস বোর কত সালে তার পরমাণু মডেল প্রকাশ করেন?
উত্তর : নীলস বোর ১৯১৩ সালে তার পরমাণু মডেল প্রকাশ করেন।

প্রশ্ন-৮. প্রতীক কাকে বলে?
উত্তর : কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে।

প্রশ্ন-৯. ভর সংখ্যা কাকে বলে?
উত্তর : নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে পরমাণুর ভর সংখ্যা বলে।

প্রশ্ন-১০. ভর সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়?
উত্তর : ভর সংখ্যাকে A দ্বারা প্রকাশ করা হয়।

প্রশ্ন-১১. পারমাণবিক সংখ্যা কাকে বলে?
উত্তর : নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে মৌলের পারমাণবিক সংখ্যা বলে।

প্রশ্ন-১২. হাইড্রোজেনের আইসোটোপগুলোর নাম কি?
উত্তর : হাইড্রোজেনের তিনটি আইসোটোপ হচ্ছে– i. হাইড্রোজেন, ii. ডিউটেরিয়াম, iii. টিট্রিয়াম।

প্রশ্ন-১৩. হার্টে পেসমেকার বসাতে কোন মৌলের আইসোটোপ ব্যবহৃত হয়?
উত্তর : হার্টে পেসমেকার বসাতে 238Pu ব্যবহৃত হয়।

প্রশ্ন-১৪. নিউক্লিয়াস কী?
উত্তর : পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াস বলে।

প্রশ্ন-১৫. মৌলিক কণিকা বলতে কী বুঝ?
উত্তর : অতি সূক্ষ্ম কণিকা যা মূল উপাদান হিসেবে সব মৌলের পরমাণুতেই উপস্থিত অর্থাৎ যা দ্বারা পরমাণু গঠিত হয় তাদেরকে মৌলিক কণিকা বলে।

প্রশ্ন-১৬. একটি প্রোটনের প্রকৃত ভর কত?
উত্তর : একটি প্রোটনের প্রকৃত ভর 1.67 × 10-24g।

প্রশ্ন-১৭. পরমাণুর গঠনকে সৌরজগতের সাথে তুলনা করেন কোন বিজ্ঞানী?
উত্তর : পরমাণুর গঠনকে সৌরজগতের সাথে তুলনা করেন বিখ্যাত বিজ্ঞানী রাদারফোর্ড।

প্রশ্ন-১৮. ইলেকট্রন কে আবিষ্কার করেন?
উত্তর : থমসন ১৮৯৭ সালে ইলেকট্রন আবিষ্কার করেন।

প্রশ্ন-১৯. অণু কী?
উত্তর : মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম অংশ যা ঐ যৌগের বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখে তাকে অণু বলে।

প্রশ্ন-২০. কত সালে ডাল্টনের মতবাদ প্রতিষ্ঠা পায়?
উত্তর : ১৮০৩ সালে ডাল্টনের মতবাদ প্রতিষ্ঠা পায়।

প্রশ্ন-২১. আধুনিক রসায়নের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : বিজ্ঞানী জন ডাল্টন আধুনিক রসায়নের প্রতিষ্ঠাতা।

প্রশ্ন-২২. পরমাণুতে ইলেকট্রন কোথায় অবস্থান করে?
উত্তর : ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে।

প্রশ্ন-২৩. রাদারফোর্ড পরমাণুর গঠনকে কিসের সাথে তুলনা করেন?
উত্তর : রাদারফোর্ড পরমাণুর গঠনকে সৌরজগতের সাথে তুলনা করেন।

প্রশ্ন-২৪. নিউক্লিয়াস পরমাণুর কোন অংশে অবস্থান করে?
উত্তর : নিউক্লিয়াস পরমাণুর কেন্দ্রে অবস্থান করে।

প্রশ্ন-২৫. আধুনিক রসায়নের ভিত্তি কী?
উত্তর : 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন প্রদত্ত পরমাণুবাদটিই আধুনিক রসায়নের ভিত্তি।

প্রশ্ন-২৬. Atomos শব্দের অর্থ কী?
উত্তর : Atomos শব্দের অর্থ যা আর ভাগ করা যায় না।

প্রশ্ন-২৭. পরমাণুবাদ সূত্রটির আবিষ্কারক কে?
উত্তর : ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন পরমাণুবাদ সূত্রটির আবিষ্কারক।

প্রশ্ন-২৮. পরমাণু কী?
উত্তর : মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ যার মধ্যে মৌলের বৈশিষ্ট্য অক্ষুণ্ন থাকে তাকে পরমাণু বলে।

প্রশ্ন-২৯. আইসোটোপের বৈশিষ্ট্য সমূহ লেখ।
উত্তর : নিচে আইসোটোপের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হল :
১. মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যা ভিন্ন ভিন্ন।
২. কোন মৌলের প্রত্যেকটি আইসোটোপের রাসায়নিক ধর্ম একই থাকে।
৩. প্রকৃতিতে বিভিন্ন আইসোটোপ বিভিন্ন পরিমাণে বিদ্যমান থাকে।
৪. ভিন্ন ভর সংখ্যার সাথে আইসোটোপের ভরও ভিন্ন হয়।

প্রশ্ন-৩০. নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে কী বলে?
উত্তর : নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়।

প্রশ্ন-৩১. পরমাণুর কেন্দ্রের অপর নাম কি?
উত্তর : পরমাণুর কেন্দ্রের অপর নাম নিউক্লিয়াস।

প্রশ্ন-৩২. নিউট্রন ও প্রোটনের মিলিত সংখ্যাকে কী বলে?
উত্তর : নিউট্রন ও প্রোটনের মিলিত সংখ্যাকে ভর সংখ্যা বলে।

প্রশ্ন-৩৩. পরমাণুতে চার্জ নিরপেক্ষ কণিকা কোনটি?
উত্তর : পরমাণুতে চার্জ নিরপেক্ষ কণিকা হলো নিউট্রন।

প্রশ্ন-৩৪. কোন মাধ্যমে গ্যাসের স্বতঃস্ফূর্তভাবে ভ্রমণকে কী বলে?
উত্তর : কোন মাধ্যমে গ্যাসের স্বতঃস্ফূর্তভাবে ভ্রমণকে ব্যাপন বলে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১